ETV Bharat / state

Vande Bharat Express: রাজ্য পেতে চলেছে আরও 2 বন্দে ভারত, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 20, 2023, 5:27 PM IST

Updated : Sep 20, 2023, 5:45 PM IST

Vande Bharat Express
বন্দে ভারত এক্সপ্রেস

PM Modi to inaugurate Vande Bharat Express: রাজ্য পেতে চলেছে আরও দুটি বন্দে ভারত এক্সপ্রেস ৷ দিল্লি থেকে তার ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

কলকাতা, 20 সেপ্টেম্বর: মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অন্তর্গত আরও ন'টি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে দেশ । মোট 9টি বন্দে ভারতের মধ্যে রাজ্য পেতে চলেছে দুটি ট্রেন । হাওড়া-পটনা এবং হাওড়া-রাঁচি । এই দুটি রুটে চালু হতে চলেছে পরিষেবা । দিল্লি থেকে ট্রেনগুলোর ভার্চুয়াল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তিনি আগামী রবিবার অর্থাৎ 24 সেপ্টেম্বর হাওড়া-পটনা এবং হাওড়া-রাঁচি রুটে বন্দে ভারত সেমি হাইস্পিড ট্রেন উদ্বোধন করবেন ৷

পূর্ব রেল শাখার হাওড়া-পটনা এবং দক্ষিণ পূর্ব রেল শাখার হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে । পূর্ব রেলের পক্ষ থেকে ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে ৷ তবে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-রাঁচি সংক্রান্ত বিজ্ঞপ্তি এখনও জারি করা হয়নি ৷

দক্ষিণ-পূর্ব রেল শাখার মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরী জানিয়েছেন যে, হাওড়া-রাঁচি রুটে বন্দে ভারত চালু করার প্রস্তুতি একেবারে শেষ ৷ তাই আগামী রবিবারই হয়তো চালু হয়ে যাবে পরিষেবা । তবে উদ্বোধনের দিন পূর্ব রেল শাখায় হাওড়া না পটনা, কোন দিক থেকে ছাড়বে উদ্বোধনী ট্রেন, সেটা এখনও জানানো হয়নি ।

এই নিয়ে রাজ্য পেতে চলেছে পাঁচটি সেমি হাই স্পিড বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন । যাত্রী স্বাচ্ছন্দ্য এবং নিরাপত্তার বিষয়গুলি মাথায় রেখেই এই নতুন বন্দে ভারত রেকগুলিতে 25টি অত্যাধুনিক ব্যবস্থা যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে রেল বোর্ড । হাওড়া-পটনা বন্দে ভারতের ট্রায়াল রান গত 5 অগস্ট ও তারপর 12 অগস্ট হয়েছে । এ বার হাওড়া থেকে পটনা পৌঁছতে সময় আরও কমবে । প্রায় 535 কিমি পথ অতিক্রম করতে সময় লাগবে মাত্র সাড়ে ছয় ঘণ্টা । এই ট্রেনটি ঘণ্টায় 130 কিলোমিটার বেগে দৌড়বে । যদিও বেশ কিছু জায়গায় নিরাপত্তার জন্য ট্রেনের গতিবেগ কমিয়ে ঘণ্টায় আশি থেকে বিরাশি কিমিও করা হবে ।

আরও পড়ুন: 24 সেপ্টেম্বর পথচলা শুরু হচ্ছে পটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের

আপ ও ডাউন রুটে যে স্টেশনগুলোতে ট্রেনটি দাঁড়াবে বলে জানা গিয়েছে সেগুলি হল - আসানসোল, জোসিডি, ঝাঝা, লক্ষ্মীসরাই, মোকামা এবং পটনা সাহিব । আরও একটি বিশেষ ব্যাপার হল, আগে বন্দে ভারতের রং সাদা এবং নীল ছিল ৷ এখন সেই রঙে বদল এসেছে ৷ নতুন রং হয়েছে সাদা, কমলা এবং ছাই । এই নতুন সিরিজের একটি ট্রেন এ বার উদ্বোধন করা হবে । দক্ষিণ ভারতের কাসারাগড় ত্রিবান্দ্রাম রুট পাচ্ছে এই নবকলেবরের বন্দে ভারত । আর বাকি আটটি ট্রেন সাদা নীলই থাকছে ।

আগামী রবিবার যেই 9টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন উদ্বোধন করা হচ্ছে সেগুলি হল, হাওড়া-পটনা, হাওড়া-রাঁচি, ইন্দোর-জয়পুর, জয়পুর-উদয়পুর, পুরী-রৌরকেল্লা, জয়পুর-চণ্ডীগড়, চেন্নাই-তিরুনালভেলি, জামনগর-আমদাবাদ এবং চেন্নাই-হায়দরাবাদ । বর্তমানে সারা দেশে 25টি রুটে চলে বন্দে ভারত এক্সপ্রেস ৷ আগামী রবিবার আরও 9টি ট্রেনের উদ্বোধন হলে সেই সংখ্যাটি গিয়ে দাঁড়াবে 34-এ ।

Last Updated :Sep 20, 2023, 5:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.