ETV Bharat / state

খানাকুলে তৃণমূল-বিজেপি সংঘর্ষ , থানায় বিক্ষোভ বিজেপির

author img

By

Published : Jan 5, 2021, 9:16 PM IST

khanakul
khanakul

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ বেশ কয়েক জন বিজেপি কর্মীকে ব্যাপক মারধর করা হয় । পালটা তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা মিছিল করার সময়ে তৃণমূল কর্মীদের উপর আক্রমণ চালায় ।

খানাকুল, 5 জানুয়ারি : রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত খানাকুল । থানায় বিক্ষোভ বিজেপির । পালটা অভিযোগ তৃণমূলেরও। খানাকুলের চকের মোড় এলাকায় তৃণমূলের প্রতিবাদ সভা চলছিল । বিজেপির স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা একটি মিছিল করার আয়োজন করছিল । পুলিশের অনুমোদনও ছিল বলে তাদের দাবি । মিছিল শুরু হওয়ার আগেই তৃণমূলের কর্মীরা আক্রমণ চালায় বলে বিজেপি কর্মীদের অভিযোগ । সংঘর্ষে দু'পক্ষের দশ জন জখম হয় ।

স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ বেশ কয়েক জন বিজেপি কর্মীকে ব্যাপক মারধর করা হয় । পালটা তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা মিছিল করার সময়ে তৃণমূল কর্মীদের উপর আক্রমণ চালায় । তৃণমূলেরই বেশ কয়েকজন আহত হয়েছেন । তাদের খানাকুল হাসপাতালে ভরতি করা হয় । রাজনৈতিক সংঘর্ষে খানাকুলের চকের মোড় এলাকায় ব্যাপক বোমাবাজি হয় । খবর পেয়ে ঘটনাস্থানে যান খানাকুল থানার ওসি ও আরামবাগের সি আই ।

খানাকুলে তৃণমূল-বিজেপি সংঘর্ষ

এদিকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে খানাকুল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা । অবিলম্বে অভিযুক্ত তৃণমূল নেতা ও কর্মীদের গ্রেপ্তারের দাবি জানান তারা । পুলিশের অনুমোদন থাকা সত্বেও কেন হামলার শিকার হতে হল বলেও প্রশ্ন তোলেন বিজেপি কর্মীরা । এর প্রতিক্রিয়ায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলেছে খানাকুলকে অশান্ত করার জন্য বিজেপি বাইরে থেকে লোক এনেছে । কিন্তু এভাবে তৃণমূলকে দমিয়ে রাখা যাবে না ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.