ETV Bharat / state

Panchayat Elections 2023: নওশাদ-শওকতকে সাদা পতাকা ও পায়রা নিয়ে ভাঙড়ে শান্তি মিছিল করার পরামর্শ শুভেন্দুর

author img

By

Published : Jun 27, 2023, 6:23 AM IST

হুগলির জনসভা থেকে নওশাদ সিদ্দিকী ও শওকত মোল্লাকে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ দিলেন ভাঙড়ে গিয়ে শান্তি মিছিল করার পরামর্শ ৷

Etv Bharat
হুগলির জনসভায় শুভেন্দু অধিকারী

হুগলির জনসভায় শুভেন্দু অধিকারী

জাঙ্গিপাড়া, 27 জুন: নওশাদ সিদ্দিকী ও শওকত মোল্লাকে ভাঙড়ে নিজেদের গ্রামে গিয়ে শান্তি প্রতিষ্ঠার পরামর্শ দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সোমবার তিনি বলেন, "ভাঙড়ের গ্রামে গ্রামে গিয়ে দু'জনে শান্তি প্রতিষ্ঠা করতে পারে ভালো হয় । এসি ঘরে সুরক্ষিত জায়গায় বসে আছেন । দুজনেই এসব কিছু করবেন না । কারণ দু'পক্ষের লোকেরা মারা গিয়েছে । সব গরিব মানুষজন । বন্দুক নিয়ে যারা ধরা পড়েছে তাঁরা বলেছেন পাঁচ হাজার টাকা করে পেয়েছে । উদ্যোগটা ভালো ৷ দু'পক্ষকে নিয়ে গ্রামে গিয়ে শান্তি মিছিল করুক । তাদের দলের পতাকা সরিয়ে সাদা পতাকা নিয়ে । কিছু সাদা পায়রা নিয়ে যান, মাঝে মাঝে ওড়াতে ওড়াতে যাবেন ।" হুগলির জাঙ্গিপাড়ায় এক জনসভায় এসে এমনই পরামর্শ দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সোমবার বিধানসভায় নওশাদ সিদ্দিকী ও শওকত মোল্লার সৌজন্য সাক্ষাৎ ও সাংবাদিক সম্মেলন প্রসঙ্গে কটাক্ষ করে এমন বলেন বিরোধী দলনেতা ।

তিনি আরও জানান, বিভিন্ন গ্রামের বুথে পঞ্চায়েত নির্বাচন হবে । শৌচাগার নির্মাণ, পানীয় জলের ব্যবস্থা হবে । সেখানে বুথের অন্যান্য যে পরিকাঠামোগুলি করতে পশ্চিমবঙ্গ সরকারকে তার অর্থ দিতে হবে । এটা বাধ্যতামূলক । সেটা না করে সর্বশিক্ষা মিশনের টাকা ব্যবহার করা হচ্ছে । যে টাকা দিয়ে ছাত্র-ছাত্রীদের আরও সুন্দর পরিকাঠামো দেওয়ার কথা ছিল । সেই টাকা খরচ করতে বলা হয়েছে বুথের পরিকাঠামো তৈরি করার জন্য । যা সম্পূর্ণ অনৈতিক । পুরুলিয়ার দু'জন এডিএম কে পরিবর্তন করে দিচ্ছে । তারা বাক্স বদল করতে রাজি হয়নি । ডবল ব্যালট ছাপতে রাজি হয়নি বলে । আজকেই তাদেরকে স্থানান্তরিত করেছে ।

আরও পড়ুন: নির্দল প্রার্থীকে সমর্থন করে সামাজিক মাধ্যমে বিস্ফোরক পোস্ট মনোরঞ্জনের

জাঙ্গিপাড়ার সভামঞ্চ থেকে পঞ্চায়েত ভোটের বিজেপি প্রার্থীদের লড়াই করার সাহস যোগান বিরোধী দলনেতা । শুভেন্দু অধিকারী তাদের বন্ধু হয়ে পাশে দাঁড়াবেন বলে আশ্বাস দেন ৷ পঞ্চায়েত ভোটে 11 জুলাইয়ে পর ঘর ভাঙলে ঘর করে দেব । যদি আরও বড় ক্ষতি করে পাশে থাকব বলে আশ্বাস দেন । মৃত্যুঞ্জয় বর্মন ও বিজয় ভূঁইয়াকে খুন করেছিল আমি তাদের পরিবারকে ডেকে চাকরি দিয়েছি । তিনি বলেন, "জাঙ্গিপাড়া থেকে কথা দিলাম লড়াই করুন আপনাদের বন্ধু শুভেন্দু আছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.