ETV Bharat / state

Cyclone Jawad : শালিমার রেল ইয়ার্ডে ট্রেনের চাকায় বাঁধা হল চেন

author img

By

Published : Dec 3, 2021, 9:35 AM IST

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে হওয়া ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে আগাম সতর্কতা দক্ষিণ-পূর্ব রেলের (Early Protection for Cyclone Jawad) ৷ শালিমার রেল ইয়ার্ডে (Shalimar Railway Yard) দাঁড়িয়ে থাকা ট্রেন চাকায় চেন তালা বাঁধা হল ৷ যাতে ঝড়ের প্রভাবে ট্রেন গড়িয়ে না যায় ৷

Cyclone Jawad
ঘূর্ণিঝড় জাওয়াদের জেরে আগাম সতর্কতা শালিমার রেল ইয়ার্ডে

হাওড়া, 3 ডিসেম্বর : অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে আগামী 24 ঘণ্টার মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় জাওয়াদ ৷ এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ আর ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব এ রাজ্যের উপকূলবর্তী রাজ্যগুলিতেও পড়বে ৷ তাই আগাম সতর্কতা অবলম্বন করছে দক্ষিণ-পূর্ব রেল (Early Protection for Cyclone Jawad) ৷ শালিমার রেল ইয়ার্ডে (Shalimar Railway Yard) দাঁড়িয়ে থাকা ট্রেনের চাকায় বাঁধা হল চেন ৷ ঝোড়ো হাওয়ায় ট্রেন যাতে গড়িয়ে না যায় এবং এর জেরে কোনও দুর্ঘটনা না ঘটে তাই এই আগাম সতর্কতা বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ৷

4 ডিসেম্বর সকালে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে Cyclone Jawad এর আছড়ে পড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷ আর এই ঘূর্ণিঝড়ের প্রভাব এ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতেও পড়ার সম্ভাবনা রয়েছে ৷ তাই আগাম সতর্কতা হিসেবে শালিমার রেল ইয়ার্ডে দাঁড়িয়ে থাকা ট্রেনের চাকায় লাগানো হল চেন-তালা ৷ যাতে ঝোড়ো হাওয়ার জেরে ট্রেন গড়িয়ে গিয়ে কোনও দুর্ঘটনা না ঘটে ৷ প্রসঙ্গত, ঘূর্ণিঝড়ের পূর্বাভাসের জেরে ইতিমধ্যে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের বহু দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে ৷ এমনকি অনেক ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে ৷

ঘূর্ণিঝড় জাওয়াদের জেরে আগাম সতর্কতা শালিমার রেল ইয়ার্ডে

আরও পড়ুন : West Bengal Weather Update : রাজ্যে ফের ঘূর্ণিঝড়ের চোখরাঙানি, শনি থেকে সোম পর্যন্ত প্রভাব ফেলবে জাওয়াদ

এ নিয়ে দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নীরজ কুমার জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের জেরে প্রবল প্রবল ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সেই কারণে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ থেকে আপ ও ডাউনের বহু ট্রেন বাতিল করা হয়েছে ৷ 3 ও 4 ডিসেম্বর মিলিয়ে কয়েকটি ডিভিশনের আপে 27টি এবং ডাউনে 22টি ট্রেন বাতিল হয়েছে ৷ যে সকল যাত্রীরা আগে থেকে রিজার্ভেশন করেছেন, তাঁদের মোবাইলে মেসেজ যাবে ৷ তাঁরা টিকিট বাতিল করে পুরো টাকা ফেরত নিতে পারবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.