ETV Bharat / state

মাদার ডেয়ারিকে বাংলার ডেয়ারি বানিয়ে বেসরকারিকরণের চেষ্টা হচ্ছে : সুজন

author img

By

Published : Mar 3, 2020, 10:34 PM IST

Updated : Mar 4, 2020, 8:59 PM IST

আজ ডানকুনির একটা অনুষ্ঠানে গিয়ে CPI(M) নেতা সুজন চক্রবর্তী বলেন, "মাদার ডেয়ারির সুনাম আছে ৷ এই সুনাম নষ্ট করে আস্তে আস্তে বেসরকারিকরণের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা করছে রাজ্য সরকার ৷ " পাশাপাশি অন্য ইশুতেও বর্তমান সরকারকে আক্রমণ করেন সুজনবাবু ৷

Sujan Chakraborty
সুজন চক্রবর্তী

ডানকুনি, 3 মার্চ : "মাদার ডেয়ারিকে বাংলার ডেয়ারি করেছে । এরপর হবে বিশ্ববাংলা ডেয়ারি ৷ তারপরে শুনব পিসি-ভাইপোর ডেয়ারি করবে ৷" ডানকুনির মাদার ডেয়ারিতে এসে এই মন্তব্য করলেন CPI(M) নেতা সুজন চক্রবর্তী ৷ শ্রমিকদের অভিযোগ, মাদার ডেয়ারিকে বাংলা ডেয়ারি করা হবে বলে তাঁরা শুনতে পেয়েছেন ৷ তারই প্রতিবাদে আজ এমপ্লয়িজ় ইউনিয়ন ও হুগলি জেলা ঠিকা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মাদার ডেয়ারি গেটে গণ কনভেনশনের আয়োজন করা হয় ৷ সেই প্রতিবাদ অনুষ্ঠানে অংশ নেন সুজন চক্রবর্তী ৷ তাঁর সঙ্গে ছিলেন আবদুল মান্নান, অনাদি সাহুর মতো নেতারা ৷

সুজনবাবু বলেন, "বামফ্রন্ট সরকারের উদ্যোগে 16 বছর মাদার ডেয়ারি ন্যাশনাল ডেয়ারি বোর্ড দ্বারা পরিচালিত হয়েছে ৷ 1978 সালে বামফ্রন্ট এই উদ্যোগ নিয়েছিল ৷ 1996 সালের পর রাজ্য সরকার দায়িত্ব নিয়েছিল ৷ এরপর সেই মাদার ডেয়ারির জন্য ভালো কিছু করতে পেরেছেন ? না ৷ সর্বনাশ করে দিয়েছে ৷ 30 কোটি টাকার বেশি গচ্ছিত সম্পদ রাখা ছিল ৷ কোথায় গেল সেই টাকা ? লাভ হচ্ছিল ৷ লস যাচ্ছে কেন এখন ? হিমুল, বর্ধমান, দুর্গাপুর সব মিলিয়ে সমস্ত চাপটা মাদার ডেয়ারির উপর ফেলে দিলেন ? এসব করে এখন বলছেন নাম বদল করে দিয়েছে ৷ বেঙ্গল ডেয়ারি নাকি বাংলা ডেয়ারি ? ক'দিন পরে হয়তো বলবেন বিশ্ববাংলা ডেয়ারি ৷ তারপর শুনব পিসি-ভাইপোর ডেয়ারি ৷ পিসি-ভাইপোর ডেয়ারি করা বন্ধ করুন । এটা বেসরকারিকরণের প্রচেষ্টা মাত্র । মাদার ডেয়ারির সুনাম আছে ৷ বেস্ট কোয়ালিটি দেয় মাদার ডেয়ারি ৷ এই সুনাম নষ্ট করে আস্তে আস্তে বেসরকারিকরণের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা রাজ্য সরকার করছে, এটা অন্যায় হচ্ছে ৷ লুটে খাবার জায়গা হিসেবে মাদার ডেয়ারিকে ব্যবহার করবেন না ৷ মানুষ তা মানবে না ৷"

মাদার ডেয়ারিকে বাংলা ডেয়ারি বানিয়ে বেসরকারিকরণের চেষ্টা হচ্ছে বললেন CPI(M) নেতা সুজন চক্রবর্তী

পৌর নির্বাচন নিয়ে সুজনবাবু বলেন, "ভোটলুট না করা যায়, সেটাই তো রাজ্যের মানুষ চাইবে । ডায়মন্ডহারবারে লোকসভায় ভোটলুট করেছে । সর্বত্র ভোট লুট হয়েছে । দায় স্বীকার করে পদত্যাগ করুন । যারা ভোটলুটের কুশীলব তারা সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায় ও অন্য নেতাদের ডাইনে ও বামে ঘুরে বেড়াচ্ছে । তাদের বাতিল করার কথা ঘোষণা করুক । ওরা তৃণমূলের কেউ নয় ৷ তৃণমূল লুট ও তোলাবাজের দল হয়ে গেছে । পঞ্চায়েতে ভোটলুট, লোকসভায় ভোটলুট হয়েছে । হাঁটু গেড়ে অন্যায় স্বীকার করুন ৷ তৃণমূল কংগ্রেসকে লোকে জানত মমতা-মুকুলের দল । তারপর লোকে জানত সারদা-নারদা খ্যাত লুটেরাদের দল । এখন বুঝতে পারছেন মুখ্যমন্ত্রীর মুখটা মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে না । এটা ফ্রাস্টেশনের লক্ষণ।"

তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রীর জানা উচিত ওঁর জন্মের আগে থেকে রাজ্যে উদ্বাস্তুদের সংগঠন রয়েছে ৷ যার নেতৃত্ব দিয়েছিলেন জ্যোতি বসু ও লাল ঝাণ্ডা । মুখ্যমন্ত্রীর জানা উচিত মুখ্যমন্ত্রীর সরকার তৈরি হওয়ার আগে বাম আমলে 2 কোটি 2 লাখ 58 হাজার নিঃশর্ত দলিল দেওয়া হয়েছে । পশ্চিমবাংলায় নিঃশর্ত দলিল ছিল না । নিঃশর্ত দলিলের আইন তৈরি হয়েছে 1986 সালে । যখন বামফ্রন্ট সরকারে ছিল ।"

Last Updated : Mar 4, 2020, 8:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.