ETV Bharat / state

অষ্টমশ্রেণি থেকেই সংবিধানকে পাঠ্যপুস্তকের সিলেবাসে আনা হোক, দাবি নওশাদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2023, 10:59 PM IST

ETV Bharat
নওশাদ সিদ্দিকী

Nawshad Siddiqi: অষ্টমশ্রেণি থেকেই সংবিধানকে পাঠ্যপুস্তকের সিলেবাসে আনা দাবি জানালেন আইএসএফ বিধায়ক নওশাদ বিধায়ক ৷ রবিবার ছিল সংবিধান দিবস ।

চন্ডীতলা (হুগলি), 26 নভেম্বর: সংবিধানের অধিকার মানুষের জানা দরকার। সংবিধানকে অষ্টম শ্রেণি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসার পাঠ্যপুস্তকের সিলেবাসে অন্তর্ভুক্তি করতে হবে । রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে রবিবার এই দাবি জানালেন ভাঙরের আইএসএস বিধায়ক নওশাদ সিদ্দিকী । রবিবার, 26 নভেম্বর সংবিধান দিবস । সেই উপলক্ষ্যে এদিন চন্ডীতলার নবাবপুরে সংবিধান দিবস উদযাপন করা হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফে ৷

এই অনুষ্ঠানে এসে নওশাদ বলেন,"রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে দাবি রেখেছি । সাধারণ মানুষকেও বলেছি সংবিধান সবার জানার দরকার । আমরা যদি তা জানি সেই অধিকার এমনিই পেয়ে যাব । আমাদের না জানার ফলে 500, 1000 টাকা দিয়ে আমাদেরকে ভুল বুঝিয়ে রাখা হয়েছে । আর আমরা স্বাস্থ্যের অধিকার পাচ্ছি না । অন্ন,বস্ত্র, কর্মসংস্থানের অধিকার পাচ্ছি না। শিক্ষার অধিকার পাচ্ছি না । সেই জন্য মানুষের কাছে অনুরোধ করেছি, বাড়িতে সংবিধান রাখুন ৷ কোনওকিছু হলে আগে সংবিধান পড়ে সবটা জানুন । তারপর পদক্ষেপ নিন । পাশাপাশি এখান থেকে কেন্দ্র ও রাজ্যকে অনুরোধ করেছি সংবিধানকে পাঠ্যপুস্তক এর অন্তর্ভুক্তি করা হোক । শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা যারা করতে আসে তাদের জন্য নয়, অষ্টম থেকেই সংবিধানকে সিলেবাসে আনা হোক । স্বল্প স্বল্প করেই সংবিধান সম্পর্কে শিক্ষা দেওয়া যাবে ।"

পাশাপাশি তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআই তদন্ত সম্পর্কে নওশাদ সিদ্দিকী এদিন জানান, সিবিআই তদন্ত শুরু হয়েছে বলে বিজেপি বন্ধুরা খুব উল্লসিত। একাধিক মামলা সিবিআই তদন্ত করে নিষ্পত্তি করতে পারেনি । মহুয়া মৈত্রর যদি দোষ করে থাকে তাহলে তার শাস্তি হোক। তবে শুধুমাত্র রাজনীতি করার জন্য যদি মহুয়া মৈত্রকে হয়রানি করা হয় তাহলে আমরা তারও প্রতিবাদ জানাই ।

আরও পড়ুন:

  1. উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের সুস্থতা কামনায় যজ্ঞ বিধায়কের, সৌভিক পাখিরার বাড়িতে সাংসদ অপরূপা
  2. ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল থেকে তৈরি জ্যাকেট ও বেঞ্চ, স্বেচ্ছাসেবী সংস্থার উপহার পৌরনিগমকে
  3. পাহাড়ে অধীর চৌধুরীর হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন বিনয় তামাং
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.