ETV Bharat / state

Mamata Inaugurates Kamarkundu Rail Bridge : রেলকে ছাড়াই কামারকুণ্ডু রেলব্রিজের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

author img

By

Published : Jun 3, 2022, 9:36 PM IST

শুক্রবার হুগলির সিঙ্গুর থেকে কামারকুণ্ডুর রেল ওভারব্রিজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Inaugurates Kamarkundu Rail Bridge without Rail Officials) ৷ এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক ৷

Mamata Banerjee Inaugurates Kamarkundu Rail Bridge without Rail Officials
Mamata Inaugurates Kamarkundu Rail Bridge : রেলকে ছাড়াই কামারকুণ্ডু রেলব্রিজের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

সিঙ্গুর (হুগলি), 3 জুন : রেলব্রিজের উদ্বোধন হল ৷ অথচ সেখানে থাকলেন না রেলের কর্তারাই ৷ শুক্রবার এমন ঘটনা ঘটেছে হুগলিতে ৷ হুগলির সিঙ্গুরে শুক্রবার গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ সেখানে গিয়ে তিনি ভার্চুয়ালি উদ্বোধন করেন কামারকুণ্ডুর রেল ওভারব্রিজের ৷ আর সেই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক (Kamarkundu Rail Bridge Inauguration Controversy) ৷

সিঙ্গুর তৃণমূল কংগ্রেসের উত্থানের অন্যতম কেন্দ্র ৷ সিঙ্গুরের জমি আন্দোলনই মমতা বন্দ্যোপাধ্যায়কে বঙ্গ রাজনীতিতে জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করেছিল ৷ তাই মুখ্যমন্ত্রী হওয়ার পর যতবার তিনি সেখানে গিয়েছেন, ততবারই তাঁকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে ৷ এবারও তাই হয়েছে ৷ তবে সেসব ছাপিয়ে বিতর্ক অনেক বেশি বড় হয়ে উঠেছে ৷

এদিন পূর্বরেলর মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘‘আজ রেলওয়ে ফ্লাই ওভার উদ্বোধন হয়েছে । সেখানে রেলকে আমন্ত্রণ জানানো হয়নি । রেল যখন উদ্বোধনের কথা ভেবেছিল, তখন রাজ্য সরকার সম্মতি দেয়নি । সেই সময় কার্ড ছাপানো হয়েছিল । তাতে রাজ্যের জনপ্রতিনিধিদের নামও ছিল । তবে শীঘ্র সম্ভব রেল গেট বন্ধ করতে হবে । না হলে ফ্লাই ওভার চালু হওয়ার কোনও মানে নেই ।’’

Mamata Inaugurates Kamarkundu Rail Bridge : রেলকে ছাড়াই কামারকুণ্ডু রেলব্রিজের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

যদিও এদিন এই সব বিতর্ককে একেবারে গুরুত্ব দেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জনতার সামনে বরং তিনি জমি আন্দোলনের কথা তুলে ধরেছেন ৷ বলেছেন, ‘‘সিঙ্গুরে সুপ্রিম কোর্টের রায়ে কৃষকরা জমি ফেরত পেয়েছে । এতে আমরা সকলেই খুশি । সারা বছর সাহায্য করা হয় এখানে । সিঙ্গুরে অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি হচ্ছে, কোচ ফ্যাক্টরি হচ্ছে ৷ আমাকে উদ্বোধন করার জন্য আসতে বলা হচ্ছে । হুগলিতে হিন্দ মোটরের কারখানা হচ্ছে । ডানকুনিতে ইন্ডাস্ট্রিও হবে আগামিদিনে ।’’

এদিকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের মন্ত্রী বেচারাম মান্না জানান, রেল এই বিষয়টি রাজনীতি করছে ৷ পাশাপাশি তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও তোপ দেগেছেন ৷ কেন্দ্র বাংলায় উন্নয়নের টাকা দিচ্ছে না ৷ উল্টোদিকে উড়ালপুলের রাজনীতি করছে ৷

এদিকে সিঙ্গুর আন্দোলনের সময় তাপসী মালিকের মৃত্যু নিয়ে ব্যাপক হইচই হয়েছিল ৷ এদিন মমতার অনুষ্ঠানে তাপসী মালিকের বাবাকে ডাকা হয়নি বলে অভিযোগ ৷ তাপসীর বাবা মনোরঞ্জন মালিক বলেন, ‘‘মমতাদিদি ভালোবাসেন না ৷ পরিত্যাগ করেছেন আমায় ৷’’ যদিও এদিনের অনুষ্ঠানে মমতা যেমন সিঙ্গুরের আন্দোলনের কথা মনে করিয়ে দিয়েছেন, তেমনই তাপসী মালিকের কথাও উল্লেখ করেন ৷

আরও পড়ুন : Suvendu Slams Mamata : মিথ্যাচার-সুযোগসন্ধানী রাজনীতিতে মমতার বিকল্প নেই, সমালোচনা শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.