ETV Bharat / state

হাওড়ায় আংশিক লকডাউন কার্যকরী করতে তৎপর প্রশাসন

author img

By

Published : May 1, 2021, 4:02 PM IST

Updated : May 1, 2021, 7:07 PM IST

হাওড়ায় আংশিক লকডাউন কার্যকরী করতে তৎপর প্রশাসন
হাওড়ায় আংশিক লকডাউন কার্যকরী করতে তৎপর প্রশাসন

জারি করা নির্দেশিকা অনুযায়ী রাজ্যে আংশিক লকডাউন শুরু হয়েছে ৷ প্রথম দিনেই মাছ-সব্জির বাজার বন্ধ করতে তৎপর হতে দেখা গেল হাওড়ার পুলিশকে ৷

হাওড়া, 1 মে : রাজ্যে আংশিক লকডাউন জারি হয়েছে ৷ তা কার্যকরী করতে তৎপর হাওড়া জেলা প্রশাসন । বেলা 10টার পর থেকেই জেলার বিভিন্ন বাজারে পুলিশি অভিযান । বন্ধ করা হল সব্জি ও মাছ বাজার ৷ আর সেই ছবি দেখা গেল হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে ৷ কালীবাবুর বাজার, নেতাজি সুভাষ রোডের বাজার, ডোমজুড়ের মাকরদা বাজার সহ সলপ বাজারে পুলিশি তৎপরতা লক্ষ্য করা যায় ৷

নির্দেশিকা অনুযায়ী মুদিখানার দোকান ও ওষুধের দোকান সহ অত্যাবশ্যক দ্রব্যের দোকান বাদ দিয়ে অন্য সমস্ত খোলা দোকান বন্ধ করে দেয় পুলিশ । বাজারের ভিতর সব্জি বিক্রেতাদের ডালা তুলে দেয় ৷ এই পরিস্থিতিতে দোকানিদের বক্তব্য, "দুই বেলা নয়, এক বেলায় টানা 5-6 ঘণ্টা বাজার বসার অনুমতি পেলে তেমন একটা ক্ষতির মুখ দেখতে হবে না ৷"

আরও পড়ুন : বঙ্গে আংশিক লকডাউন জারি হতেই তৎপর জেলা প্রশাসন

গতকাল বিকেলে নবান্ন থেকে জারি করা হয়েছিল জরুরি নির্দেশিকা । সেই নির্দেশিকায় ছিল সকাল সাতটা থেকে বেলা ১০টা পর্যন্ত সব্জি-মাছের বাজার খোলা থাকবে ৷ তারপর আবার বিকেল 3-5টা পর্যন্ত খোলা থাকবে বাজার ৷ আর আজ সকাল 10টার পর থেকেই পুলিশি তৎপরতায় শুরু হয়ে গিয়েছে বাজার বন্ধ করা ৷

আংশিক লকডাউনে পুলিশ কী করছে, দেখুন ভিডিয়ো...

করোনা রুখতে সরকারের নেওয়া পদক্ষেপে বাজারঘাট আংশিক খোলা থাকছে ৷ আর তাতেই যে হারে মানুষ বাজারে কেনাকাটা করছেন, তাতে আর দূরত্ব বিধি বজায় থাকছে না ৷ এই আংশিক লকডাউনে সংক্রমণ রোখা আদৌ কি সম্ভব, সে নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

Last Updated :May 1, 2021, 7:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.