ETV Bharat / state

এবার রাজীবকেও জ়েড ক্যাটেগরির নিরাপত্তা

author img

By

Published : Feb 1, 2021, 1:51 PM IST

Updated : Feb 1, 2021, 2:05 PM IST

জ়েড ক্যাটেগরির নিরাপত্তা
ফাইল ছবি

এর আগে শুভেন্দু অধিকারীকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক । এবার রাজীবের জন্য একই সিদ্ধান্ত ।

কলকাতা, 1 ফেব্রুয়ারি : শুভেন্দুর পর এবার জ়েড ক্যাটেগরির নিরাপত্তা রাজীবকেও । রাজ্যের মধ্যে জ়েড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হবে তাঁকে । অন্য রাজ্যে গেলে ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পাবেন তিনি ।

বিজেপির কাছে এখন পাখির চোখ বাংলা । সামনে বিধানসভা নির্বাচনের আগে নিজেদের প্রতিটি ঘুঁটি সাজিয়ে নিতে চাইছেন দিলীপ-কৈলাসরা । শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার 24 ঘণ্টার মধ্যেই তাঁকে জেড ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রক । এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের জন্যও একই ব্যবস্থা ।

30 জানুয়ারি রাতে অমিত শাহর বাসভবনে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব-বৈশালীরা । এরপর গতকাল ডুমুরজলার মাঠে বিজেপির মেগা শো । শুভেন্দুকে পাশে নিয়ে রাজীবের ডাক দিলেন, পরিবর্তনের পরিবর্তন চাই । ডুমুরজলার সভার 24 ঘণ্টা যেতে না যেতেই এবার রাজীবকেও দেওয়া হল জ়েড ক্যাটেগরির নিরাপত্তা ।

আরও পড়ুন : শুভেন্দুকে জেড ক্যাটেগরির নিরাপত্তা কেন্দ্রের

জেড ক্যাটেগরির নিরাপত্তার দায়িত্বে থাকেন কেন্দ্রীয় বাহিনীর 22 জন জওয়ান । এর মধ্যে চার থেকে পাঁচ জন এনএসজির কমান্ডো । পশ্চিমবঙ্গ ছাড়া অন্যান্য রাজ্যে তিনি পাবেন ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা । সেক্ষেত্রে নিরাপত্তার দায়িত্বে থাকেন কেন্দ্রীয় বাহিনীর 11 জন জওয়ান । তাঁদের মধ্যে একজন বা দু'জন থাকেব কমান্ডো ।

Last Updated :Feb 1, 2021, 2:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.