ETV Bharat / state

Ferry Service Suspend: ভরা কোটালে যাত্রী নিরাপত্তায় হুগলি নদীতে বন্ধ ফেরি পরিষেবা

author img

By

Published : Dec 5, 2021, 4:36 PM IST

Kolkata Howrah Ferry Service Suspend
বন্ধ হাওড়া-কলকাতা ফেরি পরিষেবা

হাওড়া-কলকাতা ফেরি পরিষেবা বন্ধ করল রাজ্য সরকার (Ferry Service Suspend) ৷ ভরা কোটালে হুগলি নদীতে জলচ্ছ্বাসের (High Tide in Hooghly River) কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে হাওড়া প্রশাসন ৷ রাজ্য পরিবহন দফতরের তরফে দক্ষিণবঙ্গের সবক’টি ফেরিঘাট বন্ধ রাখা হয়েছে ৷

হাওড়া, 5 ডিসেম্বর : ঘূর্ণিঝড় জাওয়াদ গভীর নিম্নচাপে বদলে গেলেও ভরা কোটালের কারণে হুগলি নদীতে জলচ্ছ্বাস (High Tide in Hooghly River) রয়েছে ৷ তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বন্ধ করা হল হাওড়া-কলকাতা ফেরি চলাচল (Ferry Service Suspend) ৷ হাওড়া ও কলকাতার সব ঘাটে ফেরি পরিষেবা বন্ধ রাখার কথা জানিয়েছে পরিবহন দফতর ৷ হুগলি নদীর জলস্তর এবং স্রোত বাড়ায় আজ দুপুর থেকে সবক’টি ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে ৷ সুরক্ষার জন্য হাওড়া ও কলকাতা দুই তরফেই প্রতিটি ঘাটে রিভার ট্রাফিক পুলিশের তরফে নজরদারি করা হচ্ছে (Kolkata Howrah Ferry Service) ৷

সেই সঙ্গে অস্থায়ী ঘাটগুলিতে কেউ যাতে নৌকায় করে নদী পারাপার করতে না পারেন, সেদিকেও নজর রাখা হচ্ছে ৷ হাওড়া পৌরনিগমের তরফেও 24 ঘণ্টার কন্ট্রোলরুম খোলা হয়েছে ৷ যাতে পৌরনিগম এলাকায় কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় ৷ ফেরি পরিষেবা বন্ধ রাখা নিয়ে হাওড়া ফেরিঘাটের এক কর্মী জানান, কর্তৃপক্ষের তরফে লঞ্চ পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷ খারাপ আবহাওয়া ও অমাবস্যার ভরা কোটালের জন্যই এই নির্দেশ বলে তিনি জানান ৷

আরও পড়ুন : Cargo Trawler sinks in Muriganga: জলোচ্ছ্বাস ও ঝোড়ো হাওয়ার দাপটে মুড়িগঙ্গায় ডুবল ট্রলার

তবে, কতদিন এই পরিষেবা বন্ধ রাখা হচ্ছে, তা নির্দিষ্ট করে কিছু জানায়নি জেলা প্রশাসন ৷ আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছেন হাওড়া ফেরিঘাটের ওই কর্মী ৷ জলচ্ছ্বাসের কারণে লঞ্চের যাতে কোনও ক্ষতি না হয়, তাই সেগুলিকে হাওড়া জেটি, আর্মেনিয়ান ঘাট ও ফেয়ারলি প্লেসের জেটিতে বেঁধে রাখা হয়েছে ৷

জেটি পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা ৷ বিশেষত, বিকেলে অফিস ফেরত যাত্রীদের ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে ৷ সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফেরি পরিষেবা বন্ধ থাকবে বলেই জানানো হয়েছে ৷ অমাবস্যার ভরা কোটালের প্রভাব যতক্ষণ না কমছে, ততক্ষণ ফেরিঘাট বন্ধ থাকবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.