ETV Bharat / state

Sukanta Majumdar slams Police: 144 ধারা সত্ত্বেও ওঁরা সেখানে 'খোলা ষাঁড়ের মতো' ঘুরে বেড়াচ্ছেন ! তোপ সুকান্তর

author img

By

Published : Apr 3, 2023, 8:09 PM IST

Updated : Apr 4, 2023, 12:45 AM IST

রিষড়ায় ঢোকার অনুমতি না পেয়ে কোন্নগরে অবস্থান বিক্ষোভে সামিল হলেন সুকান্ত মজুমদার ৷ পুলিশকে হুঁশিয়ারি দিয়ে কী বললেন তিনি ? কেন তোপ দাগলেন কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে ?

Sukanta Majumdar slams Police after he did not get permission to enter Rishra
প্রতীকী অবস্থান বিক্ষোভ

সুকান্তর তোপ

কোন্নগর, 3 এপ্রিল: রবিবার হাওড়ায় পুলিশের বাধার মুখে পড়ে 'ভাইপো'কে 'সবথেকে বড় মাফিয়া' বলেছিলেন সুকান্ত মজুমদার ৷ আর সোমবার হুগলিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্য়ায় এবং তাঁর অনুগামীদের 'খোলা ষাঁড়ের মতো' বলে উল্লেখ করলেন তিনি ! রবিবার হুগলির রিষড়ায় রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে অশান্তি ছড়ায় ৷ সোমবার ঘটনাস্থলে যাওয়ার জন্য রওনা হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ কিন্তু, পুলিশ তাঁকে কোন্নগরে আটকে দেয় ! সুকান্তকে বলা হয়, রিষড়ায় 144 ধারা কার্যকর রয়েছে ৷ তাই তাঁরা সেখানে যেতে পারবেন না ৷ অথচ, সুকান্তর কাছে খবর আসে, 144 ধারার আওতায় থাকা এলাকাতেই সকাল থেকে 'ঘুরে বেড়াচ্ছেন' কল্যাণ ও তাঁর অনুগামীরা ! এই খবরেই মেজাজ হারান সুকান্ত ৷ পুলিশের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের প্রতিবাদে জি টি রোডেই বসে পড়েন তিনি ৷ দীর্ঘক্ষণ চলে প্রতীকী অবস্থান বিক্ষোভ ৷

রাজ্য সরকারের দাবি, রামনবমীর শোভাযাত্রা থেকে এলাকায় অশান্তি ছড়ানো হয়েছিল ৷ পালটা বিজেপির অভিযোগ, পুরোটাই আসলে রাজ্যের পূর্ব পরিকল্পিত ! এদিন কোন্নগরে অবস্থান বিক্ষোভে বসার পর মোবাইলে বেশ কয়েকটি ছবি দেখান সুকান্ত ৷ সেই ছবিতে কল্যাণ বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে এক ব্যক্তিকে দেখান তিনি ৷ দাবি করেন, ওই ব্যক্তি নাকি তৃণমূল সাংসদের ঘনিষ্ঠ এবং তিনি রবিবারের রামনবমীর মিছিলে ছিলেন ! সুকান্তর তত্ত্ব হল, এমন ব্যক্তিদের রামনবমীর মিছিলে ঢুকিয়ে দিয়ে আসলে বাংলার শাসকদলই বিভিন্ন এলাকায় অশান্তি ছড়াচ্ছে !

আরও পড়ুন: 'সত্য চাপতেই আমাদের আটকানো হচ্ছে' ! রিষড়ায় ঢুকতে না পেরে তোপ সুকান্তর

সুকান্তর আরও অভিযোগ, পুলিশ এই ঘটনায় একেবারে সরকার পক্ষের হয়ে কাজ করছে ৷ তা না হলে 144 ধারা জারি করার পরও কেন কল্য়াণ বন্দ্যোপাধ্য়ায়রা সেখানে (রিষড়ায়) 'খোলা ষাঁড়ের মতো' ঘুরে বেড়ানোর সুযোগ পান ? অথচ, বিজেপির প্রতিনিধিদের সেখানে ঢুকতেই দেওয়া হয় না ! সুকান্তর সাফ কথা, পুলিশ যদি এই পক্ষপাতিত্ব বন্ধ না করে এবং বেছে বেছে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে গ্রেফতার করা বন্ধ না করে, তাহলে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে ৷ এদিনের অবস্থানে সুকান্তর পাশেই ছিলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাত ৷

Last Updated : Apr 4, 2023, 12:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.