ETV Bharat / state

Dankuni Factory Shut Down : বিস্কুট তৈরির কারখানায় কাজ বন্ধের নোটিস, বিপাকে 500 শ্রমিক

author img

By

Published : Jan 10, 2022, 4:38 PM IST

হুগলির ডানকুনিতে বিস্কুট তৈরির কারখানায় সাসপেনশন ওফ ওয়ার্ক (Suspension of Work)-এর নোটিস (Dankuni Factory Shut Down) ৷ কাজ হারালেন প্রায় 500 শ্রমিক ৷ কর্তৃপক্ষের একতরফা সিদ্ধান্তে ক্ষুব্ধ শ্রমিকরা ৷

suspension of work notice at dankuni biscuit factory
Dankuni Factory Shut Down : বিস্কুট তৈরির কারখানায় কাজ বন্ধের নোটিস, বিপাকে 500 শ্রমিক

ডানকুনি, 10 জানুয়ারি : করোনা আবহের মধ্যেই বিস্কুট তৈরির কারখানায় পড়ল তালা (Dankuni Factory Shut Down) ৷ কাজ হারালেন প্রায় 500 শ্রমিক ও কর্মচারী ৷ হুগলির ডানকুনির ঘটনা ৷ সূত্রের খবর, অতিমারির কারণে ব্যবসায় মন্দা যাচ্ছিল ৷ ইদানীংকালে প্রতি মাসে খুব বেশি হলে 10-12 দিন কাজ হত ৷ বাকি দিনগুলি কারখানা বন্ধ থাকত ৷ উৎপাদন ও রক্ষণাবেক্ষণ খরচ বাড়লেও কোনও আয় হচ্ছিল না ৷ আর সেই কারণেই কারখানার ফটকে সাসপেনশন অফ ওয়ার্ক (Suspension of Work)-এর নোটিস ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ ৷ সোমবার কাজে যোগ দিতে এসে সেই নোটিস দেখে ঘোর বিপাকে পড়েন শ্রমিক ও কর্মচারীরা ৷

আরও পড়ুন : Chandannagar Jute Mill Closed : বছরের প্রথম দিনই লক আউটের নোটিস চন্দননগরের জুটমিলে, কর্মহীন 4 হাজার শ্রমিক

ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকদের প্রশ্ন, কেন তাঁদের সঙ্গে কোনও আলোচনা ছাড়াই এভাবে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ করে দেওয়া হল ? প্রতিবাদে এদিন বন্ধ কারখানার ফটকের বাইরে বিক্ষোভ দেখান তাঁরা ৷ শ্রমিকদের বক্তব্য, বেতন অত্যন্ত কম হওয়া সত্ত্বেও কাজ করে যাচ্ছেন তাঁরা ৷ কারণ, তাঁদের সকলের কাঁধে পরিবার প্রতিপালনের দায়িত্ব রয়েছে ৷ এই অবস্থায় কাজ হারিয়ে মাথায় হাত শ্রমিকদের ৷ তাঁরা চান, সমস্যা মিটিয়ে আবারও দ্রুত চালু হোক কারখানা ৷

সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনের এক নেতা জানান, এই কারখানার বয়স 34 বছরেরও বেশি ৷ তবুও আজ পর্যন্ত এমন একজন শ্রমিক নেই, যাঁরা মাসিক বেতন 10 হাজার টাকার বেশি ৷ করোনা আবহে সেই বেতনও কাটছাঁট করা হয়েছে ৷ মাসে মাত্র দুই থেকে তিন হাজার টাকা বেতন পাচ্ছেন শ্রমিকরা ! এ নিয়ে মালিক পক্ষের সঙ্গে আলোচনায় বসতে চেয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ ওই শ্রমিক নেতার ৷ তিনি জানান, মালিকের আরও চারটি কারখানা আছে ৷ সেখানে লাগাতার উৎপাদন বাড়ানো হচ্ছে ৷ কিন্তু, ডানকুনির এই কারখানাটি ধুঁকছে ৷ এর পিছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন শ্রমিকরা ৷

আরও পড়ুন : Bhadreshwar Shyamnagar Jute Mill closed : ভদ্রেশ্বরের জুটমিল বন্ধ, কর্মহীন 3 হাজার শ্রমিক

শ্রমিকদের বক্তব্য, মালিক পক্ষ যদি একান্তই এই কারখানা বন্ধ করে দিতে চায়, তাহলে সেটা খোলাখুলি জানানো হোক ৷ সেক্ষেত্রে বকেয়া টাকা মিটিয়ে দিলেই অন্যত্র কাজ খুঁজে নেবেন শ্রমিকরা ৷ কিন্তু, কর্তৃপক্ষ শ্রমিকদের প্রস্তাবে সাড়া না দেওয়ায় সমস্যা ক্রমশ আরও জটিল হয়ে উঠছে বলে অভিযোগ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.