ETV Bharat / state

Suvendu Taunts Mamata: চিড়িয়াখানায় ব্যাঘ্রশাবক জন্মালেও লেখা থাকে তাঁর অনুপ্রেরণায়...মমতাকে কটাক্ষ শুভেন্দুর

author img

By

Published : Dec 16, 2022, 8:16 PM IST

চিড়িয়াখানায় ব্যাঘ্রশাবক জন্মালেও লেখা থাকে তাঁর অনুপ্রেরণায়...(Suvendu Taunts Mamata)৷ ব্যান্ডেলে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম না করে এ ভাবেই তাঁকে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷

suvendu-adhikari-taunts-mamata-banerjee-saying-tiger-cubs-born-in-zoo-are-written-as-her-inspiration
চিড়িয়াখানায় ব্যাঘ্রশাবক জন্মালেও লেখা থাকে তাঁর অনুপ্রেরণায়...মমতাকে কটাক্ষ শুভেন্দুর

মমতাকে তীব্র কটাক্ষ শুভেন্দুর

ব্যান্ডেল, 16 ডিসেম্বর: নাম না করে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) তীব্র কটাক্ষ (Suvendu Taunts Mamata) করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷ হুগলির ব্যান্ডেলে বিজেপির পদাধিকারীদের বৈঠকে গিয়ে চলচ্চিত্র উৎসব নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন তিনি (Hooghly news)৷

শুক্রবার শুভেন্দু অধিকারী বলেন, "নন্দনে গেলে সত্যজিৎ রায় ও উত্তম কুমারের ছবি পাবেন না ।" অথচ একটা ছবি সব জায়গায় দেখতে পাওয়া যাবে বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী ৷ তাঁর নিশানায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন তা বুঝতে অসুবিধে হয়নি ৷

এ দিন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "বাংলা থেকে অনেক অতিথি ছিলেন, তাঁদেরও চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ করা উচিত ছিল । সুকান্তবাবু এই নিয়ে টুইট করেছেন, তাঁর সঙ্গে আমি একমত ।" জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং চলচ্চিত্র উৎসবের মঞ্চে গেয়েছেন, 'রঙ দে তু মোহে গেরুয়া'৷ এই গানের প্রসঙ্গে শুভেন্দু বলেন, "গেরুয়া মানে স্বামী বিবেকানন্দ, গেরুয়া মানেই সনাতন, গেরুয়া মানেই মুনি-ঋষিদের দেশ ভারতবর্ষ । গেরুয়ার বাইরে কিছু হতে পারে না ।"

আরও পড়ুন: 'দিলীপ ঘোষ আমারও নেতা, তাঁর নেতৃত্বে বিজেপিতে যোগ দিই', শুভেন্দুর মুখে দিলীপের প্রশংসা

চলচ্চিত্র উৎসবের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার ছাড়া আর কিছুই হয় না বলে তোপ দাগেন শুভেন্দু । তিনি বলেন, "যেমন চিরিয়াখানায় ব্যাঘ্র শাবক জন্মালেও তাঁর অনুপ্রেরণায় লেখা থাকে । যুবভারতী ক্রীড়াঙ্গনে গিয়ে জ্যোতি বসুর নাম খুঁজে পাবেন না । অথচ জ্যোতি বসুই ছিলেন তার উদ্বোধক । নীল সাদা করতে গিয়ে নামটাই তুলে ফেলে দিয়েছে । নন্দনে গিয়ে সত্যজিৎ রায় ও উত্তম কুমারকে পাবেন না । দাঁত ... ছবি আপনি সব জায়গায় পাবেন ।"

হুগলির ব্যান্ডেলে রাজ্য বিজেপি পদাধীকারীদের বৈঠকে বিরোধী দলনেতা ঘণ্টা দুয়েক সভায় থাকার পর বাঁকুড়ার উদ্দেশে বেরিয়ে যান । ওই বৈঠকেই যোগ দেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ও ৷ তিনিও একজন চলচ্চিত্র জগতের মানুষ, তাঁকেও চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ না জানানোর প্রতিক্রিয়া জানতে চাইলে রূপা বলেন, "তিনি আগে বাংলার মানুষকে বাঁচান, ফিল্ম ফেস্টিভ্যালে কাকে ডাকলেন, কাকে ডাকলেন না, আমার কিছু যায় আসে না ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.