ETV Bharat / state

Dilip on Mukul: বিজেপিকে ধোঁকা দিয়েছেন মকুল, বললেন দিলীপ

author img

By

Published : Apr 20, 2023, 8:02 PM IST

Dilip Ghosh on Mukul Roy
দিলীপ ঘোষ

বিজেপি সম্মান দিয়েছিল কিন্তু মকুল রায় দলকে ধোঁকা দিয়েছেন ৷ এমনই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ ।

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ

চুঁচুড়া, 20 এপ্রিল: কয়েকদিন ধরে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছে মুকুল রায়কে নিয়ে ৷ পদ্ম না ঘাস ফুলে রয়েছেন তিনি, সেই নিয়ে সন্দিহান সাধারণ মানুষ ৷ তবে শেষমেশ মুকুল জানিয়ে দিয়েছেন তিনি বিজেপির সঙ্গেই রয়েছেন ৷ এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বৃহস্পতিবার বলেন, "আমাদের দলে আসার পর তাঁকে সম্মান দেওয়া হয়েছিল সর্বভারতীয় ক্ষেত্রে । তারপর উনি ধোঁকা দিয়েছেন । আমাদের কর্মীদের মনোবলকে ভেঙে দিয়েছেন তিনি । তাতে আমাদের ক্ষতি হয়েছে এবং পশ্চিমবঙ্গের রাজনীতিরও অনেক ক্ষতি হয়েছে । উনি বিজেপিতে আছেন বললে কী যায় আসে। পার্থ বাবু বলেছিল তাঁর পিছনে তৃণমূল আছে। সত্যি কি আছে ? অনেকের অনেক কিছু মনে হয়।"

এদিন চুঁচুড়া আদালতে আসেন দিলীপ ঘোষ । 2019 সালের 21 জুলাই গুড়াপ থানার একটি মামলায় জামিন নিতে আসেন বিজেপির সহ-সভাপতি । আদালত থেকে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, "পশ্চিমবঙ্গের কোনও না কোন আদালতে আমার নামে মামলা করা হয়েছে । আমি যাইনি ৷ জানিও না কী কারণে মামলা ।" মুকুল রায় ও তাঁর ছেলের দাবি প্রসঙ্গেও মন্তব্য করেন দিলীপ ৷ তিনি জানান, মুকুল রায় ও তাঁর ছেলে আগে তাঁরা বাপ-বেটা ঠিক করুক কে ঠিক বলছেন । তৃণমূলে গেলে অনেকেরই অনেক কিছু কমে যায় ৷ কারও অক্সিজেন কমে যায় ৷ কারও সোডিয়াম কারও পটাশিয়াম কারও হাইড্রোজেন কমে যায় । কার কী কমেছে সেটা ডাক্তার বলবে ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টালিনকে ফোন করে বিরোধী ঐক্যের কথা বলা প্রসঙ্গে দিলীপের বক্তব্য, একবার তো গিয়েছিলেন ইডলি-ধোসা খেয়ে এসেছিলেন ৷ কী লাভ হয়েছে । যে নিজে দুর্নীতিতে ডুবে আছে, মানুষ যাদের সঙ্গে নেই; তার কে হাত ধরবে । সব ডুবে মরবে নাকি । অমিত শাহকে ফোন করেছেন প্রমাণ করতে পারলে পদত্যাগ করবেন মুখ্যমন্ত্রী বলেছেন ৷ সেই প্রসঙ্গে এই বিজেপি নেতা বলেন, "উনি পদত্যাগ করবেন ! সেই দিনটা কি আমরা কোনদিন দেখতে পাব । দেখা যাক ৷ করলে ভালো হয় ।"

আরও পড়ুন: 'বিজেপির সঙ্গেই আছি', রাজধানীতে সাংবাদিক সম্মেলন করে জানালেন মুকুল

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.