ETV Bharat / state

World Deaf TT Championship: বিশ্ব বধির টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের আশায় পাঁচ বাঙালি

author img

By

Published : Jul 2, 2023, 9:58 PM IST

Etv Bharat
সৃজিত ও সুরভি

কানে ঠিকমতো শুনতে পান না, কথাতেও অস্পষ্টতা রয়েছে তাঁদের ৷ কিন্তু তাতে কী ৷ সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে জীবনে এগিয়ে চলেছেন ওঁরা ৷ দেশের হয়ে এবার সোনা জয়ের আশায় তাইপের আসরে বাংলার পাঁচ যুবক-যুবতি ৷

সোনা জয়ের আশায় পাঁচ বাঙালি

উত্তরপাড়া, 2 জুলাই: বিশ্ব বধির টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সোনা জয়ের আশা নিয়ে নেমেছে বাংলার পাঁচ বধির যুবক-যুবতি । পশ্চিমবঙ্গ থেকে এই বধির ছেলেমেয়েরা সিনিয়র ও জুনিয়র বিভাগে দেশের হয়ে লড়বে তাইপেইয়ে । 8-20 জুলাই শুরু হবে এই চ্যাম্পিয়নশিপ । এদের মধ্যে কঠিন লড়াই উত্তরপাড়ার সৃজিত মজুমদার ও শিলিগুড়ির সুরভি ঘোষের । দু'জনেই তাঁদের বাবাকে হারিয়েছেন। শারীরিক ও আর্থিকভাবে দুর্বল হওয়া সত্ত্বেও জাতীয়স্তরে একাধিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তাঁরা।

ছোটবেলা থেকেই দু'জনে বাকিদের চেয়ে আলাদা । দু'জনেরই কানে শোনার ক্ষেত্রে সমস্যা রয়েছে । সমস্ত প্রতিবন্ধকতার মধ্যেও একের পর এক প্রতিযোগিতায় ভারতের হয়ে জয় এনেছেন এরা । হাওড়ার কদমতলার বিজলি সংঘে টেবিল টেনিসের প্র্যাকটিস করে সৃজিত ও সুরভি । ইতিমধ্যেই ন্যাশনাল, ইন্টারন্যাশনাল ও অলিম্পিক খেলেছেন । এ বছর তাইপেইয়ে চতুর্থ বিশ্ব বধির চ্যাম্পিয়ানশিপ শুরু হবে ।

শনিবার তাঁরা দিল্লিতে সাইয়ে যোগ দেবেন । দেশ থেকে মোট 8 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে । শিলিগুড়ি থেকে মহিলা বিভাগে সুরভি ঘোষ ও পুরুষ বিভাগে প্রিয়ম চক্রবর্তী রয়েছে । জুনিয়র বিভাগে প্রয়াস সাহা । হুগলির উত্তরপাড়ার খেলোয়াড় সৃজিত মজুমদার । এছাড়াও জুনিয়র বিভাগে হাওড়ার সিনড্রেলা মল্লিক রয়েছেন । সৃজিতের দাবি, তাঁর লড়াইয়েই সে জয়ী হয়েছে । দীর্ঘদিন খেলা বন্ধ থাকার পর লড়াই করে একের পর এক চ্যাম্পিয়নশিপ খেলেছেন তিনি । লড়াই করেই আগামী দিনেও জয়ী হতে চান । সুরভির আশা তিনিও তাইপের চ্যাম্পিয়নশিপে জয়ী হবেন । মাকে এমনই বলেছেন ৷

সৃজিতের মা সুজাতা মজুমদার বলেন, "পাঁচ বছর থেকে টেবিল টেনিস খেলছে সৃজিত । চিকিৎসকের পরামর্শ মতো এই খেলা শুরু করাই । 2007 সালে পথ দুর্ঘটনায় সৃজিতের বাবা মারা যায় । তারপর থেকে 10 বছর খেলা বন্ধ হয়ে যায় । পরে পড়াশোনা করে বেসরকারি সংস্থায় চাকুরি করে । ন্যাশনাল ও অলিম্পিক খেলেছে । তাইপে বিশ্ব চ্যাম্পিয়ানশিপে সোনা জয়ে করবে বলে আশা ।"

সুরভির মা জয়া ঘোষের কথায়, "একবছর আগে ওর বাবা মারা যায় । তার মধ্যে হাজার ও প্রতিবন্ধকতার মধ্যে খেলা চালিয়ে গিয়েছে । বিশ্ব চ্যাম্পিয়নশিপে ও অলিম্পিকে দু'বার গিয়েছে । আমরা দাবি যদি কেউ সংস্থা এগিয়ে এলে বা চাকরি পেলে খুব খুশি হতাম । এবারেও আশা চ্যাম্পিয়ন হবে সুরভি ।"

আরও পড়ুন : এশিয়ান গেমস ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে নির্বাচিত বঙ্গ শুটার মেহুলি

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.