ETV Bharat / state

হিমঘরে আলুর মেয়াদ শেষ নভেম্বরে, প্রয়োজন সরকারি হস্তক্ষেপ; ক্ষতির আশঙ্কা কৃষক-ব্যবসায়ীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 4:59 PM IST

ETV Bharat
হিমঘরে আলু

Potato Farmers and businessman facing problem: হিমঘর মালিকরা ঘোষণা করেছেন 30 নভেম্বরের পর সব আলু বাইরে বের করে দেওয়া হবে ৷ এদিকে হিমঘরে রয়েছে লক্ষ লক্ষ টন আলু ৷ সেই আলু বাইরে বেরলে ক'দিনের মধ্যেই পচে নষ্ট হয়ে যাবে ৷ দুশ্চিন্তায় কৃষক থেকে ব্যবসায়ীরা ৷

হিমঘরiগুলিতে আলুর মেয়াদ শেষ হচ্ছে নভেম্বরে

সিঙ্গুর, 28 নভেম্বর: খেত থেকে আমন ধান ওঠার পরই শুরু হয়েছে আলুর চাষ ৷ বাংলায় আলু একটি অর্থকরী ফসল ৷ তাই প্রতি বছর বিপুল পরিমাণে আলু চাষ হয় ৷ তবে পরিকল্পনার অভাবে কয়েক লক্ষ মেট্রিক টন আলু হিমঘরে থেকে যায় ৷ আর এই আলু স্টোর করা নিয়ে সমস্যা তৈরি হয় ৷ এবছরও তার ব্যতিক্রম হয়নি ৷ রাজ্যজুড়ে হিমঘরগুলিতে প্রায় 10 লক্ষ মেট্রিক টন আলু রয়েছে ৷ এ নিয়েই সংকটে পড়েছে আলু চাষের সঙ্গে জড়িত কৃষক থেকে ব্যবসায়ীরা ৷

হিমঘর মালিকরা আগেই ঘোষণা করেছে 30 নভেম্বর হিমঘর থেকে সব আলু বের করে দেওয়া হবে ৷ এই বিশাল পরিমাণ আলু যদি হিমঘর থেকে বের করে দেওয়া হলে সবাই সংকটে পড়বে ৷ লক্ষ লক্ষ টন আলু হিমঘর থেকে বের করে দিলে তা বিক্রির সময়টুকুও পাবেন না ব্যবসায়ীরা ৷ মাত্র 10 দিনের মধ্যেই সেগুলি পচে যাবে, খাওয়ার অনুপযুক্ত হয়ে পড়বে ৷ পাশাপাশি এই মুহূর্ত আলুর যেটুকু দাম বেড়েছিল, তাও এক ধাক্কায় কমে যাবে ৷

অন্যদিকে আলু পচে গেলে ডিসেম্বর-জানুয়ারি মাসে বাজারে আলুর আকাল দেখা দেবে ৷ কারণ নতুন আলু বাজারে আসতে আসতে জানুয়ারি মাস ৷ স্বভাবতই এতে বাজারের অচলাবস্থা তৈরি হবে ৷ আলু চাষের আগে বহু চাষি এই আলু বিক্রি করে খরচ জোগান ৷

এখনই যদি হিমঘর থেকে আলু বাইরে বার করে দেওয়া হয় ৷ তাহলে সেই আলু নষ্ট হয়ে যাবে ৷ তাই সরকারের কাছে আবেদন জানিয়েছেন ব্যবসায়ী সমিতি ও চাষিরা ৷ হিমঘরে আলু রাখার মেয়াদ বৃদ্ধি করার দাবি জানান হয়েছে ৷ যদিও হিমঘর মালিকদের পক্ষ থেকে এই দাবি আগেই নাকচ করা হয়েছে ৷

হিমঘরের বক্তব্য, এই দাবি মানা সম্ভব নয় ৷ রাজ্য সরকার যদি বাধ্য করে, তাহলে তাদের বর্ধিত ভাড়া দেওয়ার ব্যবস্থা করতে হবে ৷ এই জটিল পরিস্থিতিতে কিছুটা হলেও আশার আলো দেখিয়েছেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না ৷ তিনি বলেন, "প্রতিবছর এই রকম পরিস্থিতি তৈরি হয় ৷ আমাদের কাছে বিভিন্ন তরফে আবেদন এসেছে ৷ সার্বিকভাবে সব দিক বিবেচনা করে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা পদক্ষেপ নেব ৷ রাজ্যের স্বার্থে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷"

আর সেদিকেই তাকিয়ে আছে হুগলি-সহ রাজ্যের কৃষক, ব্যবসায়ী ৷ সিঙ্গুরের এক কৃষক সমীর বেড়া বলেন, "বর্তমানে আলুর দাম কিছু বেড়েছে ৷ যদি আলু আরও কিছুদিন থাকে, তাহলে দাম ঠিক থাকবে ৷ এর জন্য সরকারি পদক্ষেপ করা দরকার ৷ রাজ্যে যা আলু আছে, তাতে ডিসেম্বর 15 তারিখ পর্যন্ত হিমঘরে থাকলে অনেকটাই খালি হবে ৷ আগাম আলু উৎপাদনে সময় লাগবে জানুয়ারি মাস ৷ এই সময় হিমঘর মালিকরা যদি কিছু টাকা বেশি নেয়, তাহলেও হিমঘর মালিক থেকে কৃষক সবাই বাঁচবে ৷ তাতে টাকা দিতে হবে ৷ নাহলে সরকারকে ভরতুকি দিতে হবে ৷"

এই বিষয়ে হিমঘরে আলুর একই ভাড়ায় মেয়াদ বৃদ্ধির দাবি করেছেন আলু ব্যবসায়ী সমিতির সদস্য লালু মুখোপাধ্যায় ৷ তিনি বলেন, "নভেম্বর শেষ দিন হলেও 10 লক্ষ মেট্রিকটন আলু কোনও মতেই হিমঘর থেকে বার করে দেওয়া সম্ভব নয় ৷ আমরা বিভাগীয় মন্ত্রী বেচারাম মান্নাকে আবেদন করেছি, একই ভাড়ায় 31 ডিসেম্বর পর্যন্ত আলু রাখার ৷ নাহলে আলু নষ্ট হয়ে যাবে এই বিপুল আলু ৷ এখনও সরকারি তরফে কিছু সিদ্ধান্ত হয়নি ৷ আগামিদিনে কী সিদ্ধান্ত নেয়, আমরা সেই দিকে তাকিয়ে রয়েছি ৷"

রাজ্য হিমঘর অ্যাসোসিয়েশনের সভাপতি পতিত পাবন দে বলেন, "বর্ধিত ভাড়া না দিলে আমাদের পক্ষে অতিরিক্ত এক মাস হিমঘর চালানো সম্ভব নয় । এছাড়াও আগেই হিমঘর শ্রমিকরা বর্ধিত টাকা দাবি করেছে ৷ 9 মাস পর্যন্ত 168 থেকে 172 টাকায় (প্রতিমাসে) ভাড়ায় আলু রাখতে হয় ৷ অন্য রাজ্যের মতো নয়, বাংলায় সরকার নিয়ন্ত্রিত ভাড়ায় হিমঘর চালাতে হয় ৷ তারপর বিদ্যুৎতের দাম বাড়ছে ৷ ডিসেম্বরের জন্য অতিরিক্ত খরচ আমরা কোথা থেকে পাব ? যদি চালাতে হয়, তাহলে অতিরিক্ত ভাড়া না-হলে আমরা অপারগ ৷"

আরও পড়ুন:

  1. হিমঘর কর্তৃপক্ষকে 20 জন করে সিকিউরিটি গার্ড বহালের নির্দেশ জেলা প্রশাসনের
  2. আলুর দাম তলানিতে, মাথায় হাত চাষিদের
  3. দেশীয় বাজারে আকাশছোঁয়া দাম, ভারত থেকে আলু আমদানি বাংলাদেশ সরকারের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.