ETV Bharat / state

Howrah Fire : জলের জোগান নেই, হাওড়ায় আগুন নেভাতে এসে ফিরে গেল দমকলের ইঞ্জিন

author img

By

Published : Feb 28, 2022, 5:30 PM IST

এক দমকল আধিকারিকের কথায়, একটি তুলোর গোডাউনে আগুন লাগে । কারখানায় ভিতরে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকার কারণে আগুন ভয়াবহ আকার ধারণ করে (Fire breaks out at Howrah) ৷

Fire
আগুন নেভাতে এসে ফিরে গেল দমকলের ইঞ্জিন

আলমপুর, হাওড়া : হাওড়ায় ফের বিধ্বংসী অগ্নিকাণ্ড । আজ দুপুরে হাওড়ার আলমপুরের কাপড় গোডাউনে বিধ্বংসী আগুন লাগে । ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের দু‘টি ইঞ্জিন । তবে জল শেষ হয়ে যাওয়ায় এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি (Fire breaks out at Howrah) ।

স্থানীয় সূত্রে খবর, এদিন একটি তুলোর গোডাউনে আগুন লাগে । কারখানায় ভিতরে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুত থাকার কারণে আগুন আরও বিধ্বংসী হয়ে ওঠে । প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করলেও এর পিছনে কোনও অন্তর্ঘাত আছে কিনা তাও খতিয়ে দেখা বলে দমকল সূত্রে খবর ।

অন্যদিকে দুর্ঘটনায় এখনও কোনও হতাহতের খবর না পাওয়া গেলেও বিপুল পরিমাণ ক্ষতির আশঙ্কা করা হচ্ছে । ঘিঞ্জি এলাকায় কারখানাটি হওয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকলকে । কারখানার কর্মী বিকাশ বন্দ্যোপাধ্যায় জানান, তাঁরা পাশের ওয়ারহাউসে কাজ করছিলেন । হঠাৎ আগুন লাগার কথা শুনে বাইরে বেরিয়ে আসেন । পাশেই একটি তুলোর কারখানা রয়েছে । সেখানেই আগুন লেগেছে । দমকলের দু‘টি গাড়ি এলেও জল ফুরিয়ে যাওয়ার জন্য ফেরৎ চলে যায় ।

আগুন নেভাতে এসে ফিরে গেল দমকলের ইঞ্জিন

আরও পড়ুন : কলুটোলায় আগুন নিয়ন্ত্রণে এলেও পকেট ফায়ারে চিন্তিত দমকল

আগুন লাগার কারণ তদন্ত সাপেক্ষ বলে দাবি দমকল কর্মীদের । কয়েক মাসের মধ্যেই এই গোডাউনে একাধিকবার আগুন লাগার ঘটনায় চিন্তিত প্রশাসন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.