ETV Bharat / state

Baidyabati GT Road Blocked কালীপুজোর বেদিতে প্রয়াত তৃণমূল সাংসদের মূর্তি বসানোর প্রতিবাদ, বৈদ্যবাটিতে জিটি রোড অবরোধ

author img

By

Published : Aug 21, 2022, 9:34 PM IST

protest-against-statue-installation-of-late-mp-akbar-ali-khondkar-on-kali-puja-altar-in-baidyabati
Protest Against Statue Installation of Late MP Akbar Ali Khondkar

কালীপুজোর বেদিতে প্রয়াত তৃণমূল সাংসদের মূর্তি বসানোকে কেন্দ্র করে উত্তেজনা (Protest Against Statue Installation of Late MP Akbar Ali Khondkar) ৷ প্রতিবাদে বৈদ্যবাটি জিটি রোড অবরোধ করলেন স্থানীয়রা (Baidyabati GT Road Blocked) ৷ অভিযোগ স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা এই কাজ করছে ৷

বৈদ্যবাটি, 21 অগস্ট: কালীপুজোর বেদিতে প্রয়াত তৃণমূল সাংসদ আকবর আলি খন্দকরের মূর্তি বসানোর অভিযোগ বৈদ্যবাটিতে (Protest Against Statue Installation of Late MP Akbar Ali Khondkar) ৷ এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বৈদ্যবাটির গভর্মেন্ট কোয়ার্টার এলাকায় ৷ প্রতিবাদে স্থানীয়রা জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখান (Baidyabati GT Road Blocked) ৷ শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ অবরোধ তুলতে গেলে, তাঁদেরও ঘেরাও করে স্থানীয়রা ৷ অভিযোগ, কয়েকজন স্থানীয় তৃণমূল নেতা প্রশাসন ও পৌরসভার অনুমতি ছাড়াই প্রায় 200 বছরের কালীপুজোর বেদিতে আকবর আলি খন্দকরের মূর্তি বসানোর পরিকল্পনা করেছেন ৷

স্থানীয়দের অভিযোগ প্রায় 200 বছর ধরে ওই বেদিতে রক্ষাকালী এবং 30 বছর ধরে শ্যামা কালীর পুজো হচ্ছে ৷ কিন্তু, তা সত্ত্বেও বৈদ্যবাটি পৌরসভার 22 নং ওয়ার্ডের কয়েকজন তৃণমূল নেতা কারও মতামত না নিয়েই ওই বেদিতে প্রয়াত সাংসদ আকবর আলি খন্দকরের মূর্তি বসানোর সিদ্ধান্ত নিয়েছেন ৷ স্থানীয় কাউন্সিলর এবং পৌরসভার চেয়ারম্যানকে স্থানীয়রা বিষয়টি জানান ৷ তাঁদের বক্তব্য, এ নিয়ে পৌরসভার কোনও অনুমতি নেওয়া হয়নি ৷ ফলে প্রশ্ন উঠছে, প্রশাসন জানে না অথচ তৃণমূলের কয়েকজন নেতা সাংসদের মূর্তি স্থাপন করাচ্ছেন ৷ তাও আবার প্রায় 200 বছরের পুরনো কালীপুজোর বেদিতে ৷

কালীপুজোর বেদিতে প্রয়াত তৃণমূল সাংসদের মূর্তি বসানোর প্রতিবাদ

আরও পড়ুন: কাল পুজো উদ্যোক্তাদের সঙ্গে মমতার বৈঠক

এর পরেই জিটি রোড অবরোধ করেন স্থানীয়রা ৷ তাঁদের দাবি, কালীপুজোর বেদিতে কোনও মূর্তি বসবে না ৷ মূর্তি বসাতে হলে, তা অন্যত্র বসবে ৷ এ নিয়ে বৈদ্যবাটি পৌরসভার 22 নং ওয়ার্ডের কাউন্সিলর শতরূপা চক্রবর্তী জানান, স্থানীয়রা তাঁদের অভিযোগ জানিয়েছেন ৷ প্রাক্তন সাংসদ আকবর আলি খন্দকরের মূর্তি বসানোয় আপত্তি রয়েছে তাঁদের ৷ কারণ, যেখানে মূর্তি বসানো হচ্ছে, সেখানে কালীপুজো হয় ৷ সকলের সঙ্গে আলোচনা করেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.