TMC Inner Clash মন্ত্রী অরূপ রায়ের পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে আন্দুলের কলেজে তৃণমূলের গোষ্ঠী কোন্দল

author img

By

Published : Aug 23, 2022, 4:58 PM IST

ETV Bharat
আন্দুল প্রভু জগতবন্ধু কলেজে ছেঁড়া হয়েছে মন্ত্রী অরূপ রায়ের পোস্টার ()

মন্ত্রীর পোস্টার ছেঁড়ায় বিপত্তি ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা আন্দুলের প্রভু জগদ্বন্ধু কলেজে(Andul Prabhu Jagatbandhu College)৷ এই ঘটনায় কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা হাওড়া জেলা তৃণমূলের যুব সভাপতিকেই দুষেছেন ৷

আন্দুল, 23 অগস্ট: ছিঁড়ে ফেলা হয়েছে কলেজের ভিতরে লাগানো মন্ত্রী অরূপ রায়ের পোস্টার ৷ আর তাকে কেন্দ্র করেই মঙ্গলবার উত্তেজনা ছড়াল হাওড়ার আন্দুলের প্রভু জগদ্বন্ধু কলেজ চত্বরে(TMC Inner Clash over Arup Roy Poster Tearing)৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে পুলিশ ৷

ঘটনা নিয়ে কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা জানান, মন্ত্রী অরূপ রায়ের ব্যানার ছেঁড়ার কাজে হাওড়া জেলার তৃণমূল কংগ্রেসের যুব সভাপতির অনুগামীরাই যুক্ত । গত এক মাস আগেও অরূপ রায়ের ব্যানার ছেঁড়ার ঘটনা কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছিল ৷ ফের এদিন একই ঘটনা ঘটে ৷ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের তরফে সরাসরি আঙুল তোলা হয়েছে অভিজ্ঞান মাঝি ও শুভম মাঝির বিরুদ্ধে ৷ যারা কি না হাওড়া জেলা তৃণমূল(Howrah district TMC) যুব কংগ্রেসের সভাপতি তুষারকান্তি ঘোষের অনুগামী বলেই পরিচিত । তারাই এই জঘন্য কাজ করেছে অভিযোগ করেন তৃণমূল ছাত্র পরিষদের একাংশ(TMC Inner Clash at Howrah)৷

আরও পড়ুন : রানিগঞ্জে টিডিবি কলেজে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সিসি ক্যামেরায় ধরা পড়ল ছবি

এদিন দুপুরে কলেজের সামনে এই ঘটনার নিন্দা করে স্লোগান দিয়ে প্রতিবাদ জানায় কলেজের তৃণমূল ছাত্র পরিষদ সদস্যরা ৷ উত্তেজনার আঁচ পেয়ে সাঁকরাইল থানার পুলিশ আসে ঘটনাস্থলে ৷ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্য অসীম নস্কর জানান, এর আগেও একই ঘটনা ঘটেছে । অধ্যক্ষকে জানিয়েও কোনও লাভ হয়নি । তাঁকে জানালেই তিনি শুভম মাঝি না থাকলে কথা বলা যাবে না বলে ফিরিয়ে দেন । এই কলেজে দলের কোনও নির্বাচিত কমিটি নেই । কোনও নির্দেশিকাও নেই তাহলে বহিরাগত লোকেরা কেন সংসদ চালাবে ?

পোস্টার ছেঁড়া নিয়ে সিসিটিভি ফুটেজ দেখাতে হবে কলেজ কর্তৃপক্ষকে । যদিও কলেজ কর্তৃপক্ষ উপস্থিত না থাকায় ছাত্র-ছাত্রীদের থেকে সময় চেয়ে নিয়েছেন বলেই জানা যাচ্ছে ।

আরও পড়ুন : জারি বিজ্ঞপ্তি, 8 জানুয়ারি সেট নেবে রাজ্য

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.