ETV Bharat / state

Bharati Ghosh on Didir Doot: 'হাতে চপ্পল নিয়ে দিদির দূতদের তাড়া করুন !' নিদান ভারতীর

author img

By

Published : Jan 30, 2023, 6:30 PM IST

Bharati Ghosh comments on Didir Doot from Sankrail Meeting Stage in Howrah
হাওড়ায় ভারতী ঘোষ

এবার হাতে চপ্পল নিয়ে দিদির দূতদের তাড়া করতে বললেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ (Bharati Ghosh on Didir Doot) ৷ সোমবার হাওড়ার সাঁকরাইলে এসে একথা বলেন তিনি ৷

ভারতীর নিদান

হাওড়া, 30 জানুয়ারি: "হাতের সামনে আর কিছু না হোক, চপ্পল তো পাবেন ৷ তাই দিয়েই 'দিদির দূত'দের তাড়া করবেন !" সোমবার হাওড়ার সাঁকরাইলে আয়োজিত একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে একথা বললেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ (Bharati Ghosh on Didir Doot) ৷ তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন হাওড়া সদর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি কল্যাণ ঘোষ ৷ পালটা 'সব কা সাথ, সব কা বিকাশ' নিয়ে বিজেপিকে খোঁচা দিয়েছেন তিনি ৷

সোমবার হাওড়ার সাঁকরাইল ব্লকের আড়গড়ি এলাকায় একটি কর্মসূচির আয়োজন করেছিল বিজেপি ৷ উদ্দেশ্য ছিল, আবাস দুর্নীতির প্রতিবাদে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে স্থানীয় বিডিওকে স্মারকলিপি প্রদান ৷ সেই কর্মসূচিতেই এদিন যোগ দিতে আসেন ভারতী ৷ অনুষ্ঠান মঞ্চ থেকে উপস্থিত জনতার উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, "এই আপনাদের বলছি ৷ সাঁকরাইল ৷ দিদির দূত ! শুনেছেন তো ? আমি যদিও বলি, বাংলার ভূত ! সেই যাই হোক, দিদির দূতরা এলে হাতা, খুন্তি, ঝাঁটা, চপ্পল যা পাবেন, তাই নিয়েই তাড়া করবেন ৷ কোনও কথা বলতে দেবেন না !" পরে ভারতীকে এ নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক ৷ জানতে চান, কেন ভারতী এমন কথা বললেন ? জবাবে ভারতী বলেন, "দীর্ঘদিন মানুষের সঙ্গে বঞ্চনা করলে, মানুষ এভাবেই আশীর্বাদ করে !"

আরও পড়ুন: 'ধূমকেতুর মতো, দেখাই তো যায় না'; গ্রামে গিয়ে কটাক্ষের মুখে দিদির দূত আশিস

ভারতী ঘোষের এই মন্তব্যের তীব্র বিরোধিতা তৃণমূল নেতা কল্যাণ ঘোষ ৷ তিনি বলেন, "ওঁরা তো সব কা সাথ, সব কা বিকাশের কথা বলছেন ৷ আর নীরব মোদিদের দেশের বাইরে পাঠিয়ে দিচ্ছেন ৷ এদিকে, রান্নার গ্যাসের দাম বাড়ছে, পেট্রল, ডিজেলের দাম বাড়ছে ৷ মানুষ নাজেহাল হচ্ছে ৷ সেখানে আমাদের মুখ্যমন্ত্রী একের পর এক জনকল্যাণমুখী প্রকল্প চালু করে মানুষের পাশে দাঁড়াচ্ছেন ৷ মানুষের কথা শুনতে, দিদির সুরক্ষা কবচ (Didir Suraksha Kawach) মানুষকে পৌঁছে দিতে, দিদির দূতরা মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.