ETV Bharat / state

পতাকা উত্তোলন ঘিরে খানাকুলে তৃণমূলের সঙ্গে সংঘর্ষ, মৃত BJP কর্মী

author img

By

Published : Aug 15, 2020, 12:28 PM IST

Updated : Aug 16, 2020, 10:16 AM IST

নতিবপুরে তৃণমূল ও BJP পতাকা উত্তোলন ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ে । একজন BJP কর্মীর মৃত্যু হয় ।

tmc and bjp clash in khanakul
খানাকুলে তৃণমূলের সঙ্গে বিজেপির সংঘর্ষ

খানাকুল, 15 অগাস্ট : স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনকে কেন্দ্র করে রণক্ষেত্র খানাকুলের নতিবপুর এলাকা । তৃণমূল ও BJP-র সংঘর্ষে গেরুয়া শিবিরের এক কর্মীর মৃত্যু হয় । জখম কয়েকজন ।

ঘটনার সূত্রপাত আজ সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে খানাকুলের নতিবপুরে পতাকা উত্তোলনের আয়োজনকে কেন্দ্র করে । খানাকুলে পতাকা উত্তোলনের সময় তৃণমূল ও BJP-র মধ্যে সংঘর্ষ শুরু হয় । দু'পক্ষের সংঘর্ষে সুদর্শন প্রামাণিক নামে এক BJP কর্মীর মৃত্যু হয় । এরপরই রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা । পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ও ব়্যাফ । স্থানীয় মানুষজন পুলিশের গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখায় । উত্তেজিত জনতা একটি কাঠের সাঁকোতে আগুন ধরিয়ে দেয় । মৃতের বাড়ি নতিবপুরে বলে পুলিশ সূত্রে জানা গেছে । BJP-র হুগলি জেলা সম্পাদক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, "আমরা হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে ৩০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে মিছিল করছিলাম । খাদিনা মোড়ে পতাকা উত্তোলনের পর শোভাযাত্রা বের হলে প্রশাসন তাতে বাধা দেয় ।"

tmc and bjp clash in khanakul
রাজ্য BJP-র টুইট

BJP সাংসদ জ্যোতির্ময় মাহাত বলেন, "তৃণমূল কংগ্রেস ও রাজ্য প্রশাসনের কাছে এটা নতুন কিছু নয় । যারা যারা এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে, তাদের আমি ছাড়ব না । তাদের গায়ে নুন-লঙ্কা মাখিয়ে ছাড়ব । পুলিশ ও প্রশাসন ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীকে গ্রেপ্তার না করলে তার খেসারত দিতে হবে ।" এই ঘটনার নিন্দা করেছে রাজ্য BJP । যদিও ঘটনার কথা অস্বীকার করেছে শাসকদল । তৃণমূল জেলা সভাপতি দিলীপ যাদব বলেন, "তৃণমূল কোনওভাবেই এই ঘটনার সঙ্গে যুক্ত নয় । BJP নিজেদের মধ্যে ঝামেলা করে এই ঘটনা ঘটিয়েছে । পুলিশ তদন্ত করছে । সত্য প্রমাণিত হবে ।"

খানাকুলে পতাকা উত্তোলন অনুষ্ঠানে খুন BJP কর্মী
Last Updated : Aug 16, 2020, 10:16 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.