ETV Bharat / state

উপনির্বাচনের জন্য তাড়াহুড়ো কেন ? মমতাকে প্রশ্ন শুভেন্দুর

author img

By

Published : Jul 16, 2021, 3:52 PM IST

Suvendu Adhikari attack CM Mamata Banerjee on West Bengal Assembly By Election
উপনির্বাচনের জন্য তাড়াহুড়ো কেন ? মমতাকে প্রশ্ন শুভেন্দুর

উপনির্বাচন নিয়ে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ফের একবার নিশানা করলেন শুভেন্দু অধিকারী ৷ ক্ষমতায় থাকার লোভেই মমতা করোনা পরিস্থিতির মধ্যে নির্বাচন করাতে চাইছেন বলে অভিযোগ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা ৷

হুগলি, 16 জুলাই : পশ্চিমবঙ্গ বিধানসভার উপনির্বাচন করানোর তোড়জোড় নিয়ে ফের একবার তৃণমূলকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সরাসরি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তাঁর প্রশ্ন, উপনির্বাচনের জন্য এত তাড়া কিসের মমতা বন্দ্যোপাধ্যায়ের ? হুগলিতে বিজেপির এক কর্মসূচিতে গিয়ে একথা বলেন শুভেন্দু ৷ তাঁর কথায় রাজ্যে করোনা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি ৷ করোনা আক্রান্তের সংখ্যা কমানোর জন্য যেখানে রাজ্যে মনিটরিং সেল এখনও কাজ করছে, সেখানে নির্বাচন করানোর কোনও যুক্তি নেই বলে জানিয়েছেন শুভেন্দু ৷

তবে, শুভেন্দুর উপনির্বাচনের বিরোধিতা করার পিছনে শুধুই যে করোনা এবং জনস্বাস্থ্যের বিষয় রয়েছে তা একেবারেই নয় ৷ আর তা তিনি স্পষ্ট করে দেন, তাঁর পরের কথাতেই ৷ শুভেন্দুর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে 210 জন বিধায়ক রয়েছেন ৷ তাঁদের মধ্যে থেকে একজনকে কেন মুখ্যমন্ত্রী করা হচ্ছে না ? প্রশ্ন শুভেন্দুর ৷ উত্তরাখণ্ডের উদাহরণ টেনে তিনি বলেন, বিজেপি যদি উত্তরাখণ্ডের মুখ্য়মন্ত্রী বদল করতে পারে, তাহলে তৃণমূলেরও কোনও একজন বিধায়ক মুখ্য়মন্ত্রী হতে পারেন ৷ সবশেষে শুভেন্দু অধিকারীর খোঁচা, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রাইভেট লিমিটেড কোম্পানি নিয়ে এত কেন চিন্তিত? কার্যত তিনি বুঝিয়ে দিতে চাইলেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে চাইছেন ৷

আরও পড়ুন : মুকুলের বিধায়ক পদ খারিজে অধ্যক্ষের সামনে আটঘাট বেঁধেই নামছেন শুভেন্দু

হুগলির ওই কর্মসূচিতে গিয়ে বিজেপির দলবদল ইস্যু নিয়েও এদিন মুখ খুলেছেন শুভেন্দু অধিকারী ৷ তিনি অভিযোগ করেছেন, যে সব বিজেপি নেতা-কর্মীরা তৃণমূলে যাচ্ছেন, তাঁদের ভয় দেখিয়ে বাধ্য করা হচ্ছে ৷ শুভেন্দুর অভিযোগ, সরকারে থাকার সুবিধা নিয়ে চুক্তি ভিত্তিক সরকারি কর্মীদের জোর করে তৃণমূলে জোগদান করাচ্ছে ৷ বাধ্য় হয়ে তাঁরা তৃণমূলে যাচ্ছেন ৷ কিন্তু, এ নিয়ে বিজেপির বর্তমান নেতা কর্মীদের চিন্তিত হওয়ার কারণ নেই বলে এদিন জানান শুভেন্দু ৷ তাঁর কথায় নির্বাচনের সময় এলে পুরনো বিজেপি কর্মীরা গেরুয়া শিবিরের হয়েই কাজ করবেন ৷ এমনকি ভোটও দেবে বিজেপিকে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.