ETV Bharat / state

কাউন্সিলর ফিরোজ খানের  বিরুদ্ধে সরব লকেট

author img

By

Published : Sep 9, 2020, 10:05 PM IST

কামারহাটির ঘটনার প্রসঙ্গে তেলেনিপাড়ার যোগ থাকার কারণে আবার একটা কিছু ঘটনা ঘটার আশঙ্কা করছেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন," আমরা চাই পুলিশ তদন্ত করুক তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।" এদিন চুঁচুড়ায় চন্দননগর কমিশনারেটের অফিসে আসেন লকেট।

locket chatterjee
মহারাষ্ট্র সরকারের সমালোচনা সাংসদ লকেটের

হুগলি, 9 সেপ্টেম্বর : তেলেনিপাড়া ঘটনার পুনরাবৃত্তি আশঙ্কা করে সাংসদ লকেট চট্টোপাধ্যায় চন্দননগরের কমিশনার হুমায়ুন কবীরের সঙ্গে দেখা করে কথা বলেন। পরে সাংবাদিকদের কাছে বলেন," কিছুদিন আগেই কামারহাটি বোমা বিস্ফোরণে বেশ কয়েক জন মারা যায়। তারা তেলেনিপাড়ার বাসিন্দা। সেই সূত্র ধরেই কামারহাটিতে আনোয়ার বলে এক কুখ্যাত দুষ্কৃতী আছে সেটা কমিশনার জানেন। এই কামারহাটি বিস্ফোরণের সঙ্গে ভদ্রেশ্বরের কাউন্সিলর ফিরোজ খানের সম্পর্ক আছে। মোবাইল লোকেশন ট্র্যাক করে পুলিশ দেখুক । সেদিন কোথায় ছিল ফিরোজ ।"

চুঁচুড়ায় চন্দননগর কমিশনারেটের অফিসে আসেন লকেট


কমিশনার হুমায়ুন কবিরের কাছে এই বিষয়ে তদন্ত দাবি করেন সাংসদ। তিনি বলেন," আবার একটা বিস্ফোরণ করার মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে। " তাঁর অভিযোগ," ফিরোজ খানের নেতৃত্বে দাঙ্গা হয়েছিল তেলেনিপাড়ায়। তখনও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। আবারও যখন কামারহাটিতে ঝামেলা সৃষ্টি করার জন্য বোমা বাধা হচ্ছিল সেখানেও ফিরোজ খান ছিল। তার বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ গ্রহন করছে না প্রশাসন । যেহেতু তৃণমূলের লোক এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত পড়বে সেই কারণেই কোন কিছু করা হচ্ছে না। এখানে শুধুমাত্র তোষণের রাজনীতি করতে চলছে । কারণ আগামী দিনে নির্বাচনে তাদের পেশিশক্তি লাগবে বলে কিছুই করা হচ্ছে না ।"

কামারহাটির ঘটনার প্রসঙ্গে তেলেনিপাড়ার যোগ থাকার কারণে আবার একটা কিছু ঘটনা ঘটার আশঙ্কা করছেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন," আমরা চাই পুলিশ তদন্ত করুক তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।" এদিন চুঁচুড়ায় চন্দননগর কমিশনারেটের অফিসে আসেন লকেট।


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.