ETV Bharat / state

তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগ, ধনেখালিতে মারধর 2 BJP কর্মীকে

author img

By

Published : Jul 22, 2019, 6:05 AM IST

ধনেখালি

ধনেখালিতে তৃণমূলের পতাকা ছেঁড়ার অভিযোগে দুই BJP কর্মীকে মারধর । অভিযোগ অস্বীকার করেছেন তাঁরা ।

ধনেখালি, 22 জুলাই : দলীয় পতাকা ছেঁড়ার অভিযোগে ধনেখালির চৌতারা মোজডে BJP কর্মীদের মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । জখম দুই BJP কর্মী তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন । তাঁদের অভিযোগ, তৃণমূলকর্মীরা নিজেরাই পতাকা ছিঁড়ে দলীয় কর্মীদের উপর দোষ চাপিয়ে মারধর করেছে । অন্যদিকে, তৃণমূলের অভিযোগ, এলাকায় অশান্তি ছড়াতে এধরনের কাজ করছে BJP । পুলিশ পতাকা ছেঁড়ার ঘটনায় জখম দুই BJP কর্মীকে আটক করেছে ।

গতকাল সন্ধ্যায় পতাকা ছেঁড়ার অভিযোগ ধনেখালির চৌতারা এলাকায় স্থানীয় দুই BJP কর্মী সৌমিক দাস এবং প্রদীপ ধারাকে ঘিরে ধরেন বেশ কয়েকজন তৃণমূল কর্মী । তাঁদের লাঠি, রড দিয়ে মারধর করা হয় । জখম BJP কর্মীদের স্থানীয়রা উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভরতি করেন ।

প্রদীপ বলেন, "সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ চৌতারা মোড়ে আমি আর সৌমিক দাঁড়িয়ে ছিলাম । হঠাৎ জনা আটেক তৃণমূল কর্মী আমাদের ঘিরে ধরে । আমাদের মারধর শুরু করে । যা হোক করে পালিয়ে যাই । ওরা বলছিল, আমরা পতাকা ছিঁড়েছি । কিন্তু, আমরা এধরনের কাজ করিনি । ওরাই নিজেরাই পতাকা ছিঁড়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে ।"

এদিকে হুগলি জেলা তৃণমূল সভাপতি দিলীপ যাদব বলেন, "চৌতারা এলাকায় BJP-র লোকজন তৃণমূলের পতাকা খুলছিল । স্থানীয়রা তা দেখেছে । তারাই প্রতিবাদ করে । পুলিশ দু'জনকে আটক করেছে । আইন আইনের পথে চলবে । এভাবে অস্থিরতা তৈরির চেষ্টা মানুষ মেনে নেবে না ।"

Intro:Body:তৃণমূলের দলীয় পতাকা ছেড়া কে কেন্দ্র করে তৃণমূল বিজেপি সংঘর্ষে আহত দুই বিজেপি কর্মী।ঘটনা হুগলীর ধনেখালীর চৌতারা এলাকার।
বিজেপির অভিযোগ এলাকায় তৃণমূলের পতাকা নিজেরাই ছিড়ে ফেলে দেয় এবং বিজেপির ছেলেদের উপর দোষ চাপিয়ে তাদের মারধোর করে।
অভিযোগ আজ সন্ধ্যায় ধনেখালীর চৌতারা এলাকায় দুজন বিজেপি কর্মী কে ঘিরে ধরে জনা আটেক তৃণমূল কর্মী।তারা লাঠি রড দিয়ে বেধড়ক মারধোর করে সৌমিক দাস এবং প্রদীপ ধারা নামে দুই বিজেপি কর্মী কে।আহত দুই বিজেপি কর্মীকে স্থানীয়রা উদ্ধার করে তারকেশ্বর গ্রামীন হাসপাতালে ভর্তি করে।

অন্য দিকে তৃণমূলের অভিযোগ এলাকায় অশান্তি ছড়াতে তৃণমূলের লাগানো পতাকা চিঁড়েছে বিজেপি।

আহত বিজেপি কর্মী প্রদীপ ধারা বলেন সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ চৌতারা মোড়ে হটাৎ করে জনা আটেক তৃণমূলের ছেলে আমাদের ঘিরে ধরে ব্যাপক মারধোর করে লাঠি এবং রড দিয়ে।কোনো রকমে তাদের হাত থেকে পালিয়ে এসে প্রাণে বাঁচি।পরে স্থানীয়রা আমাদের হাসপাতালে ভর্তি করে।ওদের বক্তব্য এলাকায় বিজেপি করা চলবে না।এলাকায় নিজেরাই নিজেদের পতাকা ছিঁড়ে আমাদের উপর দোষ চাপাচ্ছে।এবং মারধোর করছে।

তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব বলেন চৌতারা এলাকায় বিজেপির লোকজন তৃণমূলের পতাকা খুলছিল সেটা স্থানীয় বাসিন্দারা দেখে এবং পুলিশ ও দেখেছে।পুলিশ সঙ্গে সঙ্গে দুজন কে গ্রেপ্তার করেছে।ওরা এই অন্যায় গুলো করবে আবার বলবে এগুলো আমাদের কাজ নয়।কিন্তু প্রতিদিন ই প্রকাশ্যে ওরা ধরা পড়ছে।আইন আইনের মত চলবে।এই ধরণের ঘটনা ঘটিয়ে একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে বিজেপি।

এলাকায় পরিস্থিতি সামাল দিতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর চৌতারা এলাকায় তৃণমূলের পতাকা ছেঁড়া কে কেন্দ্র করে অশান্তির সৃষ্টি হয় এবং দুই পক্ষের মধ্যে গন্ডগোল সৃষ্টি হয়। তবে বড় কোন অশান্তি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।পতাকা ছেঁড়ার ঘটনায় পুলিশ দুজন কে আটক করেছে।

wb_hgl_01_dhonekhali_bjp attack_vis_10007

B_1_প্রদীপ ধারা(আহত বিজেপি কর্মী)
B_2_দিলীপ যাদব(তৃণমূল,জেলা সভাপতি)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.