ETV Bharat / state

Agitation Against Firhad : আমতায় ফিরহাদ-পুলক-কে গো ব্যাক স্লোগান, বিক্ষোভের জেরে এলাকা ছাড়লেন মন্ত্রীরা

author img

By

Published : Mar 25, 2022, 8:06 PM IST

firhad hakim faces agitation at amta howrah
Agitation Against Firhad : আমতায় ফিরহাদ হাকিম-পুলক রায়কে গো ব্যাক স্লোগান, বিক্ষোভের জেরে এলাকা ছাড়লেন মন্ত্রীরা

হাওড়ার আমতায় আনিশ খানকে খুনের অভিযোগ উঠেছে (Anis Khan Murder Case) ৷ আমতায় ফিরহাদ হাকিম-পুলক রায়কে গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ (Firhad Hakim faces Agitation at Amta Howrah) ৷ বিক্ষোভের জেরে এলাকা ছাড়লেন মন্ত্রীরা ৷

আমতা (হাওড়া), 25 মার্চ : এবার গো-ব্যাক স্লোগানের মুখে পড়লেন রাজ্যের দুই মন্ত্রী । তাঁদের নিহত আনিশ খানের (Anis Khan Murder Case) বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ । হাওড়ার আমতায় গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ে কার্যত দেখা না করেই ফিরতে হয় রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম ও পুলক রায়কে (Firhad Hakim faces Agitation at Amta Howrah) ।

হাওড়া‌ আমতার সীমানা গোড়া এলাকায় ফিরহাদ হাকিম (Firhad Hakim), মন্ত্রী পুলক রায়-সহ আমতার বিধায়ক সুকান্ত পাল ও তাজপুর অঞ্চলের প্রধান গোলাম খাঁ আনিশের বাড়িতে আসেন । বাড়ি থেকে কিছু দূরেই আইএসএফ-এর কর্মীরা গো ব্যাক স্লোগান দিয়ে তাঁদের এলাকা থেকে বের করে দেন বলে অভিযোগ ৷ ওই এলাকার কাশেম সিদ্দিকীর সঙ্গে কথা বলে তাঁকে সঙ্গে করে নিয়ে আনিশের বাড়ি দিকে রওনা দিলেই ঘটে এই বিপত্তি ।

আমতায় ফিরহাদ হাকিম-পুলক রায়কে গো ব্যাক স্লোগান, বিক্ষোভের জেরে এলাকা ছাড়লেন মন্ত্রীরা

আইএসএফ-এর কর্মীদের বক্তব্য, আজ আনিশের ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে এই ব্যাক্তিরা এসে তাঁকে কলঙ্কিত করতে চলেছে ৷ তাই তাঁদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে । এরপর কলকাতার দিকে রওনা দেন ফিরহাদ হাকিম ।

আরও পড়ুন : Nawsad Siddique on Law & Order : রামপুরহাট কাণ্ডে রাজ্যের সমালোচনা করলেও রাষ্ট্রপতি শাসনের পক্ষে নন নওশাদ সিদ্দিকি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.