ETV Bharat / state

Asish Banerjee Faces Protest: 'ধূমকেতুর মতো, দেখাই তো যায় না'; গ্রামে গিয়ে কটাক্ষের মুখে দিদির দূত আশিস

author img

By

Published : Jan 24, 2023, 11:01 PM IST

Etv Bharat
আশিস বন্দ্যোপাধ্যায়

মঙ্গলবার দিদির দূত হিসেবে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভে মুখে পড়তে হয় রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়কে (protest against Asish Banerjee)৷

মহম্মদবাজার, 24 জানুয়ারি: রামপুরহাটের বিধায়ক তথা রাজ্যের ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়কে 'ধূমকেতু' বলে কটাক্ষ শুনতে হল ৷ তাঁকে এই কটাক্ষ করেছেন এক আদিবাসী যুবক ৷ মঙ্গলবার এই ঘটনাটি ঘটেছে রামপুরহাট বিধানসভার মহম্মদবাজার ব্লকের ভাঁড়কাটা এলাকায় । এদিন 'দিদির সুরক্ষা কবচ' (Didir Suraksha Kawach) কর্মসূচিতে যোগ দিয়ে ওই আলাকায় গিয়েছিলেন আশিস বন্দ্যোপাধ্যায় (TMC MLA Asish Banerjee) ৷

এদিন, মহম্মদবাজার ব্লকের ভাঁড়কাটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে বের হওয়ার সময় আদিবাসীদের গ্রামসভার বিক্ষোভের মুখে পড়েন 'দিদির দূত' বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় ৷ খারাপ রাস্তা মেরামত হয় দীর্ঘদিন ধরে বলে অভিযোগ তুলে এক আদিবাসী যুবক বিধায়কের গাড়ির সামনে চলে আসেন । ওই যুবকের কথায়, "এতদিন বিধায়ককে এলাকায় দেখা যায়নি ৷ রাস্তার কোনও উন্নয়ন হয়নি ৷ উনি ধূমকেতুর মতো আজ উদয় হয়েছেন ৷ ধূমকেতুকে তাও দেখা যায়, ওনাকে তাও দেখা যায়না এলাকায় ৷"

আরও পড়ুন : তৃণমূলের মদতে বাউল সম্রাট পূর্ণদাসের জমি দখলের অভিযোগ

এই বিক্ষোভ প্রসঙ্গে আশিস বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য,"মমতা বন্দ্যোপাধ্যায় তো দিদির দূত হিসেবে পাঠিয়েছেন ৷ মানুষের জন্য এতগুলি প্রকল্প যে চলছে, সেগুলো ঠিক ভাবে চলছে কি না তা দেখার জন্য । আমার এলাকার চাহিদা ছিল একটি সাংস্কৃতিক মঞ্চ । আমি আজকেই বিধায়ক উন্নয়ন তহবিল থেকে দু'লক্ষ টাকা দিয়েছি । আর রাস্তার সমস্যাটা আমি পঞ্চায়েতকে বলেছি দেখতে । খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে ।"

উল্লেখ্য, রাজ্যজুড়েই তৃণমূল নেতা-মন্ত্রী-বিধায়কদের 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে যোগ দিয়ে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে ৷ সাংসদ, বিধায়কদের এলাকায় পেয়ে ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ । কয়েকদিন আগেই হাঁসন বিধানসভার বিষ্ণুপুর অঞ্চলের মেলেডাঙা গ্রামে যান শতাব্দী রায় । সেখানে তিনি গাড়ি থেকে নামতেই রাস্তার সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন গ্রামবাসীরা । সাংসদকে ঘিরে তাঁরা বলতে থাকেন, একাধিকবার রাস্তার সমস্যার কথা বলা সত্ত্বেও কোনও সুরাহা হয়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.