ETV Bharat / state

Silver Robbery : গয়না লুটের মূল পান্ডা আইসি ! পুলিশের তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

author img

By

Published : Jun 21, 2022, 9:25 PM IST

Updated : Jun 21, 2022, 10:00 PM IST

দাসপুরের ব্যবসায়ীর কাছ থেকে রূপোর গয়না লুঠের ঘটনায় বোটানিক্যাল গার্ডেন থানার আইসি-র নাম উঠে আসে হাওড়া পুলিশের দুই কনস্টেবল এবং আরও চারজনকে জেরা করে (police investigation revealed shocking information) ৷

Silver Robbery news
গয়না লুটের মূল পান্ডা আইসি ! পুলিশের তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য

হাওড়া, 21 জুন : দাসপুরের ব্যবসায়ীর কাছ থেকে রূপোর গয়না লুঠের ঘটনায় গ্রেফতার হওয়া হাওড়া পুলিশের দুই কনস্টেবল এবং আরও চারজনকে জেরা করে উঠে এল বোটানিক্যাল গার্ডেন থানার আইসি-র নাম (police investigation revealed shocking information)। ধৃতদের দাবি লুটের মূল পাণ্ডা আসলে বি গার্ডেন থানার আইসি । গ্রেফতার হওয়া পুলিশ কর্মীদের দাবি তারা নির্দোষ । তাদের আরও দাবি থানার লকারের মধ্যেই রাখা হয় ওই লুঠ করা রুপো ৷ ঘটনার দিন অর্থাৎ 7 জুন ও তার পরের দিন থানার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলেই আসল সত্যি বেরিয়ে আসবে । তারা নিচু তলার কর্মী, তাই তাদেরকে ফাঁসানো হয়েছে বলেই অভিযোগ ধৃত পুলিশ কর্মীদের ।

দাসপুর ব্যবসায়ীর থেকে রুপোর গয়না লুঠের কাণ্ডে এমনটাই চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে তদন্তকারী আধিকারিকদের হাতে । ধৃত পুলিশ কর্মী ও বাকিদেরকে জেরা করে উঠে আসছে বি গার্ডেন থানার আইসি পথিকৃৎ চট্টোপাধ্যায়ের নাম । মঙ্গলবার ধৃতদের ব্যাঙ্কশাল কোর্টে নিয়ে যাওয়ার সময়ও ধৃতরা এমনটাই দাবি করেন । তদন্তে উঠে আসা আইসি-র বিষয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়েছে হাওড়া সিটি পুলিশ কমিশনারকে । যদিও গোটা ঘটনার তদন্ত কলকাতা পুলিশ করলেও তারা এই তদন্তভার হাওড়া সিটি পুলিশকে হস্তান্তর করতে আগ্রহী বলেই কলকাতা পুলিশ সূত্রে খবর । জানা গিয়েছে, এই তদন্তে বি গার্ডেন থানার আইসির ভূমিকার কথাও উঠে এসেছে । তাই তারা ধৃত পুলিশ কর্মীদের অভিযোগকে একেবারেই উড়িয়ে দিচ্ছেন না । তদন্তের মধ্যে আইসি-র ভূমিকা নিয়েও অনেক প্রশ্ন সামনে এসেছে । তাঁরা সেই বিষয়টিকেও খতিয়ে দেখছেন ।

আরও পড়ুন : চুরি যাওয়া মোবাইল খুঁজতে মালদা পুলিশের নয়া সেল

যদিও ঘটনার সত্যতা স্বীকার করে নাম প্রকাশে অনিচ্ছুক হাওড়া সিটি পুলিশের এক শীর্ষকর্তা । তিনি জানান, গোটা বিষয়টিকে নিয়ে কলকাতা পুলিশের পাঠানো রিপোর্ট পর্যালোচনা করেই তারপরে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে । প্রসঙ্গত বিধাননগর কমিশনারেটের এক আধিকারিকের বিরুদ্ধেও একইভাবে সোনা লুঠ করার অভিযোগ উঠেছিল । সেক্ষেত্রে তাকে বিধাননগর পুলিশ কমিশনারেট থেকে সরিয়ে দেওয়া হয়েছিল ৷

Last Updated : Jun 21, 2022, 10:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.