ETV Bharat / state

Domjur Terrorist Case: ভোপাল থেকে ধৃত দুই জঙ্গিকে হাওড়া আদালতে পেশ এসটিএফের

author img

By

Published : Oct 11, 2022, 10:48 PM IST

Detained two Terrorist produced in Howrah district Court
Detained two Terrorist produced in Howrah district Court

ভোপাল থেকে ধৃত দুই জঙ্গিকে ডোমজুড় থানায় করা মামলায় হাওড়া আদালতে (Howrah district Court) পেশ করল এসটিএফ (STF) ।

হাওড়া, 11 অক্টোবর: হাওড়ার বাঁকড়া জঙ্গি মামলায় ধৃত দুই জঙ্গিকে মঙ্গলবার দুপুরে হাওড়া আদালতে (Howrah district Court) পেশ করা হয়েছে । তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন জানিয়েছে এসটিএফ (STF) ৷

গত মাসের 29 তারিখে জাহিরুদ্দিন আলি ও জৈনআল আবেদীন নামে দুজনকে হাওড়া আদালতে নিয়ে আসে কলকাতা পুলিশের এসটিএফ । ধৃতদের বিরুদ্ধে ডোমজুড় থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেই মামলার হাজিরা দিতেই এই দুই জঙ্গিকে নিয়ে আসে এসটিএফের টিম । ওই দুই জঙ্গির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে তদন্তকারী আধিকারিকরা (Domjur Terrorist Case) ।

প্রসঙ্গত, হাওড়ার বাঁকড়া ও দক্ষিণ 24 পরগনা থেকে গ্রেফতার করা হয় দুই জঙ্গিকে ৷ জিজ্ঞাসাবাদ করে তাদের সঙ্গে যুক্ত আরও দুই জঙ্গির সন্ধান পায় রাজ্য এসটিএফের টিম । নির্দিষ্ট সূত্র ধরে মধ্যপ্রদেশ রাজ্যের ভোপাল থেকে তাদের গ্রেফতার করে রাজ্য এসটিএফ । ভোপাল পুলিশের সহায়তায় কলকাতা পুলিশের এসটিএফের সদস্যরা তাদের গ্রেফতার করে । 29 সেপ্টেম্বর তাদেরকে ট্রানজিট রিমান্ডে রাজ্যে নিয়ে আসা হয় । এই দুই জঙ্গি নিজের নাম পরিবর্তন করে, বিভিন্ন নাম নিয়ে থাকত বলেই তদন্তকারী আধিকারিক সূত্রে জানা গিয়েছে ।

তদন্ত করতে নেমে এসটিএফ জানতে পারে, এই দুই জঙ্গি ডোমজুড় থানা এলাকাতে ঘর ভাড়া করে থাকতো । এরপর তাঁদের সন্ধান শুরু করে গোয়েন্দারা ৷ জানা যায়, তারা মধ্যপ্রদেশের ভোপালে গা ঢাকা দিয়ে রয়েছে । বিভিন্ন সময়ে নাম বদল করে তারা সেখানে রয়েছে । জাহিরুদ্দিন আলি ওরফে এলিয়াস মোহন পাত্র, হোলি উল্লা মিলন, এলিয়াস ইব্রাহিম, দ্বিতীয় জন জৈন আল আবেদীন ওরফে আক্রামুল হক ৷ এই দুই জনকে 12 দিনের এসটিএফের হেফাজতে আনা হয় । ধৃতদের বিরুদ্ধে ভারত বিরোধী সন্ত্রাসমূলক কাজে যুক্ত থাকার অভিযোগ রয়েছে । এদের বিরুদ্ধে ইউপি আইন অনুযায়ী মামলা চালানো হচ্ছে ।

ডোমজুড় মামলাতে মোট চারজন অভিযুক্ত ছিল । যার মধ্যে একজনকে আগেই গ্রেফতার করা হয়েছে । একজন পলাতক রয়েছে । তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে । এই দু'জন ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সন্ধান পাওয়া যায় । এর আগে আদালতে দু'জনকে পেশ করা হলে বিচারক ধৃতদের 12 দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দেন । যে পলাতক রয়েছে তাকেও দ্রুত গ্রেফতার করার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকরা বলে খবর ।

আরও পড়ুন: গুজরাত উপকূলে বিএসএফের হাতে আটক 2 পাকিস্তানি মৎস্যজীবী

উল্লেখ্য, কয়েক মাস আগেই হাওড়ার বাঁকড়া থানা এলাকা থেকে দু'বারে দুজন জঙ্গিকে গ্রেফতার করে কলকাতা এসটিএফের সদস্যরা । এদের মধ্যে একজন স্থানীয় মাদ্রাসার শিক্ষক হিসাবে কর্মরত ছিল । তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই দুই জঙ্গির সন্ধান পায় এসটিএফের সদস্যরা । ধৃতদের থেকে রাজ্যে জঙ্গি সংগঠন-সহ বাংলাদেশি জেএমএম, আল জাজিরা ও সদ্য নিষিদ্ধ হওয়া পিএফআই সংগঠনের যোগাযোগ আছে বলেই এসটিএফ সূত্রে খবর । তাদেরকে জিজ্ঞাসাবাদ করে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.