ETV Bharat / state

Gold bar seized : লক্ষাধিক টাকার সোনার বার উদ্ধার হাওড়া স্টেশন থেকে, ধৃত 1

author img

By

Published : Feb 15, 2022, 4:17 PM IST

Gold bar seized
লক্ষাধিক টাকার সোনার বার উদ্ধার হাওড়া স্টেশন থেকে

ধৃতকে জেরা করে এই পাচার কারবারে আর কারা জড়িত আছে তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা (investigation is going on) ৷

হাওড়া, 15 ফেব্রুয়ারি : হাওড়া স্টেশন চত্বর থেকে উদ্ধার লক্ষাধিক টাকার সোনার বিস্কুট । ধৃত এক পাচারকারী ৷ গোপন সূত্রে খবর পেয়ে, মঙ্গলবার ভোরবেলা হাওড়া স্টেশন চত্বরে হানা দেন কলকাতার কাস্টমস বিভাগের আধিকারিকরা ৷ উদ্ধার হয় প্রায় 60 লক্ষ টাকা মূল্যের সোনার বার (gold bar worth arround sixty lakh seized) ৷

কাস্টমস সূত্রে খবর, একটি নির্দিষ্ট রেজিস্ট্রেশন সম্বলিত স্কুটিতে করে কয়েক লক্ষা টাকার সোনার বিস্কুট পাচারের জন্য হাওড়া স্টেশনে নিয়ে আসা হবে সে খবর আগেই আধিকারিকদের কাছে ছিল ৷ সেই মতো ওই পাচারকারীদের ধরতে অপেক্ষা করছিলেন কাস্টমসের আধিকারিকরা ৷ তাঁদের নজরে আসে ডব্লিউবি 08 জে 5098 রেজিস্ট্রেশনের একটি স্কুটি । তল্লাশি চালিয়ে ওই স্কুটি থেকে 10টি বিদেশি সোনার বার উদ্ধার করেন তাঁরা ।

আরও পড়ুন : পোস্তা থেকে উধাও নাবালিকাকে ধরল খড়গপুরের রেলপুলিশ

প্রতিটি সোনার বার 1 হাজার 116 গ্রাম ওজনের বলে কাষ্টমস সূত্রে খবর । ঘটনায় ওই স্কুটি চালককে গ্রেফতার করে তদন্তকারী দল । ধৃতকে জেরা করে তদন্তকারীরা জানার চেষ্টা করছেন, কোথা থেকে সে এই সোনার বার নিয়ে আসছিল ও কোথায় পাচার করার পরিকল্পনা ছিল ৷ এই পাচার চক্রের সঙ্গে আন্তর্জাতিক বা অন্তঃরাজ্য পাচার চক্রের কেউ জড়িত আছে কি না, তাও জানার চেষ্টা হচ্ছে । ধৃত ব্যক্তির সঙ্গে আর কারা এই চক্রে জড়িত রয়েছে তা জানারও চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.