ETV Bharat / state

মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে লক্ষাধিক টাকা দান বৃহন্নলার

author img

By

Published : Mar 28, 2020, 2:26 PM IST

মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে লক্ষাধিক টাকা দান বৃহন্নলার
মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে লক্ষাধিক টাকা দান বৃহন্নলার

মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে এক লাখ এক হাজার টাকা দান করলেন সিঙ্গুরের এক বৃহন্নলা ৷ দেশের এই খারাপ সময়ে গরিবদের পাশে থাকতেই এই উদ্যোগ বলে জানালেন তিনি ৷ তাঁর আশা, আরও অনেকেই এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ৷

সিঙ্গুর, 28 মার্চ : আজও অনেকেই অবহেলার চোখে দেখে বৃহন্নলাদের ৷ একই সমাজে সবার সঙ্গে থাকলেও যেন 'সমাজচ্যুত' তারা ৷ কিন্তু, এই সমাজ তাদের ব্রাত্য করে রাখলেও নিজেদের কর্তব্য থেকে পিছু পা হবেন না ৷ সেটাই যেন প্রমাণ করে দিলেন এক বৃহন্নলা ৷ তিনি সিঙ্গুরের জলাঘাটার বাসিন্দা ৷ কোরোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করলেন এক লাখ এক হাজার টাকা৷

বেশিরভাগ বৃহন্নলার মতো ভিক্ষা করেই দিন চলে পাখির ৷ সমাজের চোখে তো ব্রাত্য ৷ তার উপর বয়স হয়েছে ৷ সেভাবে রোজগার না থাকলেও মানবিকতা আছে তাঁর ৷ তাই লকডাউনের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিতে দ্বিতীয়বার ভাবেননি ৷ মজুরখাটা মানুষগুলো আজ গৃহবন্দী ৷ হাতে কাজ নেই ৷ তাই তাদের মুখের দিকে চেয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজের জমানো টাকা দান করলেন পাখি ৷

সিঙ্গুরের এক বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজারের হাতে এক লাখ এক হাজার টাকার চেক তুলে দেন পাখি ৷ এরকম একটা মহান কাজের জন্য ব্যাঙ্ক কর্মীরাও হাততালি দিয়ে পাখিকে অভিনন্দন জানান ৷ পাখি বলেন, "আমি নিজে ভিক্ষা করে পাঁচ বাড়ি থেকে চেয়ে খাই ৷ যতটুকু পেরেছি, দিয়েছি ৷ সমাজে নিজের পরিচয় দিতে লজ্জা পাই আমি ৷ এই সময় মানুষ হয় যদি মানুষের পাশে না দাঁড়াও, তাহলে কখন দাঁড়াব ৷ কোরোনা ভাইরাসের কারণে গরিব মানুষের কষ্টের জন্যই আমি মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে এক লাখ এক হাজার টাকা তুলে দিয়েছি ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য কাজ করছেন ৷ তাই তাঁর পাশে থাকার জন্যই দান করলাম ৷ আশা করি, আমার দেখাদেখি গরিবদের পাশে অনেকে এসে দাঁড়াবেন ৷ গরিবদের ভালো হোক, এটাই আমার উদ্দেশ্য ৷"

বেসরকারি ব্যাঙ্কের ওই ম্যানেজার বলেন,"পাখি সাউ আমাদের একজন গ্রাহক ৷ মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে টাকা দিয়ে অভূতপূর্ব নিদর্শন সৃষ্টি করলেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.