ETV Bharat / state

Domjur Murder : ডোমজুড়ের রাস্তায় কুপিয়ে খুন, গণধোলাইয়ে হাসপাতালে অভিযুক্ত

author img

By

Published : Oct 24, 2021, 3:23 PM IST

ছুরি নিয়ে রাস্তায় ঘুরে বেড়ানোর প্রতিবাদ করায় সেই ছুরিতেই খুন এক যুবক ৷ ঘটনাটি ঘটেছে ডোমজুড় থানার বাঁকড়া পশ্চিমপাড়ায় ৷ স্থানীয়দের গণধোলাই খেয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি অভিযুক্ত ৷

murder
murder

ডোমজুড়, 24 অক্টোবর : বেশ কয়েকদিন ধরেই রাস্তায় ছুরি নিয়ে ঘুরছিল এলাকারই এক যুবক মহম্মদ চাঁদ ৷ স্থানীয়রা জিজ্ঞাসা করলে কয়েকজনের নাম করে চাঁদ ৷ তাঁদের মেরে ফেলতেই নাকি সে এভাবে ঘুরছে ৷ শনিবার সকালে চাঁদকে এভাবে ঘুরতে দেখে প্রতিবাদ করেন স্থানীয় আরেক যুবক মহম্মদ গুড্ডু ৷ তখনই চাঁদ তাঁকে একাধিক কোপ মেরে এলাকা ছেড়ে পালিয়ে যায় ৷ ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে গুড্ডু ৷ দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড় থানা এলাকার বাঁকড়া পশ্চিমপাড়াতে ৷ ঘটনায় খুনের মামলার ভিত্তিতে তদন্ত শুরু করেছে বাঁকড়া ফাঁড়ির পুলিশ ।


পুলিশ সূত্রে খবর, বাঁকড়া এলাকায় নেশাড়ু এবং অগ্রাসী মেজাজী হিসাবে পরিচিত ছিল মহম্মদ চাঁদ । শনিবার সকালে চাঁদের ছুরি নিয়ে ঘোরার প্রতিবাদ করলে হাতে থাকা ছুরি দিয়ে গু্ডডুকে একাধিক জায়গায় কুপিয়ে পালিয়ে যায় চাঁদ ৷ স্থানীয় বাসিন্দারা আসতেই ঘটনাস্থল থেকে পালিয়ে লুকিয়ে পড়ে অভিযুক্ত চাঁদ ।

আরও পড়ুন : Murder : নিখোঁজ বৃদ্ধার নলি কাটা দেহ উদ্ধার, তীব্র চাঞ্চল্য ডোমজুড়ে

এদিকে গুড্ডুর মৃত্যুর খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা চাঁদকে খুঁজতে শুরু করে । একটি জায়গা থেকে খুঁজে পাওয়ার পর তাকে গণধোলাই দেয় এলাকাবাসী । খবর পেয়ে বাঁকড়া ফাঁড়ির পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে চাঁদকে উদ্ধার করে প্রথমে ডোমজুড় সরকারি হাসপাতালে নিয়ে যায় ৷ অবস্থার অবনতি হলে সেখান থেকে হাওড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।

ঘটনায় ইতিমধ্যেই একটি খুনের মামলা দায়ের করা হয়েছে । যদিও হাসপাতালে চিকিৎসাধীন থাকার দরুন মূল অভিযুক্ত চাঁদকে এখনও গ্রেফতার করা যায়নি বলে পুলিশ সূত্রে খবর । কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা ।


শেখ সোনু নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘‘আমার সামনেই গুড্ডুকে তিনবার ছুরির কোপ মারে চাঁদ । আমরা ওকে তাড়া করে ধরার চেষ্টা করলে একটি ইটভাটায় আশ্রয় নেয় । সেখানে আমাদের মারতে রিঙ্কু ও টিঙ্কু নামে দু‘জন ছেলের হাতে লোহার রড ধরিয়ে দেয় চাঁদ ৷ আমাদের বন্ধুকে খুন করেছে ও ৷ তাই আমরা চাই ওর কঠোর সাজা হোক । ওর সঙ্গী রিঙ্কু ও টিঙ্কুকেও পুলিশ গ্রেফতার করে কঠিন সাজা দিক ৷’’

আরও পড়ুন : Liluah Murder : বাবা-মা এবং মেয়ের মৃতদেহ উদ্ধার, তীব্র চাঞ্চল্য লিলুয়ার বেলগাছিয়ায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.