ETV Bharat / bharat

Mukul Roy: 'বিজেপির সঙ্গেই আছি', রাজধানীতে সাংবাদিক সম্মেলন করে জানালেন মুকুল

author img

By

Published : Apr 19, 2023, 4:28 PM IST

Updated : Apr 19, 2023, 5:09 PM IST

Etv Bharat
'ফুল' বদল মুকুলের

বুধবার দিল্লিতে রীতিমতো সাংবাদিক বৈঠক করে সবেতেই জল ঢাললেন মুকুল রায় ৷ তাঁর সাফ জবাব, "আমি সবসময় বিজেপির সঙ্গে ছিলাম, আছি ৷"

বিজেপির সঙ্গেই আছি, জানালেন মুকুল

নয়াদিল্লি, 19 এপ্রিল: গেরুয়া জওহর কোট গায়ে চাপিয়ে ফের একবার ফুল বদল মুকুলের ! একদিন আগে মঙ্গলবারই অপহরণের অভিযোগ করেছিলেন ছেলে ৷ তার কয়েক ঘণ্টার মধ্যেই বুধবার নয়াদিল্লিতে রীতিমতো সাংবাদিক বৈঠক করে সবেতেই জল ঢাললেন মুকুল রায় ৷ তাঁর সাফ জবাব, "আমি সবসময় বিজেপির সঙ্গে ছিলাম, আছি ৷ এবং দল যদি আমাকে কোনও কাজের ভার দেয় তবে আমি তা করব ৷" মুকুলের এই মন্তব্যে ফের একবার শোরগোল রাজ্য-রাজনীতিতে ৷ যদিও বিজেপি দফতরে এখনও যাননি মুকুল রায় ৷ অন্যদিকে এদিন তাঁর সাংবাদিক বৈঠকেও কোনও বিজেপি নেতৃত্বকে দেখা যায়নি ৷ যার জেরে অনেকেই প্রশ্ন তুলছেন, তবে কী ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচতে নিজেই নিজেকে বিজেপি নেতা বলে ঘোষণা করলেন মুকুল ?

মঙ্গলবার বিকালে আচমকাই বিমানবন্দরে দেখা যায় মুকুল রায়কে ৷ এরপরই টানটান স্নায়ু যুদ্ধ শুরু হয় তৃণমূল-বিজেপির অন্দরে ৷ কোনও দলের তরফেই মুকুলকে নিয়ে স্পষ্ট করে বক্তব্য দিতে রাজি হয়নি কোনও দলই ৷ শেষে হাটে হাঁড়ি ভাঙলেন স্বয়ং মুকুল রায় ৷ ছেলে যেখানে বারবার বাবার মানসিক সমস্যা নিয়ে প্রশ্ন তুলেছেন, সেখানে মুকুল কিন্তু নির্লিপ্তভাবেই জানিয়েছেন, ছেলে শুভ্রাংশু রায়েরও উচিত বিজেপিতে যোগ দেওয়া ৷ এখানেই শেষ নয়, বিজেপিতে যোগ দিলে শুভ্রাংশু এবং তাঁর পরিবারের পক্ষে ভালো বলেও রীতিমতো সাবধানবাণী শোনা যায় তাঁর গলায় ৷ এর মাঝেই দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন কৃষ্ণনগরের বিধায়ক ৷ সেখানেই তিনি দাবি করেন, বিজেপিতেই আছেন তিনি ৷ পাশাপাশি তৃণমূলে যাওয়ার বিষয়টিও অস্বীকার করেন মুকুল ৷

এদিন সাংবাদিকদের প্রশ্নে মুকুল রায় বলেন, "তৃণমূল থেকে পদত্যাগ করার প্রশ্নই আসে না ৷ কারণ আমি তৃণমূল দলের সঙ্গে কোনও দিন ছিলামই না ৷" সেইসঙ্গে, তিনি ইতিমধ্যেই তৃণমূল থেকে পদত্যাগ করেছেন বলেও দাবি করেছেন মুকুল রায় ৷ তাঁর আরও দাবি, বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (পিএসি) থেকেও পদত্যাগ করেছেন ৷ যদিও দিল্লি যাওয়ার পরই একাধিক বার বাবাকে অপহরণ করা হয়েছে বলে দাবি করেন মুকুল-পুত্র ৷

আরও পড়ুন: শাহকে ফোনের প্রমাণ দিতে পারলে মুখ্যমন্ত্রিত্ব থেকে পদত্যাগের চ্যালেঞ্জ মমতার

এমনকী, পুলিশেও অভিযোগ দায়ের করেন শুভ্রাংশু রায় ৷ যার জেরে, বুধবারই দিল্লিতে গিয়ে বিধাননগর থানার পুলিশ মুকুল রায়কে জিজ্ঞাসাবাদও করে ৷ তবে মুকুল বরাবরই দাবি করে আসছেন, তিনি নিজের মর্জিতেই দিল্লিতে এসেছেন ৷ এমনকী ছেলের বক্তব্যকেও খণ্ডন করতে দেখা যায় তাঁকে ৷

Last Updated :Apr 19, 2023, 5:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.