ETV Bharat / state

পোস্টার ও ব্যানার ছেড়ায় তৃণমূলের বিক্ষোভ

author img

By

Published : Mar 29, 2021, 6:32 PM IST

পোস্টার ও ব্যানার ছেড়ায় রাস্তায় বিক্ষোভে তৃণমূল , অভিযোগ অস্বীকার বিজেপির
পোস্টার ও ব্যানার ছেড়ায় রাস্তায় বিক্ষোভে তৃণমূল , অভিযোগ অস্বীকার বিজেপির

প্রার্থীর পোস্টার ও ব্যানার ছেড়ায় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মীরা । অভিযোগের তির বিজেপির দিকে ৷ যদিও অভিযোগ অস্বীকার বিজেপির ।

ডোমজুড় , 29 মার্চ : তৃণমূল প্রার্থীর পোস্টার ও ব্যানার ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল সাঁকরাইল বিধানসভা কেন্দ্রে । রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ডোমজুড় প্রশস্ত সর্দারপাড়া মহিয়াড়ি দু'নম্বর পঞ্চায়েত এলাকায় । ঘটনার প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা ।

রবিবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রিয়া পালের পোস্টার-ব্যানার কেউ বা কারা ছিড়ে দেয় বলে অভিযোগ । এই ঘটনার প্রতিবাদে সোমবার সকালে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় সাইকেলের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায় ।

ঘটনার প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূলের
ঘটনার প্রতিবাদে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ তৃণমূলের

আরও পড়ুন : আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত হাড়োয়া, আহত 14

ডোমজুড় পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ গৌতম সাহা বলেন , "বহিরাগত ও স্থানীয় মস্তানদের দিয়ে বিজেপি রাতের অন্ধকারে এই কাজ করেছে । মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে এটা জেনেই তারা এই দুষ্কর্ম করছে । পুলিশ ও প্রশাসনকে এই ঘটনার কথা জানানো হয়েছে এবং আমরা আশা করছি প্রশাসন এর যথাযথ ব্যবস্থা নেবে ।"

যদিও বিজেপির সাঁকরাইল 4 নম্বর মণ্ডলের সভাপতি সুব্রত বাগ তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, "সাঁকরাইল বিধানসভায় এখন বিজেপির পক্ষে জোয়ার নেমেছে । তাই তৃণমূল এখন নোংরা ও দ্বিচারিতার রাজনীতি করছে । " তাঁর দলের কোনও কর্মী-সমর্থক এই ঘটনায় জড়িত নন বলে জানিয়েছেন তিনি । তাঁর অভিযোগ, নিজেদের পোস্টার ব্যানার নিজেরাই ছিড়ে বিজেপির নামে অপপ্রচার চালাচ্ছে তৃণমূল।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.