ETV Bharat / state

Anish Khan Death Case : রাতে ফোনে হুমকি আসছে, সিটকে জানালেন আনিশের বাবা

author img

By

Published : Feb 23, 2022, 1:46 PM IST

আনিশের দেহের ময়নাতদন্ত আর সিটকে দিয়ে নয়, প্রয়োজন হলে তা সিবিআইকে দিয়েই করাবেন (Anish Khan Death Case) ৷ বিশেষ তদন্তকারী দলের অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে এ কথা জানালেন আনিশের বাবা সালেম খান (Salem Khan sticks to the demand of CBI investigation)।

anish-khan-death-case-his-father-salem-khan-sticks-in-demand-of-cbi-investigation
রাতে ফোনে হুমকি আসছে, সিটকে জানালেন আনিশের বাবা

কলকাতা, 23 ফেব্রুয়ারি: ময়নাতদন্তের প্রয়োজন হলে সিবিআইকে দিয়ে করাবেন, সিটকে (SIT investigating Anish Khan Death Case) দিয়ে নয় ৷ বিশেষ তদন্তকারী দলের অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে এ কথা জানিয়ে দিলেন আনিশের বাবা সালেম খান (Salem Khan sticks to the demand of CBI investigation) ।

আজ ফের মৃত ছাত্র আনিশ খানের বাড়িতে যান ডিএসপির নেতৃত্বে সিটের সদস্যরা । তাঁরা আনিশের বাবার সঙ্গে কথা বলেন । সালেম খান ময়নাতদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলায় তদন্তকারী অফিসারেরা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফের আনিশের মৃতদেহ ময়নাতদন্তের কথা বলেন তাঁর বাবাকে । যদিও তা শোনামাত্র সেই প্রস্তাব খারিজ করে দেন সালেম খান । তিনি সাফ জানিয়ে দেন, সিটের তদন্তে ভরসা নেই তাঁদের ৷ তাই আনিশের মৃতদেহ সিটকে দিয়ে তদন্তের প্রশ্নই ওঠে না ।

সালেম খানের (Salem Khan on Anish Khan death) কথায়, "প্রথম বারের ময়নাতদন্তের রিপোর্ট এখনও হাতে আসেনি । আর এ বার নতুন করে ময়নাতদন্তের কথা বলা হচ্ছে । এর চেয়ে ভালো, ছেলে তো গিয়েছে এ বার আমাকে ও আনিশের দাদাকে শেষ করে দিন । তাতে ঝামেলা চুকে যাবে । পুলিশকেও আর বারবার আসতে হবে না ।"

আরও পড়ুন: Anish Khan Death Case : "পুলিশের যেতে ছ'ঘণ্টা সময় লেগেছে", আনিশ খুনে মমতাকে তোপ সেলিমের

আনিশের বাবার অভিযোগ, "ভোর রাতে ফোনে হুমকি দেওয়া হচ্ছে । সিবিআই তদন্ত করানোর দাবি থেকে সরে যেতে বলা হচ্ছে । কারা এটা করছে তা আগে খুঁজে বের করুন ।"

বারবার সিটের পক্ষ থেকে সালেম খানকে বোঝানোর চেষ্টা করা হয় । তাঁকে নিরপেক্ষ তদন্তের আশ্বাসও দেন তদন্তকারীরা । তবে সালেম খান সিবিআই তদন্তের দাবিতে অটল থাকেন ।

anish-khan-death-case-his-father-salem-khan-sticks-in-demand-of-cbi-investigation
আনিশের বাড়িতে সিট

আরও পড়ুন: Anish Khan Death Case : সিবিআই তদন্ত চাওয়ায় আনিশের দাদাকে প্রাণে মারার হুমকি

আনিশকে তিন তলার যে জায়গা থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে, সেখানে গিয়ে আজ খুঁটিয়ে পরীক্ষা করে দেখেন বিশেষ তদন্তকারী দলের সদস্যরা । আগের তদন্তে কোনও খামতি রয়ে গিয়েছে কি না, তা জানতেই পুনরায় তাঁরা সেই স্থানে গিয়ে পরীক্ষা-নীরিক্ষা চালান । ওই স্থানের জানলার মাপ, জায়গার মাপ-সহ আরও নানা দিক খুঁটিয়ে পরীক্ষা করেন তদন্তকারীরা ।

আরও পড়ুন : Anish Khan Murder Case : সিটের নোটিস প্রত্যাখান, আনিশের মোবাইল দিলেন না বাবা সালেম খান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.