ETV Bharat / state

Anganwadi Centre Food Complaint: হুগলির অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ডিম সেদ্ধ করা জল দিয়ে খিচুড়ি রান্না, বিক্ষোভ অভিভাবকদের

author img

By

Published : Mar 22, 2023, 2:14 PM IST

Updated : Mar 22, 2023, 3:34 PM IST

Hooghly Anganwadi Centre ETV Bharat
হুগলির অঙ্গনওয়াড়ি কেন্দ্র

হুগলির গোঘাট মহাপ্রভু 15 নম্বর অঙ্গনওয়াড়ি (Hooghly Anganwadi Centre) কেন্দ্রে ডিম সেদ্ধ করা জল দিয়ে খিচুড়ি রান্না করার অভিযোগে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা (Anganwadi Centre Food Complaint)৷

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ অভিভাবকদের

হুগলি, 22 মার্চ: অঙ্গনওয়াড়ি কেন্দ্রে (Anganwadi Centre Food Complaint) ডিম সিদ্ধ করা জল দিয়ে খিচুড়ি রান্না করার অভিযোগ উঠল । সেই অস্বাস্থ্যকর খাবার খেয়ে মাঝেমধ্যেই শিশুরা অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ করেছেন অভিভাবকরা ৷ প্রতিবাদ করলে তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ করেছেন তাঁরা । সেই ঘটনার জেরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে দফায় দফায় বিক্ষোভ করলেন অভিভাবকরা ।

হুগলি জেলার (Hooghly News) গোঘাট মহাপ্রভু 15 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে । শিশুদের অস্বাস্থ্যকর খাবার দেওয়ার প্রতিবাদে দফায় দফায় বিক্ষোভ দেখান অবিভাবকেরা । এ দিন সকালে গোঘাটের ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গিয়ে অবিভাবকরা দেখেন, শিশুদের খাবার অযোগ্য খাবার খেতে দিচ্ছেন কেন্দ্রের কর্মীরা । এরপরই তাঁরা প্রতিবাদে সরব হন এবং শিশুদের স্বাস্থ্যকর খাবার দেওয়ার দাবি জানান ।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই শিশুদের অনুপযুক্ত খাবার দেওয়ার কারণে শিশুরা অসুস্থ হয়ে পড়ছিল । অভিভাবকদের মধ্যে এই নিয়ে অসন্তোষ তৈরি হয়েছিল । এ দিন সেই অসন্তোষের বিস্ফোরণ দেখা যায় অবিভাবকদের মধ্যে । তাঁরা সরাসরি ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন ।

আরও পড়ুন: দোকান চালাতে সমস্যা, তাই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্নাঘর গুঁড়িয়ে দিলেন মালিক

তাঁদের অভিযোগ, শিশুদের জন্য ডিম সিদ্ধ করার পর সেই জল খিচুড়িতে দিয়ে শিশুদের খাওয়ানো হয় । বিশুদ্ধ পানীয় জল না দিয়ে ডিম সিদ্ধ করা জল খাওয়ানো হত শিশুদের ৷ এই অভিযোগ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তাঁরা । পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান এবং সিডিপিওকেও অভিযোগ জানানো হয় বলে দাবি করেন অবিভাবকেরা ।

যদিও গোঘাটের মহাপ্রভু 15 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, এই নিয়ে যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে । তিনি ক্যামেরার সামনে কিছু বলবেন না । সবমিলিয়ে এখন দেখার শিশুদের স্বাস্থ্যের কথা ভেবে আগামী দিনে খাবারের গুণগতমান বজায় রেখে ওই কেন্দ্রে শিশুদের খাবার দেওয়া হয় কি না ।

Last Updated :Mar 22, 2023, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.