ETV Bharat / state

Rishra Situation: ধীরে ধীরে ছন্দে ফিরলেও আতঙ্কিত রিষড়ার মানুষ

author img

By

Published : Apr 5, 2023, 4:14 PM IST

রবিবার থেকে একের পর এক ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন রিষড়ার মানুষ ৷ মাঝের দু'দিন এলাকায় সেরকম লোকজন দেখা না গেলেও বুধবার থেকে ফের রাস্তায় দেখা মিলেছে মানুষজনের ৷ খুলছে দোকানপাট থেকে বাজার ৷ এখন এলাকায় শান্তি একমাত্র কাম্য বাসিন্দাদের ৷

Rishra situation nowadays
রিষড়ার পরিস্থিতি

ধীরে ধীরে ছন্দে ফিরলেও আতঙ্কিত রিষড়ার মানুষ

রিষড়া, 5 এপ্রিল: হিংসা থামলেও এখনও থমথমে রিষড়া ৷ বাসিন্দাদের মনের ভয় এখনও কাটেনি ৷ তবে রাজ্যপাল আসার পর তাঁরা মনে কিছুটা বল পেয়েছেন ৷ আবারও বাইরে বেরতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা ৷ ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে রিষড়া । রবিবার রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠেছিল রিষড়ার বিভিন্ন এলাকা ৷ তৈরি হয় আতঙ্কের পরিস্থিতি । 144 ধারা জারি হওয়ায় ফের লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হয় খেটে খাওয়া সাধারণ মানুষদের ৷

তিনদিনের ঘটনার পর বুধবার সকাল থেকে চার নম্বর গেট এলাকায় সবজির বাজার খোলা হয়েছে । মুদিখানা-সহ জরুরি সামগ্রী কিনতে বেরিয়েছেন বাসিন্দারা । এলাকায় রয়েছে পুলিশ পিকেট ৷ চলছে সর্বক্ষণ টহল । সবজি বিক্রেতাদের দাবি, পুলিশকে দেখে তাদের মনোবল বাড়ছে । চার নম্বর রেলগেটে অশান্তির জেরে বন্ধ হয়েছিল ট্রেন চলাচল । সেখানকার পরিস্থিতির হালহকিকত মঙ্গলবারই দেখতে এসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এলাকা শান্ত রাখতে এদিন কড়া বার্তা দিয়েছেন রাজ্যপাল । অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে অশান্ত এলাকাগুলিতে । রেলগেটেও পুলিশ পিকেট বসানো হয়েছে । পাশাপাশি জমায়েত ঠেকাতে 144 ধারা প্রত্যাহার করা হয়নি । ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছিল । তবে তা এখনও স্বাভাবিক করা হয়নি । কিন্তু স্থানীয় বাসিন্দাদের আনাগোনা শুরু হয়েছে ৷ কাজে ফিরছেন তাঁরা ৷

Rishra situation nowadays
এলাকায় রয়েছে পুলিশ পিকেট

স্থানীয় বাসিন্দা প্রভাস অধিকারী বলেন, "আমরা চাই আগের মতো শান্তি ফিরে আসুক । বহু মানুষ রয়েছে যারা একদিন কাজ না করলে রুটি রুজি পাবে না । এই 144 ধারা জারির ফলে ইন্টারনেট থেকে দোকানপাট সব বন্ধ । ফের লকডাউনের পরিস্থিতি তৈরি হয়েছে । রাতে আরও আতঙ্কের সৃষ্টি হয়েছে ৷ যার জেরে বাড়ি থেকে বেরনো যাচ্ছে না ।" অপর বাসিন্দা নারায়ণ বন্দ্যোপাধ্যায় বলেন, "গতকাল রাজ্যপাল আসার পর মানুষ সাহস করে বাড়ি থেকে বেরোতে পেরেছে । আমরা চাই সব শান্ত হোক । নাহলে সকলে বাড়িতে আটকে পড়ছে ।"

Rishra situation nowadays
হিংসা থামলেও এখনও থমথমে রিষড়া

আরও পড়ুন: কেটে গিয়েছে দু'দিন, রিষড়ার বর্তমান পরিস্থিতি কেমন ? খোঁজ নিল ইটিভি ভারত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.