ETV Bharat / state

Fire at Chemical Factory: কেমিক্যাল কারখানাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা, আতঙ্কে শ্রমিকরা

author img

By

Published : Jan 10, 2023, 7:44 PM IST

হাওড়ার ডোমজুড়ে মঙ্গলবার বিকেলে জাতীয় সড়কের ধারে সরস্বতী কমপ্লেক্সের একটি কেমিক্যাল কারখানাতে অগ্নিকাণ্ডের ঘটনা (Fire at Chemical Factory)। কারখানাতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকার দরুণ আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে চারটি ইঞ্জিনের সাহায্যে চলছে আগুন নেভানোর কাজ। ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলেই জানা গিয়েছে।

Fire at Chemical Factory
কেমিক্যাল কারখানাতে আগুন

কেমিক্যাল কারখানাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা

ডোমজুড়, 10 জানুয়ারি: ডোমজুড় বিধানসভা এলাকার কেমিক্যাল কারখানাতে মঙ্গলবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা (Fire at Chemical Factory)। জাতীয় সড়কের ধারে সরস্বতী কমপ্লেক্সে ওই কেমিক্যাল কারখানার ভিতরে কাজ চলাকালীন আগুন লাগার ঘটনা ঘটায় স্বভাবতই তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানাতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকার দরুণ আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কারখানার কর্মীরা স্থানীয় দমকলে খবর দিলে পরপর চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। মূলত শর্ট সার্কিট (Short Circuit) থেকেই আগুন লাগার ঘটনা বলেই অনুমান করা হচ্ছে।

যদিও আগুনের ঘটনায় কোনও হতাহতের খবর নেই বলেই জানা গিয়েছে। দমকল আধিকারিক দেবাশিস কুমার ঘোষ বলেন, "এই কমপ্লেক্সের একটি কারখানাতেই আগুন লাগে। পরে সেটা পাশের অফিসেও ছড়িয়ে যায়। চারটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ এখনও চালিয়ে যাচ্ছে। আগের চেয়ে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে ৷ আগুন সম্পূর্ণ নিভলে তারপরে ঠান্ডা করার প্রক্রিয়া শুরু হবে। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনই বলা সম্ভব নয়। আগুন নিভলে তারপরে তদন্তের মাধ্যমে বোঝা সম্ভব হবে ৷"

আরও পড়ুন: উনুনে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মহিলার মৃত্যু

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কেমিক্যাল ফ্যাক্টরিতে যে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকার অভিযোগ উঠেছে ৷ কমপ্লেক্সের অন্যান্য শ্রমিকদের অভিযোগ অবৈধভাবে এই কারখানাটি চলছিল। নানা ধরনের দাহ্য পদার্থ নিয়ে এখানে কাজ হত (Fire at Chemical Factory in Domjur)। ওই কারখানার একটি ইউনিটে আগুন লেগে তা পাশের ইউনিটে ছড়িয়ে যায় ৷ প্রথমে একটি দমকলের গাড়ি এসেছিল কিন্তু তাতে বেশি জল ছিল না। এরপর আরও একটি ইঞ্জিন পৌঁছয় ৷ আগুনের এতই ভয়াবহ আকার ধারণ করে তাতেও পরিস্থিতি সামাল দেওয়া যায়নি ৷ এরপর আরও দু'টি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ৷

আরও পড়ুন: দাউ দাউ করে জ্বলল নকশালবাড়ির চা কারখানা, পুড়ে খাক 60 লক্ষের জিনিস

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.