ETV Bharat / state

একদিনে হাওড়ায় কোরোনা আক্রান্ত 11 পুলিশকর্মী

author img

By

Published : Jun 18, 2020, 1:17 AM IST

11 policemen corona positive
কোরোনা আক্রান্ত 11 পুলিশকর্মী

হাওড়ায় একদিনে কোরোনা আক্রান্ত হলেন 11 জন পুলিশকর্মী ৷ আক্রান্তদের ফুলেশ্বর সঞ্জীবন হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনায় জেলার পুলিশকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

হাওড়া, 17 জুন : হাওড়ায় ফের আক্রান্ত পুলিশকর্মী। এবার এক ধাক্কায় জগৎবল্লভপুর থানার 11 জন পুলিশকর্মী কোরোনো আক্রান্ত বলে জানা গেল। এদের মধ্যে 9 জন কনস্টেবল, 2 জন ASI। মঙ্গলবার আক্রান্তদের ফুলেশ্বর সঞ্জীবন হাসপাতালে ভরতি করা হয়েছে। ঘটনায় চিন্তায় পড়েছে জেলা প্রশাসন৷

পুলিশ সূত্রে খবর, গত 12 ও 13 জুন জগৎবল্লভপুর থানার পুলিশকর্মীদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়৷ সেদিনই তা পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল রিপোর্ট এলে দেখা যায় 11 জন আক্রান্ত৷ দ্রুত তাঁদের ফুলেশ্বর সঞ্জীবন হাসপাতালে ভরতি করা হয়। ঘটনায় জেলার পুলিশ কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

হাওড়ার ক্রমশ বাড়তে থাকা সংক্রমণ জেলা প্রশাসনের চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রথম থেকেই । সাধারণ মানুষ যেমন সংক্রমিত হচ্ছেন, তেমনই সংক্রমিত হচ্ছেন পুলিশকর্মী-সহ জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা। বেশ কিছুদিন আগে খোদ হাওড়া হাসপাতালের সুপার সংক্রমিত হয়েছিলেন ৷ এরপর একাধিক স্বাস্থ্যকর্মীর সংক্রমিত হওয়ার কথা জানা যায়। একাধিক থানার পুলিশকর্মীরাও সংক্রমিত হন৷ হাওড়া, সাঁতরাগাছি, শিবপুর সহ হাওড়া সিটি পুলিশের একাধিক থানার কনস্টেবল, সাব-ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদাধিকারীরাও সংক্রমিত হয়েছেন।

এদিকে, গ্রামীণ হাওড়ায় পরিযায়ী শ্রমিকরা ফিরছেন ৷ এইসঙ্গে সেখানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। সংক্রমিতের মতোই মৃতের সংখ্যাও বেড়ে চলেছে জেলায়। স্বাস্থ্য দপ্তরের শেষ বুলেটিন অনুযায়ী, হাওড়ায় সংক্রমিত 1 হাজার 800 জন। মৃত্যু হয়েছে 65 জনের৷ এর মধ্যে রাজ্যে লকডাউন শিথিল হয়েছে৷ যদিও কনটেনমেন্ট জোনের সংখ্যা বেড়েছে। কিন্তু, লকডাউন না থাকায় সংক্রমণ আটকানোর একমাত্র পথ সচেতনতা। যে প্রচার চালাচ্ছেন পুলিশকর্মীরাই। এর ফলেই ভিড় রাস্তায় নেমে সংক্রমিত হচ্ছেন পুলিশকর্মীরা, এমনটাই অনুমান করা হচ্ছে৷ যদিও জগৎবল্লভপুর থানার মতো একসঙ্গে এতজন সংক্রমিত হওয়ার ঘটনা এই প্রথম৷ ঘটনায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.