ETV Bharat / state

Coromandel Express: দুর্ঘটনার দিন বাতিল করেছিলেন টিকিট, বুধে করমণ্ডলে চেপে শিউড়ে উঠছেন সুজয়

author img

By

Published : Jun 7, 2023, 5:17 PM IST

Updated : Jun 7, 2023, 6:33 PM IST

গত শুক্রবার বালাসোরের বাহানগায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস ৷ মৃত্যু হয়েছে আড়াইশোরও বেশি যাত্রীর ৷ অভিশপ্ত ঘটনার পাঁচদিন পর ফের শালিমার থেকে চেন্নাই রেলওয়ে স্টেশনের উদ্দেশে রওনা দিল ট্রেনটি ৷

Etv Bharat
Coromandel Express

Coromandel Express

হাওড়া, 7 জুন: নিয়তির পরিহাস কেবলই নিষ্ঠুর যে হয় না, তা প্রমাণ করে দিলেন খোদ করমণ্ডল এক্সপ্রেসেরই যাত্রী সুজয় মান্না ৷ গত শুক্রবারই তাঁর যাওয়ার কথা ছিল বিশাখাপত্তনমে ৷ কিন্তু ওই যে হরি রাখলে, মারে কার সাধ্য! বুধবার করমণ্ডল এক্সপ্রেসে উঠে থেকে থেকেই রীতিমতো শিউড়ে উঠছেন সুজয় ৷ তাঁর কাছে গোটা বিষয়টাই যেন অবিশ্বাস্য ৷ বিস্ময়ের ঘোর যেন তাঁর এখনও কাটেনি ৷

ওড়িশার বাহানগায় গত শুক্রবার ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস ৷ মৃত্যু হয়েছে প্রায় তিনশো যাত্রীর ৷ এরপর বুধবার শালিমার থেকে ফের চেন্নাইয়ের উদ্দেশে রওনা দিল করমণ্ডল এক্সপ্রেস ৷ এদিন নির্ধারিত সময় দুপুর 3টে 20 মিনিটে শালিমার থেকে ছাড়ে করমণ্ডল ৷ আর সেই ট্রেনেই অন্য অনেকের মতোই বাংলা থেকে সফর করছেন সুজয় মান্না ৷ বিশাখাপত্তনমে কাজ করেন তিনি ৷ আর সেই কাজের সূত্রেই এদিন ট্রেনে উঠেছেন তিনি ৷ যদিও তাঁর যাওয়ার কথা ছিল দুর্ঘটনার দিনই অর্থাৎ গত 2 জুন ৷ আর তা মনে করেই এখনও শিউড়ে উঠছেন সুজয় ৷ উল্লেখ্য, বালাসোরে বাহানগা বাজারের কাছে করমণ্ডল এক্সপ্রেসের সঙ্গে আরও দুটি ট্রেনের সংঘর্য হয় ৷

প্রথমে লুপলাইনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িকে ধাক্কা মারে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস ৷ এরপর যশবন্তপুর এক্সপ্রেসের সঙ্গেও সংঘর্ষ হয় ৷ যার যেরে কার্যত দুমড়ে মুচড়ে যায় করমণ্ডলের অধিকাংশ বগি ৷ আর এই দুর্ঘটনায় সরকারি পরিসংখ্যান অনুযায়ী মৃত্যু হয়েছে প্রায় 278 জন যাত্রীর ৷ এরপর শালিমার থেকে ফের এদিন যাত্রা করল করমণ্ডল এক্সপ্রেস ৷

আরও পড়ুন: রেল দুর্ঘটনার সত্যি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে, অভিযোগ মমতার

কাজের সূত্রেই বাইরে থাকেন সুজয় মান্না ৷ 20 দিনের ছুটিতে বাড়ি এসেছিলেন তিনি ৷ যাওয়ার কথা ছিন শুক্রবারই ৷ কিন্তু সেদিনের টিকিট বাতিল করেন সুজয় ৷ করমণ্ডলে দুর্ঘটনার পর এদিন ফের সেই ট্রেলে সফর করতে গিয়ে সুজয় মান্না বলেন, "ভয় তো লাগছে ৷ কিন্তু কিছু করার নেই কাজের জন্য তো যেতে হবেই ৷" এমনকী বাড়ির লোক তাঁকে ছাড়তে চাইছিল না বলেও এদিন জানান তিনি ৷ সুজয় বলেন, "ওইদিন (দুর্ঘটনার দিন) টিকিট কাটা ছিল করমণ্ডলে ৷ কিন্তু আরও এক সপ্তাহ থাকব বলে টিকিট বাতিল করেছিলাম ৷ ওইদিন ট্রেনে থাকলে কী হত জানি না ৷"

Last Updated : Jun 7, 2023, 6:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.