ETV Bharat / state

Panchayat Repolls 2023: তৃণমূলের ছাপ্পা রুখতে ব্যালট বক্সে আলতা বিজেপির, পুরশুড়ার বুথে হল পুনর্নির্বাচন

author img

By

Published : Jul 10, 2023, 9:56 PM IST

সোমবার ফের ভোট হল পুরশুড়ার 78 নম্বর বুথ রাউতারা দক্ষিণ হরিসভা প্রাইমারি স্কুলে ৷ শনিবার এই বুথে ব্যালট বক্সে আলতা ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে ৷ যদিও তাদের দাবি, তৃণমূলের ছাপ্পা রুখতেই এই কাজ করা হয় ৷

ETV Bharat
ETV Bharat

পুরশুড়ার বুথে পুনর্নির্বাচন

পুরশুড়া, 10 জুলাই: শনিবার পঞ্চায়েত ভোটের দিন পুরশুড়ার 78 নম্বর বুথ রাউতারা দক্ষিণ হরিসভা প্রাইমারি স্কুলে ছাপা ভোটের অভিযোগ উঠেছিল ৷ বিজেপি কর্মীদের বার করে দিয়ে তৃণমূল বুথ দখল করে বলে অভিযোগ ৷ পালটা প্রতিরোধ হিসেবে ব্যালট বক্সে আলতা ঢেলে দেয় বিজেপি ৷ তৃণমূলের অবশ্য দাবি, বিজেপির এই কীর্তির জন্যই ভোগান্তির স্বীকার হতে হচ্ছে সাধারণ ভোটারদের । সে কারণেই সোমবার পুননির্বাচনের লাইনে দাঁড়াতে হয়েছে তাঁদের ৷ এদিন অবশ্য কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাতেই এখানে ফের ভোট হয়েছে ৷

উল্লেখ্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দুর অধিকারীও প্রতিরোধের ডাক দিয়েছিলেন পঞ্চায়েত ভোটে ৷ গ্রাম পঞ্চায়েতে এলাকার বিজেপি প্রার্থী সরমা রায় জানিয়েছেন, সেইমতো দলের নিচুতলার কর্মীরা প্রতিরোধ করেছেন ৷ ছাপ্পা রুখতে না পেরে ব্যালট বক্সে তাঁদেরই দলের একজন আলতা ঢেলে দিয়েছেন বলে তিনি স্বীকার করেছেন ৷ বিজেপি প্রার্থী সরমা রায় বলেন,"তৃণমূল এই বুথে তিনবার এসেছিল ছাপা দেওয়ার জন্য । আমরা আটকাতে গিয়েছিলাম । আমাদের জোর জবরদস্তি বুথ থেকে বার করে দেয় । আমাদের একজন মহিলা কর্মীর হাত ভেঙে গিয়েছে ৷ ছাপ্পা যখন দিচ্ছে তখন রুখতে না পেরে আমাদের একজন আলতা ঢেলে দিয়েছে । আমরা চেয়েছিলাম কেন্দ্রীয় বাহিনী থাকবে, ভোট হবে । এখানে ওরা জানত বিজেপি জিতবে তাই দখল করতে আসে । ওরা ঝামেলা করে জয় পেতে চেয়েছিল ।"

আরও পড়ুন: ভোট দিতে এসে লাইনে দাঁড়িয়ে আচমকা মৃত্যু ব্যক্তির

এই প্রসঙ্গে, আরামবাগের তৃণমূল সাংগঠনিক জেলার চেয়ারম্যান জয়দেব জানা জানান, এই বুথে ছাপ্পা ভোট হয়নি ৷ শুধু শুধু আলতা ঢালা হয় ব্যালট বক্সে । যেখানেই বিজেপি মনে করছে তাদের পায়ের তলায় মাটি নেই, তারা হেরে যাবে, সেখানে ভোট বানচাল করার জন্য ওরা এসব করছে ৷ মানুষকে ভোগান্তিতে ফেলার জন্য বিজেপি এসব করেছে । তাঁর দাবি, এখানে তৃণমূলই জিতবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.