ETV Bharat / state

Ramakrishna Birth Tithi: বেলুড় ও কামারপুকুর মঠ-মিশনে ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথি উদযাপন

author img

By

Published : Feb 21, 2023, 5:23 PM IST

ETV Bharat
ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব

জন্মতিথিতে ঠাকুর রামকৃষ্ণদেবের নাম-গানে মাতোয়ারা হল হাওড়া থেকে হুগলি ৷ অগণিত ভক্ত সমাগমে ভরে উঠল বেলুড় ও কামারপুকুর মঠ (Ramakrishna Math)৷

রামকৃষ্ণদেবের জন্মতিথি উদযাপন

হাওড়া/হুগলি, 21 ফেব্রুয়ারি: রীতি মেনে ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণ দেবের 188তম জন্মতিথি পালিত হল কামারপুকুর ও বেলুড় মঠে (Ramakrishna Birth Tithi Celebration)৷ মঙ্গলবার সকাল থেকেই ঠাকুরের জন্মতিথির উৎসব উপলক্ষে দুই জায়গাতেই ছিল ভক্তদের ব্যাপক ভিড় ৷ ভোর থেকেই শুরু হয় পুজো পাঠ, মঙ্গলারতি, বেদ পাঠ, রামকৃষ্ণ কথামৃত পাঠ ৷ রীতি মেনে মঠের সাধু সন্ন্যাসীরা বিশেষ পুজোপাঠে সামিল হন । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের ভিড় বাড়তে থাকে ।

এদিন কামারপুকুর মঠ ও মিশনে ভোর চারটেই সানাই বাদন দিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথির অনুষ্ঠানের সূচনা হয় । তারপর ভোর সাড়ে চারটেই মঙ্গলারতি ও 4টে 40 মিনিটে মঠের নাটমন্দিরে সন্ন্যাসীরা বেদপাঠ ও স্তবগানের মাধ্যমে শ্রীরামকৃষ্ণদেবের আরাধনা শুরু করেন । তারপর থেকে নির্দিষ্ট সময় অনুযায়ী বিশেষ পুজোপাঠের মাধ্যমে সারা দিনব্যাপী ঠাকুর শ্রীরামকৃষ্ণের আরাধনা চলে । সকাল সাড়ে সাতটায় বিশেষ শোভাযাত্রা সহকারে কামারপুকুর তীর্থ পরিক্রমা করেন সন্ন্যাসী, ব্রহ্মচারী থেকে শুরু করে ছাত্র-ছাত্রী ভক্ত ও স্থানীয় গ্রামবাসীবৃন্দ ।

এই বিষয়ে কামারপুকুর মঠ ও মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী লোকোত্তরা নন্দ জানান, শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে তিনদিনব্যপী উৎসবের আজ প্রথম দিন । সকালে বেদ পাঠ, শ্রীশ্রী রামকৃষ্ণদেবের অমৃতকথা ও পুঁথিপাঠ দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়েছে । মিশন থেকে শুরু করে কামারপুকুর চটির বিবেকানন্দের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেছি । প্রায় 20 হাজার মানুষকে প্রসাদ বিতরণ করা হবে । বিকালে ধর্মসভা ও সন্ধ্যায় বিশেষ আরতির পর পদযাত্রা হবে । আগামিকাল 1 হাজার 100 ছাত্র-ছাত্রীকে শিক্ষা সামগ্রী প্রদান করা হবে । তারপর ভাগবত পাঠ ও মা সারদার জীবনী নিয়ে আলোচনা ও ভজন হবে । বৃহস্পতিবার শ্রী শ্রী চৈতন্যচরিতামৃত পাঠ ও 2 হাজার 600 মাকে শাড়ি বিতরণ করা হবে । বিবেকানন্দের জীবন ও বাণী নিয়ে ধর্মসভাও রয়েছে এদিন ৷

আরও পড়ুন : 12 জানুয়ারি নয়, এই মঠে তিথি মেনে পালিত হয় স্বামীজীর জন্মদিন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.