ETV Bharat / state

Clash in Howrah: সাঁকরাইলে তৃণমূল নেতার বাড়ি হামলার ঘটনায় ধৃত 2, নেপথ্য কারণ নিয়ে উঠছে প্রশ্ন

author img

By

Published : Jan 29, 2023, 7:20 PM IST

ETV Bharat
হাওড়ায় তৃণমূল নেতার বাড়ি দুষ্কৃতী হামলা

শনিবার রাতে হাওড়ার সাঁকরাইলে এক তৃণমূল নেতার বাড়িতে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটে ৷ সেই ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ (attack on TMC leader house) ৷ গ্রেফতার করা হয়েছে 2 জনকে ৷

সাঁকরাইলে তৃণমূল নেতার বাড়ি হামলা

সাঁকরাইল, 29 জানুয়ারি: এলাকা দখলের লড়াই নাকি প্রতিহিংসার রাজনীতি, হাওড়ায় শাসক দলের গোষ্ঠীদন্দ্বের নেপথ্য কারণ কী ! সাঁকরাইল থানার নাজিরগঞ্জ এলাকাতে এক যুব তৃণমূল নেতার বাড়িতে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় এই প্রশ্নই উঠতে শুরু করেছে ৷ পুলিশ সূত্রে খবর, শনিবার রাতে আগ্নেয়াস্ত্র নিয়ে স্থানীয় যুব তৃণমূল নেতা আরিফ খানের বাড়িতে হামলা চালানো হয় । ইতিমধ্যেই সামনে এসেছে ঘটনার সিসিটিভি ফুটেজ (TMC Leader house attacked in Howrah) ৷

এই ঘটনার তদন্তে নেমে পুলিশ মাসুদ খান ওরফে গুড্ডু খান নামে এক ব্যক্তির নাম জানতে পেরেছে ৷ ওই ব্যক্তি ও তার শ্যালক কামরুজ্জান খানকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতদের রবিবার আদালতে তোলে হলে বিচারক তাদের 8 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ৷ তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 326, 307 ও 24 ধারা এবং অস্ত্র আইনের 25/27 ধারায় মামলা রুজু হয়েছে ৷ পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, আরিফ খানকে বাড়িতে না-পেয়ে ওই যুব তৃণমূল নেতার ঘনিষ্ঠদের বেধড়ক মারধরের করে গুড্ডু খানের অনুগামীরা । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আসিফের বাড়ির গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টাও করে অভিযুক্ত গুড্ডু খান এবং তার দলবল । এরপর এলাকার সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই গুড্ডুকে গ্রেফতার করে হাওড়া সিটি পুলিশ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত 11টা 3 মিনিটে আরিফ খানের বাড়ির গলি দিয়ে দৌঁড়ে আসে এক যুবক । পিছনের একদল যুবক তখন তাঁকে ধরে মারধর শুরু করে ৷ এরপর নিজেকে বাঁচানোর চেষ্টা করে ওই যুবক । কালো রঙের জ্যাকেট পরিহিত ওই যুবককে মারের চোটে পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটি মোটরবাইকের উপরে পড়ে যেতেও দেখা গিয়েছে ৷ তাঁকে উইকেট ও ব্যাট দিয়ে দুষ্কৃতীদের মারের দৃশ্যও ধরা পড়েছে ৷ সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে আগ্নেয়াস্ত্র হাতে আরেক যুবক তাঁকে টেনে তোলে । এরপর ফের এলোপাথাড়ি ব্যাট দিয়ে তাঁকে মারধর করা হয় । তারপর পাশের একটি বাড়ির দরজাতেও ব্যাট দিয়ে জোরে জোরে মারা হয় ।

আরও পড়ুন: শুধু ডায়মন্ড হারবারের জন্য প্রশাসনিক বৈঠক কেন ? মুখ্যসচিবকে প্রশ্ন শুভেন্দুর

ঘটনার তদন্তে নেমে পুলিশ গুড্ডু খান ও তার শ্যালককে গ্রেফতার করার পরই শাসক ও বিরোধী দলের মধ্যে চাপানউতোর শুরু হয় । জানা গিয়েছে, এই গুড্ডু খান হলেন হাওড়া পৌরনিগমের তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মেয়র পারিষদের স্বামী । গত বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেয় গুড্ডু । যদিও বিজেপি'র টিকিটে প্রার্থী হতে না-হতে পেরে বিধানসভা নির্বাচনের সময় অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে সে । তারপর থেকে বিজেপির সঙ্গে গুড্ডুর আর কোনও সম্পর্ক ছিল না ৷ এই গুড্ডু সম্পর্কে বিস্ফোরক অভিযোগ করেছেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় ।

মন্ত্রী জানান, বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন করেন গুড্ডু খান । মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও অভিষেকের সঙ্গে দেখাও করেন গুড্ডু । এছাড়াও রাজ্যের অন্যান্য নেতৃত্বের সঙ্গেও যোগাযোগ করেন গুড্ডু খান । কিন্তু তৃণমূলে এখনও তাঁর ঠাঁই হয়নি ৷ দোষ করে থাকলে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অরূপ রায় ৷

যদিও গুড্ডুর বিরুদ্ধে নানা সমাজবিরোধী কাজের অভিযোগ আগেও উঠেছে ৷ 2021 সালে যুব তৃণমূল নেতা আরিফের বাবাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা । নিহত ওয়াজুল খান তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা ছিলেন । ওয়াজুল খান খুনেও নাম জড়ায় এই গুড্ডু খানের । এছাড়াও গতবছর অগস্টে তৃণমূল উপ-প্রধানের বাড়িতে হামলা ঘটনা প্রকাশ্যে আসে । তাঁকে প্রাণনাশেরও হুমকি দেওয়ার অভিযোগও ওঠে । যদিও সেবার অভিযোগ উঠেছিল দলেরই নেতার বিরুদ্ধেই ।

আরও পড়ুন: মমতাকে ভারতরত্ন দেওয়ার দাবি বিধায়কের, কটাক্ষ বিজেপির

বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়ার পরে থেকে আরিফের বাবাকেও বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছিল গুড্ডু, এমনটাই অভিযোগ আরিফের পরিবারের ৷ যদিও এই ঘটনায় বিজেপি যোগ অস্বীকার করেছেন বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রাই ৷ তিনি জানান, গুড্ডু খান 2021 সালে বিজেপিতে যোগদান করেছিল এটা ঠিক । কিন্তু বিধানসভা নির্বাচনের সময় অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দিতা করে সে । তারপর থেকে বিজেপির সঙ্গে তার আর কোনও সম্পর্ক নেই ।

এই বিজেপি নেতার আরও দাবি, "গুড্ডুকে নির্বাচনের পরে থেকে তৃণমূলের বহু অনুষ্ঠানে দেখা গিয়েছে । রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের অনুষ্ঠানেও তাঁকে দেখা গিয়েছে ৷ আসলে ওই এলাকার দখল কার হাতে থাকবে তাই নিয়ে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে আর তা শাসক দল নিয়ন্ত্রণ করতে পারছে না । সেই সত্য লুকোতেই বিজেপির ঘাড়ে দোষ চাপাতে চাইছে ।" শনিবার রাত্রের ঘটনার পরে থেকেই আরিফ খানের বাড়িতেও পুলিশ পোস্টিং করা হয়েছে । এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকাতে আতঙ্ক ছড়িয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.