ETV Bharat / state

Belur Math : শ্রীরামকৃষ্ণের 187তম জন্মতিথি পালনের সূচি ঘোষণা করল বেলুড় মঠ

author img

By

Published : Feb 19, 2022, 10:37 PM IST

belur-math-announces-schedule-to-celebrate-sri-ramkrishna-187th-birth-anniversary
Belur Math : শ্রীরামকৃষ্ণের 187তম জন্মতিথি পালনে সূচি ঘোষণা করল বেলুড় মঠ

আগামী 4 মার্চ শ্রীরামকৃষ্ণ দেবের 187তম জন্মতিথি (Sri Ramkrishna 187th Birth Anniversary) । তা পালনের সূচি ঘোষণা করল বেলুড় মঠ কর্তৃপক্ষ ৷

হাওড়া, 19 ফেব্রুয়ারি : আগামী 4 মার্চ বেলুড় মঠে পালন করা হবে শ্রীরামকৃষ্ণ দেবের 187তম জন্মতিথি (Sri Ramkrishna 187th Birth Anniversary) । আজ শনিবার বেলুড় মঠ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে জন্মতিথি উৎসব পালনের তথ্যসূচি (Belur Math announces Schedule to Celebrate Sri Ramkrishna 187th Birth Anniversary) । বেলুড় মঠ সূত্রে জানা যাচ্ছে, ওই দিন ভোর 4টের সময় মঙ্গলারতির মাধ্যমে তিথি পালনের উৎসব শুরু হবে । এরপর বেদপাঠ, স্তব গান গাওয়া হবে । তার পর শ্রী ঠাকুরের বিশেষ পুজো ও হোম সম্পন্ন হবে ।

হোমের পরে গীতি আলেখ্য পাঠ করবেন মঠের সন্ন্যাসীরা । এছাড়াও রামকৃষ্ণ কথামৃত পাঠ ও তার ব্যাখ্যা দান পর্ব অনুষ্ঠিত হবে ওইদিন । পরে ভক্তিগীত পরিবেশন, শ্রীরামকৃষ্ণ লীলা ব্যাখ্যা পাঠ চলবে বেলুড় মঠের শ্রীরামকৃষ্ণ মন্দিরের নাট মন্দিরে । এছাড়াও শ্রীরামকৃষ্ণ বন্দনা করা হবে নাট মন্দিরেই ।

দুপুর সাড়ে তিনটে থেকে মঠের প্রেসিডেন্ট মহারাজের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে ধর্মসভা । এই ধর্মসভায় শ্রীরামকৃষ্ণ দেবের জীবনী ও বাণী পাঠ করবেন মঠের সন্ন্যাসী মহারাজ স্বামী বলভদ্রানন্দ (বাংলায়), স্বামী শুদ্ধিদানন্দ (ইংরেজিতে), স্বামী নির্বিকারানন্দ (হিন্দিতে) ।

belur math announces schedule to celebrate sri ramkrishna 187th birth anniversary
রামকৃষ্ণের জন্মতিথি পালনের সূচি

ধর্মসভা সমাপ্তির পর সন্ধ্যারতি হবে শ্রীরামকৃষ্ণ মন্দিরে । শ্রীরামকৃষ্ণ দেবের জন্মতিথি উৎসবের সমগ্র অনুষ্ঠানটি বেলুড় মঠের নিজস্ব ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত করা হবে । তবে উক্ত দিনে ভক্ত ও দর্শনার্থীদের মঠের ভিতরে প্রবেশাধিকার থাকবে কি না সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি বেলুড় মঠের তরফ থেকে ।

প্রসঙ্গত, গতকাল বেলুড় মঠ (Belur Math) কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে চলতি মাসের 23 তারিখ থেকে ভক্ত ও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে বেলুড় মঠের দরজা । তবে বেলুড় মঠের কমিউনিটি কিচেন আপাতত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে ৷

আরও পড়ুন : Belur Math to Reopen : 23 ফেব্রুয়ারি থেকে খুলছে বেলুড় মঠের দরজা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.