ETV Bharat / state

Milan Uthsab at Belur Math: বেলুড় মঠে পালিত হল রামকৃষ্ণ পরমহংস দেবের জন্ম মহোৎসব

author img

By

Published : Feb 26, 2023, 8:37 PM IST

Milan Uthsab at Belur Math ETV BHARAT
Milan Uthsab at Belur Math ETV BHARAT

শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্ম মহোৎসব পালন করা হচ্ছে বেলুড় মঠে (Milan Uthsab at Belur Math) ৷ প্রতিবছর ঠাকুরের জন্মতিথির পর প্রথম রবিবারে এই জন্ম মহোৎসবের আয়োজন করা হয় ৷

বেলুড় মঠে পালিত হচ্ছে রামকৃষ্ণদেবের জন্ম মহোৎসব

হাওড়া, 26 ফেব্রুয়ারি: রবিবার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্ম মহোৎসব পালিত হল (Ramakrishna Dev Birthday Festival) ৷ বেলুড় মঠে (Belur Math) ধুমধামের সঙ্গে পালিত হল রামকৃষ্ণদেবের জন্মতিথির অনুষ্ঠান ৷ বেলুড় মঠের নিজস্বরীতি অনুযায়ী প্রতি বছর ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্মতিথির পরের রবিবার এই উৎসব পালন করা হয় ৷ চলতি মাসের 21 তারিখ, মঙ্গলবার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের 188 তম জন্মতিথি ছিল ৷ আর তারপর আজ প্রথম রবিবারে ঠাকুরের জন্ম মহোৎসব পালিত হল ৷

বলা হয়, শ্রী শ্রী সারদা মা রামকৃষ্ণদেবের জন্মতিথি পালন নিয়ে একটি কথা বলেছিলেন ৷ তাঁর কথায়, ‘‘শুধু সাধন-ভজন করলেই হয় না ৷ বরং ভক্তের সঙ্গে ভগবানের মিলনও অতি আবশ্যিক ৷ ভক্তের জন্যই ভগবান ৷ ভক্তেরা নানান সাংসারিক এবং মানসিক যন্ত্রণায় সদা ক্লিষ্ট হয়ে থাকেন ৷’’ এই শিক্ষাকে পাথেয় করেই বছরে নির্দিষ্ট একটি দিনে বেলুড় মঠে ভক্তদের মনোরঞ্জনের উদ্দেশ্যে বিশেষ কিছু আয়োজন করার ইচ্ছে প্রকাশ করেছিলেন শ্রী শ্রী সারদা মা ৷

তাঁর সেই ইচ্ছেকে মর্যাদা দিয়ে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে ঠাকুরের জন্মতিথির পরের রবিবার শুরু করেন মিলন উৎসব ৷ যা কিনা বেলুড় মঠের সব থেকে বড় উৎসব ৷ এই মিলন উৎসবকে ভক্তেরা জন্ম মহোৎসব নামেও ডেকে থাকেন ৷ বছরের এই দিনে বহু দূরদূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আসেন বেলুড় মঠে ৷ ওইদিন ভোর থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের মন্দিরে মঙ্গলারতি দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয় ৷ সকাল 8 থেকে মূল মন্দিরের পাশে নির্মিত অস্থায়ী সভা মণ্ডপে শুরু হয় নানান ধর্মীয় অনুষ্ঠান ৷ ধর্মীয় বেদের মন্ত্রোচ্চারণ, ভজন, পদাবলী কীর্তন অনুষ্ঠিত হয় ৷

আরও পড়ুন: বেলুড় ও কামারপুকুর মঠ-মিশনে ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথি উদযাপন

এছাড়াও রবিবার দিনে মঠের সবথেকে বড় আকর্ষণ সর্বজনীন মেলা ৷ হরেক পসরা নিয়ে মঠের প্রাঙ্গণে এই মেলায় বসেন বিক্রেতারা ৷ এখান থেকে বহু মানুষ কেনাকাটা করেন ৷ অনুষ্ঠান দেখে মঠের মহারাজদের সঙ্গে সাক্ষাৎ করেন ৷ সব শেষে মঠের ভোগ খেয়ে সকলে ফিরে যান ৷ কোভিডের আগে পর্যন্ত এই মেলার অন্যতম আকর্ষণ ছিল আতসবাজির প্রদর্শন ৷ তবে, 2019 সাল থেকে পরিবেশ দূষণের কথা মাথায় রেখে আতসবাজির প্রদর্শন বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বেলুড় মঠ কর্তৃপক্ষ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.