ETV Bharat / state

Potato Production in Hoogly : হুগলিতে এবছর আলু উৎপাদন কম, দাম বৃদ্ধির সম্ভাবনা

author img

By

Published : Mar 12, 2022, 5:41 PM IST

hoogly potato production
হুগলিতে আলু উৎপাদন কম এবছর, বাড়তে পারে দাম

ফলন কমায় এবছর আলুর বেশি দাম পাচ্ছেন হুগলির আলু চাষিরা (potato cultivators of Hoogly) ৷ তবে এবছর চাষের ও সারের খরচও বেড়েছে বলে জানিয়েছেন চাষিরা ৷

হুগলি, 12 মার্চ : প্রাকৃতিক দুর্যোগ ও অকাল বর্ষণের কারণে এবছর মার খেয়েছে আলুর ফলন (potato cultivation in Hoogly is low) ৷ হুগলি জেলার আলু চাষিরা জানাচ্ছেন, নিম্নচাপের বৃষ্টিতে আলু চাষের ক্ষতি হয়েছে ৷ নতুন করে বীজ রোপণ করতে গিয়ে চাষের খরচ বেড়েছে, সারের দামও বেড়েছে ৷ তাই এবছর সার্বিক ভাবেই আলু চাষের খরচ বেড়েছে, কিন্তু ফলন কমেছে ৷ কারণ জল জমে থাকার কারণে বহু জমিতেই আলু চাষ করা যায়নি ৷ মনে করা হচ্ছে এবছর 70 শতাংশ আলু উৎপাদন কম হতে পারে হুগলিতে । চাষিরা জানাচ্ছেন, কিছু কিছু জমিতে 50 শতাংশ আলু কম চাষ হয়েছে এবার ৷

তবে ফলন কম হওয়ায় এবছর আলুর দাম বেশি ৷ এতে চাষিরা বেশি দাম পাচ্ছেন ঠিকই, তবে তাঁদের দাবি অকাল বৃষ্টির কারণে তাদের চাষের ক্ষতি হয়েছে ৷ ফলে আবার নতুন করে চাষ করতে গিয়ে খরচও বেড়েছে ৷ সারের দামও বেড়েছে ৷ তাই লাভ তাঁরা কতটা ঘরে তুলতে পারবেন, সে বিষয়ে নিশ্চিত নন চাষিরা ৷ উৎপাদন কম হওয়ায় হুগলির বহু চাষিই এবার হিমঘরে আলু পাঠাচ্ছেন না ৷ দাম বেশি পাওয়ায় মাঠ থেকে ফসল তুলেই বেচে দিচ্ছেন তাঁরা ৷ হুগলিতে বর্তমানে জ্যোতি আলু 800 থেকে 850 টাকা বস্তা (50 কেজি), চন্দ্রমুখী আলু 1000 থেকে 1100 টাকা প্রতি বস্তা (50 কেজি) দরে বিক্রি করছেন চাষিরা ৷ উত্তরপ্রদেশে এই দাম প্রায় 200 টাকা কম ৷

হুগলিতে আলু উৎপাদন কম এবছর, বাড়তে পারে দাম

রাজ্যের সর্ববৃহৎ আলু উৎপাদক জেলা হুগলি । প্রতি বছর গড়ে ত্রিশ লক্ষ মেট্রিক টন আলু উৎপাদন হয় হুগলিতে । গত মরশুমে এই জেলায় 88 হাজার 945 হেক্টর জমিতে আলু চাষ হয়েছিল । আলু উৎপাদন হয়েছিল 35 লক্ষ মেট্রিক টন । এবার প্রাকৃতিক দুর্যোগ, অকাল বৃষ্টির ফলে আলু চাষে ব্যপক ক্ষতি হয়েছে ৷ দু'বার করে আলুর বীজ বপণ করতে হয়েছে চাষিদের ৷

আরও পড়ুন : কুলতলিতে গৃহস্থের পুকুরে কুমির ! আতঙ্কে গ্রামবাসী

ক্ষতি হয়। একবার আলু বসানোর পর আবার বসাতে হয় ফলে আলু চাষের জমি কমে যায় অনেকটাই । জল জমে থাকায় বহু জমিতেই চাষ করা যায়নি ৷ জেলা কৃষি উপ-অধিকর্তা সন্দীপ দে জানিয়েছেন, এবছর মাত্র 20-22 মেট্রিক টন আলু উৎপাদন হতে পারে হুগলিতে ৷ ফলন কমায় বাজারে আলুর দাম বাড়তে পারে বলেও তাঁর আশঙ্কা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.