ETV Bharat / state

বিচারাধীন বন্দীর মৃত্যু , চিকিৎসার গাফিলতির অভিযোগ জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে

author img

By

Published : Dec 31, 2019, 11:52 PM IST

জানা গেছে , হৃদরোগে আক্রান্ত ছিল আলি মোল্লা । গতকাল হঠাৎই চন্দননগর উপ-সংশোধনাগারে অসুস্থ হয়ে যায় সে । চিকিৎসার জন্য চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । তারপরই চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলে মৃতের পরিবার ।পরিবারের দাবি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাকে । তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা ।

image
মৃত ব্যক্তি

চন্দননগর,31 ডিসেম্বর : বিচারাধীন বন্দীর মৃত্যু । মৃতের নাম ইসমাইল আলি মোল্লা (59) । হুগলির চন্দননগরের ঘটনা ।

ইসমাইলের বাড়ি সিঙ্গুরের দেয়িরাতে । গত 29 নভেম্বর তার পুত্রবধু মারুফা বেগম আত্মঘাতী হন । আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল । বিচার চলছিল তার । জানা গেছে,হৃদরোগে আক্রান্ত ছিল আলি মোল্লা । গতকাল হঠাৎই চন্দননগর উপ-সংশোধনাগারে অসুস্থ হয়ে যায় সে । চিকিৎসার জন্য চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । তারপরই চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলে মৃতের পরিবার । পরিবারের দাবি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে তাকে । তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা ।

মৃতের পরিবারের অভিযোগ, গতকাল বর্ধমান মেডিকেল কলেজে থেকে আলি মোল্লাকে নিয়ে আসার সময় সংজ্ঞাহীন হয়ে পড়েন । সেই সময় পরিবারের লোকজন তাকে দেখতে গেলে পুলিশ বাধা দেয় । পরে ইসমাইল আরও অসুস্থ বোধ করলে তাকে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের পরিবার ।

Intro:বিচারাধীন বন্দির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল হুগলী চন্দননগরে ।মৃতের নাম ইসমাইল আলী মোল্লা59। বাড়ি সিঙ্গুরের দেয়িরাতে। গত 29 নভেম্বর তার পুত্রবধূ মারুফা বেগম আত্মঘাতী হন।পুত্রবধূ আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল শ্বশুর-শাশুড়ি স্বামী ও দেওরকে। সিঙ্গুর থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে সকলকে গ্রেপ্তার করেছিল ।এরআগে থেকে হৃদরোগে আক্রান্ত ছিলেন আলী মোল্লা।গতকাল হঠাৎই চন্দননগর উপ সংশোধনাগারে অসুস্থ হয়ে যায়।চিকিৎসার জন্য চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে মৃত বলে জানায় চিকিৎসক।তারপরই চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলে মৃতের পরিবার।পরিবারের দাবি মিথ্যা কেসে ফাঁসানো হয়েছে ।এবং মৃত্যুর তদন্তের দাবি জানান হচ্ছে।
আত্মীয় আজিমা খাতুন বলেন বধূ মারুফা দরজা বন্ধ করে নিজেই আত্মহত্যা করেছিলেন। এমন কাণ্ড ঘটিয়ে ফেলবেন তা বাড়ির লোক ঘুনাক্ষরেও টের পাননি।মেয়ের বাড়ির লোকজন অভিযোগ করার জন্যই গ্রেফতার করা হয় স্বামী শ্বশুর-শাশুড়ি ওদেরকে। 27 তারিখের কোর্টে হাজিরা দেওয়ার সময় ইসমাইল আলী মোল্লার স্ত্রী তিনি অসুস্থ বোধ করছিলেন। তাদের আরও অভিযোগ গতকাল বর্ধমান মেডিকেল কলেজে থেকে আলী মোল্লাকে নিয়ে আসার সময় সংজ্ঞাহীন হয়ে পড়েন। সেই সময় পরিবারের লোকজন তাকে দেখতে গেলে পুলিশ বাধা দেয়। তারপর গতকাল রাত্রে ইসমাইল অসুস্থ বোধ করলে তাকে চন্দননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলেছে মৃতের পরিবার। ।Body:WB_HGL_CHANDANNAGAR JAIL UNNATURAL DEATH_7203418Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.