ETV Bharat / state

Vande Bharat Express: উদ্বোধনের আগে হাওড়া-পটনা বন্দে ভারতের টিকিটমূল্য প্রকাশ পূর্ব রেলের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 9:37 PM IST

Etv Bharat
রাজ্যের চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস যাত্রা শুরু রবিবার

PM Modi to inaugurate Vande Bharat Express: 24 সেপ্টেম্বর রবিবার বেলা 12:30 মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে রাজ্যের চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস যাত্রা শুরু করতে চলেছে। উদ্বোধনের আগে হাওড়া-পটনা বন্দে ভারতের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করল পূর্ব রেল।

হাওড়া, 23 সেপ্টেম্বর: বাংলা পেতে চলেছে চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস ৷ রবিবার ভার্চুয়ালি ন'টি নতুন বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তার মধ্যে একটি ট্রেন হাওড়া-পটনা রুটে চলবে বলেই জানিয়েছে পূর্ব রেল। পূর্ব রেল থেকে দাবি করা হয়েছে, এই বন্দে ভারত ট্রেনটি হাওড়া থেকে পটনা রুটে যাত্রীদের সফর আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে।

নতুন বন্দে ভারতের টিকিটের দাম প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী কৌশিক মিত্র বলেন, "যাত্রীদের এই ট্রেনে পরিষেবা ভিত্তিক টিকিটের ভাড়া দিতে হবে ৷ বন্দে ভারত এক্সপ্রেস যে উন্নত মানের পরিষেবা এবং যাত্রী স্বাচ্ছন্দ্য দেয় তার সঙ্গে এই ভাড়া সামঞ্জস্যপূর্ণ। আমাদের এই প্রিমিয়াম ট্রেন থেকে যাত্রীরা যে উৎকর্ষতা আশা করেছেন, সেই পরিষেবা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ"।

উদ্বোধনের পূর্বে শনিবার এই ট্রেনের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করল পূর্ব রেল। আপ 22347 বন্দে ভারত ট্রেনে পাটনা পর্যন্ত চেয়ার কার সিটের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে 1450 টাকা। যদিও এই ট্রেনের এক্সিকিউটিভ শ্রেণীর টিকিটের দাম পড়বে 2675 টাকা। অপরদিকে ডাউন 22348 বন্দে ভারত ট্রেনে পটনা থেকে হাওড়া পর্যন্ত চেয়ার কার সিটের টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে 1505 টাকা। যদিও এই ট্রেনের এক্সিকিউটিভ শ্রেণীর টিকিটের দাম পড়বে 2725 টাকা। অন্যান্য বন্দে ভারত ট্রেনের মতোই যাত্রী স্বাচ্ছন্দ্য ও পরিষেবা একই রকম বহাল রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: রাজ্য পেতে চলেছে আরও 2 বন্দে ভারত, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

হাওড়া-পটনা ছাড়াও আগামিকাল চালু হতে চলা হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের স্টপেজ ও টাইম টেবিল প্রকাশ্যে এসেছে ৷ ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন মুরি, কোটশিলা, পুরুলিয়া, চান্ডিল, টাটানগর ও খড়গপুরে থামবে। হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়বে বিকেল 3 টে 45 মিনিটে ৷ অন্যদিকে এই এক্সপ্রেস ট্রেন রাঁচি থেকে ছাড়বে সকাল 5 টা 15 মিনিটে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.