ETV Bharat / state

তারকেশ্বরে তৃণমূল-বিজেপি সংঘর্ষে মৃত আরও 1, আহত 10

author img

By

Published : May 4, 2021, 11:01 PM IST

নির্বাচন পরবর্তী হিংসায় হুগলি জেলায় এখনও পর্যন্ত খানাকুল ও তারকেশ্বরে দুজনের মৃত্যু হয়েছে ।

One more dead and ten injured in Trinamool BJP clash in Tarakeswar
One more dead and ten injured in Trinamool BJP clash in Tarakeswar

তারকেশ্বর, 4 মে : পতাকা লাগানোকে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে প্রাণ গেল একজনের । আহত দশজন । ঘটনাটি তারকেশ্বর বিধানসভা কেন্দ্রের ধনিয়াখালি থানার অন্তর্গত মাঠ চৌতারা এলাকার । মৃতের নাম গোপাল পাত্র । তৃণমূলের কর্মী সে । অভিযোগ, বিজেপির বেশ কিছু কর্মী তৃণমূলের গোপালসহ বেশকিছু কর্মী ও সমর্থককে মারধর করে । বিজেপিরও কয়েকজন আহত হয় ।

হুগলি জেলায় ভোটের পর থেকে যেভাবে হিংসা শুরু হয়েছে তাতে এখনও পর্যন্ত খানাকুল ও তারকেশ্বরের দুজনের মৃত্যু হয়েছে । তারা দুজনেই তৃণমূল কর্মী । এতেই তৃণমূলের অভিযোগ বিজেপির বাইরে থেকে লোকজন এনে বাংলায় টাকার বিনিময়ে হিংসা ছড়াচ্ছে । আমরা চাই বাংলায় শান্তি ফিরে আসুক ।

তৃণমূল কর্মী সুকচাঁদ বেশরা ও গোপাল পাত্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চুঁচুড়ায় রেফার করা হয়েছে । সেখানেই মৃত্যু হয় গোপালের । বাকি আরও চার তৃণমূল কর্মী এবং দুই বিজেপি কর্মীকে ধনিয়াখালি ব্লক হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । ঘটনায় দুই বিজেপি কর্মী শ্রীমন্ত মালিক, সাহেব মালিককে আটক করেছে তারকেশ্বর থানার পুলিশ ।

জানা গিয়েছে ধনিয়াখালি থানার অন্তর্গত মাঠ চৌতারা এলাকায় বিজেপি পতাকা খুলে তৃণমূলের পতাকা লাগাতে বলায় গন্ডগোলের সূত্রপাত । আর সেই কথা বলতে গিয়ে ওই এলাকার দুই দলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় । সেখানেই তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ বাঁধে । সেই থেকে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এলাকায় । চুঁচুড়া হাসপাতালে সুকচাঁদকে দেখতে আসেন জেলা সভাপতি দিলীপ যাদব ।

তারকেশ্বর আসনের জয়ী তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ ঘটনাস্থলে যান । তিনি বলেন,"বিজেপি সর্বত্র গণ্ডগোল পাকাচ্ছে । আমরা চাই শান্তি ফিরুক এলাকায় ।"

আরও পড়ুন : সোনারপুরে নিহত বিজেপি কর্মীর বাড়িতে জেপি নাড্ডা

দিলীপ যাদব বলেন,"বিজেপি হিংসার রাজনীতি থেকে সরছে না । গতকাল খানাকুলে একজনকে খুন করেছে । আজ আরেক জনকে খুন করল আমাদের কর্মীদের । আমাদের নেত্রী বলেছে শান্ত থাকতে । পুলিশকে বলব আইনত ব্যবস্থা নিতে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.