ETV Bharat / state

ভোট আসে, ভোট যায়... তবু তাঁদের তাঁতের হাল ফেরে না

author img

By

Published : Apr 2, 2021, 9:31 PM IST

Dhaniakhali Handloom
ছবি

পাওয়া, না-পাওয়ার মধ্যেই আরও একটা ভোট ৷ আবার আশায় বুক বাঁধতে শুরু করেছেন তাঁত শিল্পীরা ৷ আশা, এবার হয়ত সরকার মুখ তুলে চাইবে ৷ এবার হয়ত ঘাম ঝরানো কাপড়টা বাজারে দাম পাবে ৷

ধনেখালি, 2 এপ্রিল : ধনেখালির তাঁত ৷ নামটাই যেন যথেষ্ট ৷ ধনেখালির তাঁতের গরিমা আজও স্বমহিমায় উজ্জ্বল ৷ কিন্তু শুধু ঐতিহ্যবাহী নামটাই রয়ে গিয়েছে ৷ তাঁতের সঙ্গে আষ্টেপিষ্টে জড়িয়ে থাকা মানুষগুলোর জীবন আজ বড্ড ফ্যাকাশে ৷ এক একটা শাড়ি তৈরি করতে সময় লাগে 2 থেকে 3 দিন । এত খাটাখাটনির পর মজুরি ? মাত্র 200 টাকা ৷ খুবে বেশি হলে 300 টাকা ।

প্রতিবার ভোট আসে ৷ প্রতিশ্রুতি আসে ৷ আশা জাগে ৷ কিন্তু হাল ফেরে না ৷ লকডাউনের জেরে অবস্থা আরও খারাপ হয়েছে ৷ ধুঁকছে তাঁতশিল্প ৷ নতুন প্রজন্মের কেউ আর আসতে চাইছে না তাঁতের কাজে ৷

সরকার পরিবর্তন হলেও তাঁত শিল্পের জন্য কোনও উন্নতি হয়নি ৷ নেই কর্মসংস্থান । সরকার প্রতিশ্রুতি দিলেও ধনেখালি তাঁত শিল্প নিয়ে যেন কোনও চিন্তা ভাবনাই নেই । আদৌ নতুন সরকার এলেও যে তাঁত শিল্পীদের জন্য কি উদ্যোগ নেবে তা নিয়ে দুশ্চিন্তায় শিল্পী থেকে সমবায় ।

তৃণমূল সরকার ধনেখালি তাঁত শিল্পীদের নানা প্রতিশ্রুতি দিলেও আজও তাঁরা অবহেলিত । তাঁতিদের নেই কোনও উন্নতি ৷ নেই ন্যূনতম মজুরি ৷ নতুন করে কর্মসংস্থান না থাকার কারণেই তাঁতশিল্প সেভাবে উন্নতি নেই । শুধু ধনেখালির তাঁতই নয়, হুগলি জেলায় ধনেখালি, বেগমপুর সহ অসংখ্য তাঁত শিল্প এই কাজের উপর নির্ভরশীল ছিল । কম মজুরি ও বাজার জাত না হওয়ার অভাবে একের পর এক তাঁত বন্ধ হয়ে গিয়েছে ।

বাম সরকার পরিবর্তন হয়ে তৃণমূল সরকার এলেও সেই তিমিরেই দাঁড়িয়ে আছে হুগলি জেলার তাঁত শিল্পীরা । সমবায়ের মাধ্যমে বিভিন্নভাবে চেষ্টা করা হলেও সেভাবে তাতে কোন কর্মসংস্থান হয়নি বলে দাবি তাঁতিদের । সরকারের তরফে তাঁতিদের তাঁত ঘর ,তাঁত ও সরকারি ভাতা দিলেও সকলে এই সুবিধা পাননি । ফলে নানা অভিযোগ উঠেছে বর্তমান শাসক দলের বিরুদ্ধে ।

Dhaniakhali Handloom
ধুঁকছে তাঁতশিল্প, লকডাউনের জেরে অবস্থা আরও খারাপ হয়েছে

আরও পড়ুন : ভোট আসে ভোট যায়, সঙ্কটমোচন বহু দূর, ধ্বংসের মুখে শান্তিপুর-ফুলিয়ার তাঁত

ধনেখালির তাঁতিরা সমবায় ছাড়াও মহাজনের মাধ্যমে তাঁত বোনেন । তার উপর লকডাউনের জেরে তাঁত শিল্পীদের অবস্থা করুণ হয়ে গিয়েছে । এই সমস্যাকে হাতিয়ার করে রাস্তায় নেমেছে বিজেপি সহ বিরোধীরা । তবে তৃণমূলের দু'বারের বিধায়ক অসীমা পাত্র অবশ্য বলেছেন সরকারি তরফে সকালকে তাঁত ঘর ,তাঁত ও সরকারি সাহায্য দেওয়া হয়েছে । আগামী দিনে সকলের সঙ্গে কথা বলেই ব্যবস্থা নেওয়া হবে ।

এক তাঁত শিল্পী হারাধন লাহা বলেন তাঁত শিল্পীদের সরকারিভাবে কোন উন্নতি নেই । মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন । টেক্সটাইল হাবের মাধ্যমে সুতো তৈরি হবে, দাম কম হবে । কিন্তু কিছুই হয়নি । এবার যে সরকারই আসুক তন্তুবায়দের জন্য কিছু উন্নতি করলে ভাল হবে । আমরা এমন জায়গায় পড়ে গিয়েছি । মজুরি কম হলেও কিছু করার নেই এই বয়সে । সেই কারণেই নতুন প্রজন্ম কেউ আসছে না এই তাঁতশিল্পে ।

প্রতিশ্রুতি দিলেও ধনেখালি তাঁতের কোনও উন্নতি হয়নি

আরও পড়ুন : শান্তিপুরে রাতের অন্ধকারে তছনছ প্রায় কয়েক লাখ টাকার তাঁত

বিজেপির প্রার্থী তুষার মজুমদার বলেন, ধনেখালি তাঁত নিয়ে কিছু করেনি তৃণমূল সরকার । নিজের দলের কিছু লোককে দিয়ে দায় সেড়েছে । শোনা গিয়েছিল ধনেখালি তাঁত নিয়ে তাঁত হাব ও ক্লাস্টার করা হবে । কিন্তু কোন কিছুই হয়নি । আগামী দিনে বিজেপি সরকার আসবে তাঁত শিল্পের নতুন করে কর্মসংস্থান হবে । অন্যান্য রাজ্যে মতই বাংলাতেও মানুষ কে কাজ জন্য অন্য কোথাও যেতে হবে । বিজেপি সরকার এলে তাঁত বন্টন হবে, লোন করে দেওয়া ব্যবস্থা হবে । শুধু তাঁতের কাপড় তৈরি করা নয় বাজারজাত করার ব্যবস্থা করব আমরা ।

ধনেখালি বিদায়ী বিধায়ক অসীমা পাত্র বলেন, মন্ত্রী থাকাকালীন ধনেখালি তাঁতিদের নিয়ে ট্রেনিং দিয়ে 65 জনকে স্বনির্ভর করার ব্যবস্থা করেছিলাম । কিন্তু ধনেখালি তাঁতিরা সেই ঐতিহ্য বজায় রাখতে চায় । ধনেখালি তাঁত সমবায় ও সোমসপুর তাঁত সমবায় এই দুটি সমবায় তাঁতিরা পুরনো ঐতিহ্য থেকে বেরিয়ে আসতে চাইছে না । তার ফলেই আরও সমস্যায় সৃষ্টি হয়েছে । তাঁতের হাব ও ক্লাস্টার পদ্ধতিতে ও করার চিন্তা-ভাবনা হয়েছিল । সেটা কার্যকরী হয়নি । ট্রেনিং দিয়ে জাকাত মেশিন দিয়ে আমি চেষ্টা করেছিলাম তাঁতিদের জন্য কিছু করার । আগামী দিনে তৃণমূল সরকার এলে তাঁতিদের নিয়ে আমরা বসব ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.