ETV Bharat / state

Hawrah Station Chaos: হাওড়া স্টেশনে হকার বিক্ষোভে আরপিএফের লাঠিচার্জের অভিযোগ, উত্তেজনা

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 16, 2023, 6:43 PM IST

শনিবার দুপুরে হকার বিক্ষোভকে কেন্দ্র করে উত্তজনা ছড়ায় হাওড়া স্টেশনে ৷ হকারদের সঙ্গে রেলপুলিশের বচসা ও হাতাহাতি হয় বলে অভিযোগ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে রেল পুলিশ ৷
Etv Bharat
হাওড়া স্টেশনে হকার বিক্ষোভ

হাওড়া স্টেশনে হকার বিক্ষোভে আরপিএফের লাঠিচার্যের অভিযোগ

হাওড়া, 16 সেপ্টেম্বর: হকার বিক্ষোভকে কেন্দ্র করে শনিবার দুপুরে রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়া স্টেশন চত্বর । হকারদের সঙ্গে আরপিএফের সংঘর্ষ বাঁধে হাওড়া স্টেশনে । জানা গিয়েছে, এদিন ওল্ড কমপ্লেক্সের 5 নম্বর প্ল্যাটফর্মে হকার-আর পিএফ হাতাহাতি হয় প্রথমে ৷ তারপর লাঠিচার্জ করে রেল পুলিশ ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাওড়া স্টেশন চত্বররে ।

জানা গিয়েছে, স্টেশনের ভিতরে হকারি করতে বাধা দেওয়ার অভিযোগ তুলে এদিন হাওড়া স্টেশনে বিক্ষোভ কর্মসূচি নেন হকার ইউনিয়নের সদস্যরা । সেই কর্মসূচিতে অংশ নিতে হাওড়া স্টেশনে হকাররা ভিড় জমাতে শুরু করলেই আরপিএফের আধিকারিকরা তাঁদের বাধা দেন । এরপরই বচসাতে জড়িয়ে পড়ে হকার ও আরপিএফ কর্মীরা । উত্তপ্ত বচসা পরিণত হয় হাতাহাতিতে । স্টেশন চত্বরে এই ঘটনার জেরে যাত্রীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয় । শনিবারের এই ঘটনাতে বেশ কয়েকজন হকারকে আটক করা হয়েছে বলে আরপিএফ সূত্রে খবর ।

হকার ইউনিয়নের সংগঠনের আওতায় থাকা বিভিন্ন স্টেশনে হকারি করতে আরপিএফ বাধা দেয়, এই অভিযোগকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত । আরপিএফের সঙ্গে ঝামেলার পর স্টেশন থেকে বেরিয়ে হাওড়া ডিআরএমের অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন হকার সংগঠনের সদস্যরা । এতে স্টেশনে আসা নিত্যযাত্রীরা সমস্যার মুখে পড়েন । এরপর তাদের সেখান থেকে তুলে দিতে যান আরপিএফ কর্মীরা । বচসা থামাতে ও বিক্ষোভ হটাতে আরপিএফ বলপ্রয়োগ করে বলে অভিযোগ ।

আরও পড়ুন: রণক্ষেত্র পৌরনিগমের অধিবেশন, ফিরহাদের সামনেই বিজেপি-তৃণমূল কাউন্সিলরদের হাতাহাতি

চলতি সপ্তাহের বৃহস্পতিবারও হাওড়া স্টেশনের হকারদের সঙ্গে কর্তব্যরত আরপিএফের একপ্রস্থ অশান্তি হয় । হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের মধ্যে যে হকাররা বসেন তাঁদের সেখান থেকে তুলে দেওয়ার চেষ্টা করে আরপিএফ কর্মীরা । যদিও শেষপর্যন্ত বৃহস্পতিবার তাদের সরানো হয়নি । বৃহস্পতিবারের পর ফের শনিবার ঘটনা নিয়ন্ত্রণের বাইরে চলে যায় । লাঠিচার্জ করে রেল পুলিশ । ঘটনায় কয়েকজনকে আটক করেছে রেল পুলিশ । খবর সংগ্রহে আসা সাংবাদিকদের কাজেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.